ETV Bharat / state

আড়াই মাস পর যান চলাচল স্বাভাবিক বাংলা-সিকিম 10 নম্বর জাতীয় সড়কে - Traffic Normal on NH10 - TRAFFIC NORMAL ON NH10

Traffic Service Normal on NH10: বাংলা-সিকিম সংযোগকারী জাতীয় সড়কে অবশেষে শুরু হল যান চলাচল, তাও শর্তসাপেক্ষে ৷ জানা গিয়েছে, 10 নম্বর জাতীয় সড়কে মালবাহী ভারী গাড়ি চলাচলের অনুমতি মেলেনি ৷ এখন কেবলমাত্র ছোট ও যাত্রীবাহী বাস চলাচলের অনুমতি দেওয়া হয়েছে ৷

Traffic Service Normal on NH10
আড়াই মাস পর যান চলাচল স্বাভাবিক হল বাংলা-সিকিম 10 নম্বর জাতীয় সড়কে ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2024, 1:39 PM IST

কালিম্পং, 23 অগস্ট: প্রায় আড়াই মাস বাদে অবশেষে চালু হল বাংলা-সিকিম লাইফ লাইন 10 নম্বর জাতীয় সড়ক ৷ তবে, ভারী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ পূর্ত দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সড়ক দিয়ে চলবে শুধুমাত্র ছোট গাড়ি ৷ যার মধ্যে যাত্রীবাহী ছোট গাড়ি ও বাস রয়েছে ৷ ভারী মালবাহী গাড়িকে আগের মতোই বিকল্পপথ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে ৷

আড়াই মাস পর স্বাভাবিক হল বাংলা-সিকিম 10 নম্বর জাতীয় সড়ক ৷ (ইটিভি ভারত)

বৃহস্পতিবার পূর্ত দফতরের তরফে কালিম্পং জেলা প্রশাসনকে 10 নম্বর জাতীয় সড়কে ছোট গাড়ি চালানোর সবুজ সংকেত দেওয়া হয় ৷ সেই মতো কালিম্পং জেলা প্রশাসন জাতীয় সড়ক দিয়ে ছোট গাড়ি চলাচল ও যানবাহন নিয়ন্ত্রণের নির্দেশিকা জারি করে ৷ তারপর আজ সকাল থেকে জাতীয় সড়কে শুরু হয়েছে যান চলাচল ৷ আর জাতীয় সড়ক খুলে যেতেই স্বস্তিতে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ী এবং স্থানীয় লোকজন ৷

কালিম্পংয়ের জেলাশাসক বালাসুব্রহ্মণ্যম টি বলেন, "পূর্ত দফতর সবুজ সংকেত দেওয়ার পরেই শুক্রবার সকাল থেকে 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে ছোট গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে ৷ তবে এখনই ওই রাস্তা দিয়ে ভারী গাড়ি চলবে না ৷" হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "10 নম্বর জাতীয় সড়ক বাংলা-সিকিমের লাইফ লাইন ৷ প্রতিদিন অগণিত পর্যটকের পাশাপাশি সাধারণ মানুষ ওই সড়কের উপর নির্ভরশীল ৷ জাতীয় সড়ক বন্ধ থাকায় বেশ সমস্যার মুখে পড়তে হয়েছিল পর্যটকদের ৷ বিকল্পপথে প্রায় 70 কিলোমিটারের বেশি রাস্তা অতিক্রম করে সিকিম যেতে হচ্ছিল ৷ আপাতত ছোট গাড়ি এবং যাত্রীবাহী ছোট গাড়ি চলাচল শুরু করায় কিছুটা স্বস্তি ৷"

Traffic Service Normal on NH10
10 নম্বর জাতীয় সড়ক চালু করতে কালিম্পং জেলা প্রশাসনের বিজ্ঞপ্তি ৷ (নিজস্ব চিত্র)

তবে, নির্দেশিকায় জেলা প্রশাসন জানিয়েছে, সমস্ত ভারী ও মালবাহী গাড়ির জন্য স্বেতীঝোরা থেকে রংপো পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে ৷ সেইসমস্ত গাড়ি গরুবাথান দিয়ে ঘুরে লাভা, আলগাড়া, পেডং হয়ে সিকিমে চলাচল করবে ৷ পাশাপাশি, গরুবাথান থেকে পান্দারা হয়ে লাভা, আলগাড়া, পেডং হয়ে কালিম্পং যাওয়ার রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে ৷

12 নম্বর জাতীয় সড়কে পেশক হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তায় রবিঝোরা থেকে তিস্তাবাজার পর্যন্ত ভারী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি রয়েছে ৷ এছাড়া ছোট চারচাকা গাড়ি ও 32 আসনের বাস সকাল ছ’টা থেকে রাত আটটা পর্যন্ত 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে চলাচল করতে পারবে ৷ বাকি সময়ে ছোট চারচাকা গাড়ি 12 নম্বর জাতীয় সড়ক দিয়ে চলবে ৷

প্রসঙ্গত, 16 জুন কালিম্পংয়ের সেলফিদাড়া ও বিরিকদাড়ায় জাতীয় সড়কে বড়সড় ধস নামে ৷ তাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় 10 নম্বর জাতীয় সড়ক ৷ মাঝে তিন-চার দিনের জন্য রাস্তাটি খোলা হলেও, ফের ধসের কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল ৷ পুরো রাস্তাই ধসে যায় ৷ পরে পাহাড় কেটে ফের রাস্তা তৈরির কাজ শুরু হয় ৷ কিন্তু, পাহাড়ে টানা বৃষ্টির জেরে লাগাতার ধসের ঘটনা ঘটে চলে ৷ একদিকে জাতীয় সড়ক তৈরি করা হচ্ছিল, অন্যদিকে লাগাতার ধসে নতুন করে ক্ষতিগ্রস্ত হচ্ছিল তা ৷ দীর্ঘ সময়ের লড়াই শেষে, ধস সরিয়ে জাতীয় সড়ক মেরামত ও সংস্কারের পর আজ থেকে অবশেষে খুলে দেওয়া হয়েছে জাতীয় সড়ক ৷

