ETV Bharat / state

প্রায় 12 ঘণ্টা উদ্ধারকাজের পর চালু আপ লাইন, মঙ্গলে পরিদর্শনে সেফটি ও ফরেন্সিক দল - Kanchanjungha Express Accident

KANCHANJUNGHA EXPRESS ACCIDENT: সোমবার সকাল 9টা নাগাদ ট্রেন দুর্ঘটনা ঘটে জলপাইগুড়ির ফাঁসিদেওয়ার কাছে ৷ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনকে পিছন দিক থেকে ধাক্কা মারে পণ্যবাহী ট্রেন ৷ এই দুর্ঘটনায় কমপক্ষে 9 জনের মৃত্যু হয়েছে ৷ প্রায় 12 ঘণ্টা পর এদিন রাতে আপ লাইনে ট্রায়াল রান শুরু হল ৷

Kanchanjungha Express Accident
12 ঘণ্টা পর চালু হল ট্রায়াল রান (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 17, 2024, 11:14 PM IST

শিলিগুড়ি, 17 জুন: রাত তখন 11টা ছুঁই ছুঁই ৷ সকাল 8.20 মিনিটের ভয়াবহ দুর্ঘটনার পর প্রায় 12 ঘণ্টা উদ্ধারকাজ চলার পর কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হল রেল কর্তৃপক্ষ । সকালে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের নিজবাড়ি এবং রাঙাপানি রেলস্টেশনের মাঝখানে দুর্ঘটনার কবলে পড়ে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস । ট্র্যাকে যাওয়ার সময় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে একটি দ্রুতগামী মালগাড়ি ।

প্রায় 12 ঘণ্টা উদ্ধারকাজের পর চালু আপ লাইন (নিজস্ব ভিডিয়ো)

সেই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত নয়জনের ৷ আহতের সংখ্যা অনেক । এদিকে বিপর্যয় মোকাবিলা বাহিনী নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালিয়ে যায় রেল কর্তৃপক্ষ । রাত প্রায় 11টা নাগাদ আপ লাইন থেকে দুর্ঘটনার ধ্বংসাবশেষ সরাতে সক্ষম হয় রেল কর্তৃপক্ষ । এবং সেই লাইনে মাল গাড়ি চালিয়ে ট্রায়াল রান করা হয় । তবে সকালের মধ্যে ডাউনলাইন থেকেও দুর্ঘটনাগ্রস্ত ট্রেন এবং তার ইঞ্জিন সরিয়ে পরিষেবা স্বাভাবিক করা যেতে পারে বলে জানিয়েছেন রেল আধিকারিকরা । মঙ্গলবার সকাল থেকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলেই আশা করছেন তাঁরা ৷ রেল সেফটি কমিশনার ও ফরেন্সিক দলও এদিন পরিদর্শনে আসবেন বলে জানিয়েছেন তাঁরা ৷

কোন ধরনের কোচ ব্যবহারে রেল দুর্ঘটনায় ক্ষতির সম্ভাবনা কম থাকে ?

ঘটনার পর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই । ঘটনার খবর পেয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ, শিলিগুড়ির মেয়র গৌতম দেব । পাশাপাশি নিহত এবং আহতদের দেখতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ-সহ অন্যান্যরা ।

শিলিগুড়ি, 17 জুন: রাত তখন 11টা ছুঁই ছুঁই ৷ সকাল 8.20 মিনিটের ভয়াবহ দুর্ঘটনার পর প্রায় 12 ঘণ্টা উদ্ধারকাজ চলার পর কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হল রেল কর্তৃপক্ষ । সকালে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের নিজবাড়ি এবং রাঙাপানি রেলস্টেশনের মাঝখানে দুর্ঘটনার কবলে পড়ে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস । ট্র্যাকে যাওয়ার সময় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে একটি দ্রুতগামী মালগাড়ি ।

প্রায় 12 ঘণ্টা উদ্ধারকাজের পর চালু আপ লাইন (নিজস্ব ভিডিয়ো)

সেই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত নয়জনের ৷ আহতের সংখ্যা অনেক । এদিকে বিপর্যয় মোকাবিলা বাহিনী নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালিয়ে যায় রেল কর্তৃপক্ষ । রাত প্রায় 11টা নাগাদ আপ লাইন থেকে দুর্ঘটনার ধ্বংসাবশেষ সরাতে সক্ষম হয় রেল কর্তৃপক্ষ । এবং সেই লাইনে মাল গাড়ি চালিয়ে ট্রায়াল রান করা হয় । তবে সকালের মধ্যে ডাউনলাইন থেকেও দুর্ঘটনাগ্রস্ত ট্রেন এবং তার ইঞ্জিন সরিয়ে পরিষেবা স্বাভাবিক করা যেতে পারে বলে জানিয়েছেন রেল আধিকারিকরা । মঙ্গলবার সকাল থেকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলেই আশা করছেন তাঁরা ৷ রেল সেফটি কমিশনার ও ফরেন্সিক দলও এদিন পরিদর্শনে আসবেন বলে জানিয়েছেন তাঁরা ৷

কোন ধরনের কোচ ব্যবহারে রেল দুর্ঘটনায় ক্ষতির সম্ভাবনা কম থাকে ?

ঘটনার পর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই । ঘটনার খবর পেয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ, শিলিগুড়ির মেয়র গৌতম দেব । পাশাপাশি নিহত এবং আহতদের দেখতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ-সহ অন্যান্যরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.