ETV Bharat / state

বাতিল কয়েকশো লোকাল ও দূরপাল্লার ট্রেন, সপ্তাহান্তে চরম ভোগান্তি - SER Kharagpur Division

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 27, 2024, 6:45 PM IST

Train Service Disrupted: সপ্তাহান্তে চরম ভোগান্তির শিকার হতে পারেন নিত্যযাত্রীরা ৷ কারণ 29 জুন থেকে 8 জুলাই পর্যন্ত শতাধিক লোকাল ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল ৷ তালিকায় রয়েছে দূরপাল্লার ট্রেনও ৷

Train Cancellation
লোকাল ট্রেন বাতিল (নিজস্ব ছবি)

কলকাতা ও হাওড়া, 27 জুন: শিয়ালদার পর এবার খড়গপুর শাখায় বাতিল 202টি লোকাল ট্রেন ৷ নন ইন্টারলকিং-এর কাজের জন্য বাতিল করা হয়েছে এই লোকাল ট্রেনগুলি । এছাড়াও 7 জোড়া দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে । পাশাপাশি সময় সূচি পরিবর্তিত হয়েছে আরও 23টি ট্রেনের । অন্যদিকে, ঘুর পথে যাবে 5টি ট্রেন ৷ এমনটাই জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল ৷

সম্প্রতি শিয়ালদা শাখায় 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মকে 12 বগির ট্রেন চালানোর জন্য প্রস্তুত করার কাজ শেষ হয়েছে । তবে সেই কাজের জন্য বন্ধ ছিল পাঁচটি প্ল্যাটফর্ম। রেলের তরফে বিকল্প ব্যবস্থা নেওয়া হলেও ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের । এবার খড়গপুর ডিভিশনে আন্দুল স্টেশনের সঙ্গে সাঁকরাইল ও সাঁতরাগাছির লিঙ্ক লাইন করার জন্য সাত দিন ধরে কাজ চলবে । রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু সামনেই রথযাত্রা উৎসব রয়েছে তাই যাত্রীদের যাতে ভোগান্তি না হয় সে বিষয়টি মাথায় রেখে কাজের সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছে । তবে যে কদিন কাজ চলবে সেই সময় একাধিক ট্রেন বাতিল থাকবে ৷

একনজরে লোকাল ট্রেন বাতিলের তালিকা:

  • 29 জুন (শনিবার): হাওড়া-মোদিনীপুর দুটি লোকাল বাতিল থাকবে ৷
  • 30 জুন (রবিবার): 2 জোড়া হাওড়া-মোদিনীপুর এবং 1 জোড়া হাওড়া-খড়গপুর লোকাল ট্রেন মিলিয়ে মোট 6টি ট্রেন বাতিল থাকবে ৷
  • 1 জুলাই (সোমবার): 4 জোড়া হাওড়া-খড়গপুর-মেদিনীপুর লোকাল ট্রেন ও 1 জোড়া সাঁতরাগাছি-ঝাড়গ্রাম, 1 জোড়া সাঁতরাগাছি-মেচেদা এবং 1 জোড়া হাওড়া-পাঁশকুড়া মিলিয়ে মোট 14টি লোকাল ট্রেন বাতিল ৷
  • 2 জুলাই (মঙ্গলবার): 2 জোড়া হাওড়া-খড়গপুর-মেদিনীপুর, 2 জোড়া পাঁশকুড়া-হাওড়া ও 2 জোড়া হাওড়া-মেচেদা লোকাল মিলিয়ে মোট 15টি ট্রেন বাতিল থাকবে ৷
  • 3 জুলাই (বুধবার): 2 জোড়া হাওড়া-খড়গপুর-মেদিনীপুর, 2 জোড়া পাঁশকুড়া-হাওড়া এবং 2 জোড়া হাওড়া-মেচেদা 16টি লোকাল মিলিয়ে মোট ট্রেন বাতিল থাকবে ৷
  • 4 জুলাই (বৃহস্পতিবার): 4 জোড়া হাওড়া-মোদিনীপুর, 1 জোড়া হাওড়া-হলদিয়া, 1 জোড়া হাওড়া-মেচেদা, 1 জোড়া হাওড়া-পাঁশকুড়া,
    1 জোড়া সাঁতরাগাছি-ঝাড়গ্রাম লোকাল ট্রেন মিলিয়ে মোট 16টি ট্রেন বাতিল থাকবে ৷
  • 5 জুলাই (শুক্রবার): 6 জোড়া হাওড়া-খড়গপুর-মেদিনীপুর, 2 জোড়া হাওড়া-উলুবেড়িয়া, 5 জোড়া হাওড়া-সাঁতরাগাছি-মেচেদা, 12 জোড়া হাওড়া-সাঁতরাগাছি-পাঁশকুড়া, 3 জোড়া হাওড়া-সাঁতরাগাছি-আমতা, ও 2 জোড়া সাঁতরাগাছি-শালিমার লোকাল-সহ মোট 62টি ট্রেন বাতিল ৷
  • 6 জুলাই (শনিবার): 9 জোড়া হাওড়া-খড়গপুর-মেদিনীপুর, 2 জোড়া হাওড়া-উলুবেড়িয়া, 3 জোড়া হাওড়া-সাঁতরাগাছি-মেচেদা, 12 জোড়া হাওড়া-সাঁতরাগাছি-পাঁশকুড়া, 3 জোড়া হাওড়া-সাঁতরাগাছি-আমতা, 2 জোড়া সাঁতরাগাছি-শালিমার, এবং 1 জোড়া হাওড়া-পাঁশকুড়া-হলদিয়া লোকাল-সহ মোট 71টি ট্রেন বাতিল থাকবে ৷

দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিলের তালিকা:

  • 12857/12858 হাওড়া-দিঘা-হাওড়া তামরালিপ্ত এক্সপ্রেস 30 জুন থেকে 2 ও 6 জুলাই বাতিল থাকবে ।
  • 12021/22 হাওড়া-ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস 30 জুন থেকে 2 ও 6 জুলাই বাতিল থাকবে ।
  • 12883/84 সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস 3 জুন থেকে 2 ও 6 জুলাই বাতিল থাকবে ।
  • 12871/22862 হাওড়া-তিতিলাগড় ইস্পাত এক্সপ্রেস 6 জুলাই বাতিল থাকবে ।
  • 18006 জাগদালপুর-হাওড়া সমলেশ্বরী এক্সপ্রেস 5 জুলাই বাতিল থাকবে ।
  • 18005 হাওড়া-জাগদলপুর সমলেশ্বরী এক্সপ্রেস 6 জুলাই বাতিল থাকবে ।
  • 18014/12 এবং 18011/13 বোকারো স্টিল সিটি/চক্রধরপুর-হাওড়া এক্সপ্রেস 5 ও 6 জুলাই বাতিল থাকবে ।

শহরতলির লোকাল ট্রেন বাতিলের তালিকা:

  • 29 জুন (শনিবার): 38801/38806 সহ মোট দুটি লোকাল ট্রেন বাতিল থাকবে ।
  • 30 জুন (রবিবার): 38705/38714, 38805/38812, 38803/38810 সহ মোট 6টি ট্রেন বাতিল থাকবে ।
  • 1 জুলাই (সোমবার): 38801/38806, 38703/38708, 38705/38714, 08069/08070, 38805/38812, 38403/38418, 38301/38410-সহ মোট 14টি ট্রেন বাতিল থাকবে ।
  • 2 জুলাই (মঙ্গলবার): 38455, 38703, 38803, 38705, 38402, 38304, 38306, 38412, 38408,38410, 38406, 38704, 38706, 38302/38321-সহ মোট 15টি ট্রেন বাতিল থাকবে ।
  • 3 জুলাই (বুধবার): 38302/38321, 38402/38455, 38404/38453, 38702/38705, 38801/38806, 38703/38708, 38803/38810, 38705/38714-সহ মোট 16টি ট্রেন বাতিল থাকবে ।
  • 4 জুলাই (বৃহস্পতিবার): 38321/38302, 38455/38402, 38801/38806, 38803/38810, 38051/38054, 38705/38714, 38805/38812, 08069/08070-সহ মোট 16টি ট্রেন বাতিল থাকবে ।
  • 5 জুলাই (শুক্রবার): 38830,38302/ 38341, 38404/38455, 38306/38403, 38408/38405, 38414/38411, 38403/38418, 38405/38422, 38103/38104, 38412/38409/38426, 38308/38809/38816, 38703, 38303, 38409, 38105, 38417, 38421, 38713, 38715, 38717, 38435, 38443, 38445, 38449, 38313, 38451, 38319, 38909, 38911, 38917, 38031, 38414, 38708, 38712, 38104, 38418, 38106, 38312, 38426, 38434, 38436, 38722, 38724, 38450, 38456, 38914, 38916, 38922, 38032, 38036-সহ মোট 62টি ট্রেন বাতিল থাকবে ।
  • 6 জুলাই (শনিবার): 38801, 38306, 38703, 38408, 38403, 38308, 38103, 38412, 38303, 38414, 38409, 38708,
    38105, 38104, 38417, 38418, 38421, 38106, 38713, 38312, 38717, 38426, 38435, 38434, 38443, 38436, 38445, 38722, 38449, 38724, 38313, 38450, 38451, 38456, 38319, 38914, 38909, 38916, 38911, 38922, 38917, 38032, 38031, 38036, 38033, 38321, 38455, 08144, 38309, 38302, 38402, 38404, 38304, 38702, 38406, 38704, 38410, 38802, 38706, 38803, 38705, 38805, 38301, 38807, 38405, 38051. 38810, 38812, 38814, 38104, 38054-সহ মোট 71টি ট্রেন বাতিল থাকবে ।