কালিম্পং, 23 অগস্ট: প্রায় আড়াই মাস বাদে অবশেষে চালু হল বাংলা-সিকিম লাইফ লাইন 10 নম্বর জাতীয় সড়ক ৷ তবে, ভারী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ পূর্ত দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সড়ক দিয়ে চলবে শুধুমাত্র ছোট গাড়ি ৷ যার মধ্যে যাত্রীবাহী ছোট গাড়ি ও বাস রয়েছে ৷ ভারী মালবাহী গাড়িকে আগের মতোই বিকল্পপথ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে ৷

আড়াই মাস পর স্বাভাবিক হল বাংলা-সিকিম 10 নম্বর জাতীয় সড়ক ৷ (ইটিভি ভারত)

বৃহস্পতিবার পূর্ত দফতরের তরফে কালিম্পং জেলা প্রশাসনকে 10 নম্বর জাতীয় সড়কে ছোট গাড়ি চালানোর সবুজ সংকেত দেওয়া হয় ৷ সেই মতো কালিম্পং জেলা প্রশাসন জাতীয় সড়ক দিয়ে ছোট গাড়ি চলাচল ও যানবাহন নিয়ন্ত্রণের নির্দেশিকা জারি করে ৷ তারপর আজ সকাল থেকে জাতীয় সড়কে শুরু হয়েছে যান চলাচল ৷ আর জাতীয় সড়ক খুলে যেতেই স্বস্তিতে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ী এবং স্থানীয় লোকজন ৷

কালিম্পংয়ের জেলাশাসক বালাসুব্রহ্মণ্যম টি বলেন, "পূর্ত দফতর সবুজ সংকেত দেওয়ার পরেই শুক্রবার সকাল থেকে 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে ছোট গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে ৷ তবে এখনই ওই রাস্তা দিয়ে ভারী গাড়ি চলবে না ৷" হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "10 নম্বর জাতীয় সড়ক বাংলা-সিকিমের লাইফ লাইন ৷ প্রতিদিন অগণিত পর্যটকের পাশাপাশি সাধারণ মানুষ ওই সড়কের উপর নির্ভরশীল ৷ জাতীয় সড়ক বন্ধ থাকায় বেশ সমস্যার মুখে পড়তে হয়েছিল পর্যটকদের ৷ বিকল্পপথে প্রায় 70 কিলোমিটারের বেশি রাস্তা অতিক্রম করে সিকিম যেতে হচ্ছিল ৷ আপাতত ছোট গাড়ি এবং যাত্রীবাহী ছোট গাড়ি চলাচল শুরু করায় কিছুটা স্বস্তি ৷"

Traffic Service Normal on NH10
10 নম্বর জাতীয় সড়ক চালু করতে কালিম্পং জেলা প্রশাসনের বিজ্ঞপ্তি ৷ (নিজস্ব চিত্র)

তবে, নির্দেশিকায় জেলা প্রশাসন জানিয়েছে, সমস্ত ভারী ও মালবাহী গাড়ির জন্য স্বেতীঝোরা থেকে রংপো পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে ৷ সেইসমস্ত গাড়ি গরুবাথান দিয়ে ঘুরে লাভা, আলগাড়া, পেডং হয়ে সিকিমে চলাচল করবে ৷ পাশাপাশি, গরুবাথান থেকে পান্দারা হয়ে লাভা, আলগাড়া, পেডং হয়ে কালিম্পং যাওয়ার রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে ৷

12 নম্বর জাতীয় সড়কে পেশক হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তায় রবিঝোরা থেকে তিস্তাবাজার পর্যন্ত ভারী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি রয়েছে ৷ এছাড়া ছোট চারচাকা গাড়ি ও 32 আসনের বাস সকাল ছ’টা থেকে রাত আটটা পর্যন্ত 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে চলাচল করতে পারবে ৷ বাকি সময়ে ছোট চারচাকা গাড়ি 12 নম্বর জাতীয় সড়ক দিয়ে চলবে ৷

প্রসঙ্গত, 16 জুন কালিম্পংয়ের সেলফিদাড়া ও বিরিকদাড়ায় জাতীয় সড়কে বড়সড় ধস নামে ৷ তাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় 10 নম্বর জাতীয় সড়ক ৷ মাঝে তিন-চার দিনের জন্য রাস্তাটি খোলা হলেও, ফের ধসের কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল ৷ পুরো রাস্তাই ধসে যায় ৷ পরে পাহাড় কেটে ফের রাস্তা তৈরির কাজ শুরু হয় ৷ কিন্তু, পাহাড়ে টানা বৃষ্টির জেরে লাগাতার ধসের ঘটনা ঘটে চলে ৷ একদিকে জাতীয় সড়ক তৈরি করা হচ্ছিল, অন্যদিকে লাগাতার ধসে নতুন করে ক্ষতিগ্রস্ত হচ্ছিল তা ৷ দীর্ঘ সময়ের লড়াই শেষে, ধস সরিয়ে জাতীয় সড়ক মেরামত ও সংস্কারের পর আজ থেকে অবশেষে খুলে দেওয়া হয়েছে জাতীয় সড়ক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.