দুর্গাপুর, 8 সেপ্টেম্বর: আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদ রাজ্য ও দেশের সীমানা ছাড়িয়ে আজ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে ৷ সবাই সমবেতভাবে চাইছেন সুবিচার পান আরজি করের নির্যাতিতা মৃত চিকিৎসক ৷ তাঁর সুবিচারের দাবিতে বিভিন্নভাবে প্রতিবাদ দেখছে দেশবাসী ৷ 'রাত দখল', 'ভোর দখল', 'আলো বন্ধ', গানে, কবিতায় প্রতিবাদের নানান রূপ ৷ এবার সেই প্রতিবাদে জুড়ল বৃক্ষরোপণ ৷ দুর্গাপুরের গ্রিন ভলান্টিয়াররা আরজি করের নির্যাতিতার সুবিচারের দাবি এবং তাঁর স্মৃতিতে বৃক্ষরোপণ করলেন রবিবার সকালে ৷
গ্রিন ভলান্টিয়াররা দুর্গাপুরের আমরাই গ্রামে দুর্গাপুর ইস্পাত কারখানার অধিগৃহীত ফাঁকা জমিতে 50টি গাছ লাগিয়েছেন ৷ আম, জাম-সহ বিভিন্ন ফলের গাছ লাগালেন তাঁরা ৷ তবে, 7টি বকুল গাছ লাগালেন সংগঠনের সদস্যরা ৷ সেই গাছগুলিতে রজনীগন্ধার মালা পরানো হয় ৷ কারণ, হিসেবে তাঁদের বক্তব্য, আরজি করের মৃত চিকিৎসকের আত্মার শান্তি কামনা করে এই মাল্যদান ৷ তাঁর সঙ্গে হওয়া অপরাধে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই গাছগুলি পোঁতা হয়েছে বলে জানালেন সংগঠনের সদস্যরা ৷
গ্রিন ভলান্টিয়ারদের অন্যতম সদস্য তথা বিজড়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নিজামুদ্দিন বলেন, "আমরা নীলডাঙাতে একটি উদ্যান নির্মাণ করলাম ৷ যার নাম দিলাম 'তিলোত্তমা উদ্যান' ৷ 'তিলোত্তমা' এবং সাহিত্যিক 'কমল চক্রবর্তী'র স্মৃতিতে 50টি গাছ লাগালাম ৷ আলাদা করে সাতটি বকুল গাছ শুধুমাত্র তিলোত্তমার স্মৃতির উদ্দেশ্যেই লাগালাম ৷ সেই সাতটি গাছে আমরা মালা দিয়ে, তাঁর আত্মার শান্তি কামনার পাশাপাশি, দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানালাম ৷"
তিনি আবেদন করেন, "দেশের সমস্ত মানুষ যাঁরা পথে নেমেছেন, তাঁদেরকে আমাদের অনুরোধ ধৈর্য রাখুন ৷ আমরা প্রত্যেকে সুবিচারের আশায় রয়েছি ৷ আমরা সকলেই আশাবাদী 'তিলোত্তমা' সুবিচার পাবেন ৷" শ্রীমন্তী সিনহা অকপটে জানালেন, "যেভাবে ট্রোল, কাঁটাছেড়া চলছে তা সঠিক নয় ৷ আমরা সাহিত্যিক কমল চক্রবর্তীর স্মৃতির উদ্দেশ্যে বৃক্ষরোপণের পাশাপাশি, 'তিলোত্তমা'র স্মৃতির উদ্দেশ্যে বৃক্ষরোপণ করলাম ৷ তাঁর স্মৃতিতে লাগানো এই ফুলের গাছগুলিতে ফুল ফুটবে ৷ আর সেই ফুলে আমাদের মধ্যে থাকবে ও ৷ এই জঘন্যতম অপরাধের সঙ্গে জড়িতদের শাস্তি দিতেই হবে ৷" এদিন প্রতিবাদের এক ভিন্নধারা দেখল দুর্গাপুর ৷ এও এক নীরব প্রতিবাদ ৷ সবুজ গাছগুলি বেড়ে ওঠার সঙ্গে 'তিলোত্তমা উদ্যান' সেজে উঠবে একদিন ৷ ফুলের সুবাস, পাখিদের কলতান জানান দেবে আরজি করের মৃত চিকিৎসকের উপস্থিতিকে ৷