সময় সূচি পরিবর্তন হওয়া ট্রেনের তালিকা:

  • 18616 হাতিয়া - হাওড়া এক্সপ্রেস 1 জুলাই হাতিয়া থেকে রাত্রি 11টা 30 মিনিটে ছাড়বে ।
  • 18616 হাতিয়া - হাওড়া এক্সপ্রেস 5 জুলাই হাতিয়া থেকে 2 ঘণ্টা দেরিতে ছাড়বে ।
  • 18014/18012 বোকারো স্টিল সিটি /চক্রধরপুর - হাওড়া এক্সপ্রেস, 2 জুলাই বোকারো স্টিল সিটি ও চক্রধরপুর থেকে 2 ঘণ্টা 30 মিনিট দেরিতে ছাড়বে ।
  • 38051 হাওড়া - হলদিয়া লোকাল 3 জুলাই হাওড়া থেকে সকাল 6টা থেকে ছাড়বে ।
  • 38051 হাওড়া - হলদিয়া লোকাল 30 জুন হাওড়া থেকে 15 মিনিট দেরিতে ছাড়বে ।
  • 38051 হাওড়া - হলদিয়া লোকাল 1 জুলাই হাওড়া থেকে 1 ঘণ্টা দেরিতে ছাড়বে ।

কলকাতা ও হাওড়া, 27 জুন: শিয়ালদার পর এবার খড়গপুর শাখায় বাতিল 202টি লোকাল ট্রেন ৷ নন ইন্টারলকিং-এর কাজের জন্য বাতিল করা হয়েছে এই লোকাল ট্রেনগুলি । এছাড়াও 7 জোড়া দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে । পাশাপাশি সময় সূচি পরিবর্তিত হয়েছে আরও 23টি ট্রেনের । অন্যদিকে, ঘুর পথে যাবে 5টি ট্রেন ৷ এমনটাই জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল ৷

সম্প্রতি শিয়ালদা শাখায় 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মকে 12 বগির ট্রেন চালানোর জন্য প্রস্তুত করার কাজ শেষ হয়েছে । তবে সেই কাজের জন্য বন্ধ ছিল পাঁচটি প্ল্যাটফর্ম। রেলের তরফে বিকল্প ব্যবস্থা নেওয়া হলেও ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের । এবার খড়গপুর ডিভিশনে আন্দুল স্টেশনের সঙ্গে সাঁকরাইল ও সাঁতরাগাছির লিঙ্ক লাইন করার জন্য সাত দিন ধরে কাজ চলবে । রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু সামনেই রথযাত্রা উৎসব রয়েছে তাই যাত্রীদের যাতে ভোগান্তি না হয় সে বিষয়টি মাথায় রেখে কাজের সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছে । তবে যে কদিন কাজ চলবে সেই সময় একাধিক ট্রেন বাতিল থাকবে ৷

একনজরে লোকাল ট্রেন বাতিলের তালিকা:

  • 29 জুন (শনিবার): হাওড়া-মোদিনীপুর দুটি লোকাল বাতিল থাকবে ৷
  • 30 জুন (রবিবার): 2 জোড়া হাওড়া-মোদিনীপুর এবং 1 জোড়া হাওড়া-খড়গপুর লোকাল ট্রেন মিলিয়ে মোট 6টি ট্রেন বাতিল থাকবে ৷
  • 1 জুলাই (সোমবার): 4 জোড়া হাওড়া-খড়গপুর-মেদিনীপুর লোকাল ট্রেন ও 1 জোড়া সাঁতরাগাছি-ঝাড়গ্রাম, 1 জোড়া সাঁতরাগাছি-মেচেদা এবং 1 জোড়া হাওড়া-পাঁশকুড়া মিলিয়ে মোট 14টি লোকাল ট্রেন বাতিল ৷
  • 2 জুলাই (মঙ্গলবার): 2 জোড়া হাওড়া-খড়গপুর-মেদিনীপুর, 2 জোড়া পাঁশকুড়া-হাওড়া ও 2 জোড়া হাওড়া-মেচেদা লোকাল মিলিয়ে মোট 15টি ট্রেন বাতিল থাকবে ৷
  • 3 জুলাই (বুধবার): 2 জোড়া হাওড়া-খড়গপুর-মেদিনীপুর, 2 জোড়া পাঁশকুড়া-হাওড়া এবং 2 জোড়া হাওড়া-মেচেদা 16টি লোকাল মিলিয়ে মোট ট্রেন বাতিল থাকবে ৷
  • 4 জুলাই (বৃহস্পতিবার): 4 জোড়া হাওড়া-মোদিনীপুর, 1 জোড়া হাওড়া-হলদিয়া, 1 জোড়া হাওড়া-মেচেদা, 1 জোড়া হাওড়া-পাঁশকুড়া,
    1 জোড়া সাঁতরাগাছি-ঝাড়গ্রাম লোকাল ট্রেন মিলিয়ে মোট 16টি ট্রেন বাতিল থাকবে ৷
  • 5 জুলাই (শুক্রবার): 6 জোড়া হাওড়া-খড়গপুর-মেদিনীপুর, 2 জোড়া হাওড়া-উলুবেড়িয়া, 5 জোড়া হাওড়া-সাঁতরাগাছি-মেচেদা, 12 জোড়া হাওড়া-সাঁতরাগাছি-পাঁশকুড়া, 3 জোড়া হাওড়া-সাঁতরাগাছি-আমতা, ও 2 জোড়া সাঁতরাগাছি-শালিমার লোকাল-সহ মোট 62টি ট্রেন বাতিল ৷
  • 6 জুলাই (শনিবার): 9 জোড়া হাওড়া-খড়গপুর-মেদিনীপুর, 2 জোড়া হাওড়া-উলুবেড়িয়া, 3 জোড়া হাওড়া-সাঁতরাগাছি-মেচেদা, 12 জোড়া হাওড়া-সাঁতরাগাছি-পাঁশকুড়া, 3 জোড়া হাওড়া-সাঁতরাগাছি-আমতা, 2 জোড়া সাঁতরাগাছি-শালিমার, এবং 1 জোড়া হাওড়া-পাঁশকুড়া-হলদিয়া লোকাল-সহ মোট 71টি ট্রেন বাতিল থাকবে ৷

দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিলের তালিকা:

  • 12857/12858 হাওড়া-দিঘা-হাওড়া তামরালিপ্ত এক্সপ্রেস 30 জুন থেকে 2 ও 6 জুলাই বাতিল থাকবে ।
  • 12021/22 হাওড়া-ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস 30 জুন থেকে 2 ও 6 জুলাই বাতিল থাকবে ।
  • 12883/84 সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস 3 জুন থেকে 2 ও 6 জুলাই বাতিল থাকবে ।
  • 12871/22862 হাওড়া-তিতিলাগড় ইস্পাত এক্সপ্রেস 6 জুলাই বাতিল থাকবে ।
  • 18006 জাগদালপুর-হাওড়া সমলেশ্বরী এক্সপ্রেস 5 জুলাই বাতিল থাকবে ।
  • 18005 হাওড়া-জাগদলপুর সমলেশ্বরী এক্সপ্রেস 6 জুলাই বাতিল থাকবে ।
  • 18014/12 এবং 18011/13 বোকারো স্টিল সিটি/চক্রধরপুর-হাওড়া এক্সপ্রেস 5 ও 6 জুলাই বাতিল থাকবে ।

শহরতলির লোকাল ট্রেন বাতিলের তালিকা:

  • 29 জুন (শনিবার): 38801/38806 সহ মোট দুটি লোকাল ট্রেন বাতিল থাকবে ।
  • 30 জুন (রবিবার): 38705/38714, 38805/38812, 38803/38810 সহ মোট 6টি ট্রেন বাতিল থাকবে ।
  • 1 জুলাই (সোমবার): 38801/38806, 38703/38708, 38705/38714, 08069/08070, 38805/38812, 38403/38418, 38301/38410-সহ মোট 14টি ট্রেন বাতিল থাকবে ।
  • 2 জুলাই (মঙ্গলবার): 38455, 38703, 38803, 38705, 38402, 38304, 38306, 38412, 38408,38410, 38406, 38704, 38706, 38302/38321-সহ মোট 15টি ট্রেন বাতিল থাকবে ।
  • 3 জুলাই (বুধবার): 38302/38321, 38402/38455, 38404/38453, 38702/38705, 38801/38806, 38703/38708, 38803/38810, 38705/38714-সহ মোট 16টি ট্রেন বাতিল থাকবে ।
  • 4 জুলাই (বৃহস্পতিবার): 38321/38302, 38455/38402, 38801/38806, 38803/38810, 38051/38054, 38705/38714, 38805/38812, 08069/08070-সহ মোট 16টি ট্রেন বাতিল থাকবে ।
  • 5 জুলাই (শুক্রবার): 38830,38302/ 38341, 38404/38455, 38306/38403, 38408/38405, 38414/38411, 38403/38418, 38405/38422, 38103/38104, 38412/38409/38426, 38308/38809/38816, 38703, 38303, 38409, 38105, 38417, 38421, 38713, 38715, 38717, 38435, 38443, 38445, 38449, 38313, 38451, 38319, 38909, 38911, 38917, 38031, 38414, 38708, 38712, 38104, 38418, 38106, 38312, 38426, 38434, 38436, 38722, 38724, 38450, 38456, 38914, 38916, 38922, 38032, 38036-সহ মোট 62টি ট্রেন বাতিল থাকবে ।
  • 6 জুলাই (শনিবার): 38801, 38306, 38703, 38408, 38403, 38308, 38103, 38412, 38303, 38414, 38409, 38708,
    38105, 38104, 38417, 38418, 38421, 38106, 38713, 38312, 38717, 38426, 38435, 38434, 38443, 38436, 38445, 38722, 38449, 38724, 38313, 38450, 38451, 38456, 38319, 38914, 38909, 38916, 38911, 38922, 38917, 38032, 38031, 38036, 38033, 38321, 38455, 08144, 38309, 38302, 38402, 38404, 38304, 38702, 38406, 38704, 38410, 38802, 38706, 38803, 38705, 38805, 38301, 38807, 38405, 38051. 38810, 38812, 38814, 38104, 38054-সহ মোট 71টি ট্রেন বাতিল থাকবে ।

সময় সূচি পরিবর্তন হওয়া ট্রেনের তালিকা:

  • 18616 হাতিয়া - হাওড়া এক্সপ্রেস 1 জুলাই হাতিয়া থেকে রাত্রি 11টা 30 মিনিটে ছাড়বে ।
  • 18616 হাতিয়া - হাওড়া এক্সপ্রেস 5 জুলাই হাতিয়া থেকে 2 ঘণ্টা দেরিতে ছাড়বে ।
  • 18014/18012 বোকারো স্টিল সিটি /চক্রধরপুর - হাওড়া এক্সপ্রেস, 2 জুলাই বোকারো স্টিল সিটি ও চক্রধরপুর থেকে 2 ঘণ্টা 30 মিনিট দেরিতে ছাড়বে ।
  • 38051 হাওড়া - হলদিয়া লোকাল 3 জুলাই হাওড়া থেকে সকাল 6টা থেকে ছাড়বে ।
  • 38051 হাওড়া - হলদিয়া লোকাল 30 জুন হাওড়া থেকে 15 মিনিট দেরিতে ছাড়বে ।
  • 38051 হাওড়া - হলদিয়া লোকাল 1 জুলাই হাওড়া থেকে 1 ঘণ্টা দেরিতে ছাড়বে ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.