ETV Bharat / state

ফের অঘটন উত্তরবঙ্গে ! ভস্মীভূত ঐতিহ্যবাহী হলং বন বাংলো - FIRE GUTS HOLLONG TOURIST LODGE

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 18, 2024, 10:44 PM IST

Updated : Jun 18, 2024, 11:39 PM IST

Fire Engulfs Hollong Tourist Lodge in Jaldapara Reserve Forest: শেষ হয়ে গেল স্মৃতি ৷ বরেণ্য মানুষদের স্মৃতিধন্য ও পর্যটকদের অন্যতম পছন্দের বন বাংলো আজ থেকে অতীত ৷ ক্ষণিকের আগুনে মাটিতে মিশে গেল জলদাপাড়ার ঐতিহ্যবাহী বন বাংলো ৷

HOLLONG bungalow
হলং বাংলোয় আগুন (নিজস্ব ছবি)

জলদাপাড়া, 18 জুন: পুড়ে ছাই হয়ে গেল ঐতিহ্যবাহী হলং বন বাংলো । মঙ্গলবার রাতে আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যানের এই ঐতিহ্যবাহী বন বাংলোয় হঠাৎ আগুন লেগে যায় ৷ দাউ দাউ করে জ্বলতে থাকে ঐতিহ্যবাহী হলং বন বাংলো ৷ এই ঘটনায় হতাশ পর্যটন মহল ৷

বাংলো আগুনে পোড়ার মুহূর্ত (নিজস্ব ভিডিয়ো)

উত্তরবঙ্গের বন বাংলো মানেই জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বন বাংলো ছিল পর্যটকদের প্রথম পছন্দের । রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুরও অত্যন্ত পছন্দের বন বাংলোগুলোর মধ্যে অন্যতম ছিল হলং বাংলো । কিন্তু কীভাবে আগুন লাগল তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে । এখনও পর্যন্ত কারণ জানা যায়নি ৷

আগামী 3 মাস জাতীয় উদ্যান ও অভয়ারণ্যে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা, জানুন কারণ

গত 16 জুন থেকে উত্তরবঙ্গের সব ক'টি জাতীয় উদ্যান ও জঙ্গলের ভিতরে থাকা বন বাংলোগুলিতে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । আজ এই বাংলোতে কেউ ছিল কি না, তা জানা যায়নি । কীভাবে আগুন লাগল তা জানার চেষ্টা করছে বনকর্মী থেকে শুরু করে বনাধিকারিকরা । শর্ট সার্কিটের ফলে আগুন না অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে ।

এই বিষয়ে জলদাপাড়া জাতীয় উদ্যানের জেলা বনাধিকারিক প্রবীণ কাশোয়ান জানান, হলং বাংলোয় আগুন লাগার ঘটনা ঘটেছে । কীভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখতে হবে । ঘটনা প্রসঙ্গে ডুয়ার্স ট্যুরিজম ডেভলপমেন্ট ফোরামের সাধারণ সম্পাদক দিব্যেন্দু দেব বলেন, "পর্যটক-সহ পর্যটন ব্যবসায়ীদের কাছে আজ একটা কালো দিন ৷ আমাদের মাদারিহাটের সহ সম্পাদক সঞ্জয় দাসের সঙ্গে কথা বলে জানতে পারলাম হলং বাংলোটি পুড়ে গিয়েছে । কীভাবে হয়েছে, তা জানা যায়নি । রাজ্য-সহ বিভিন্ন রাজ্যের পর্যটকদের কাছে হলং বন বাংলোতে রাত্রিযাপন করার চাহিদা বরাবরই । ডুয়ার্সের ঐতিহ্যবাহী এই বাংলো থেকে বন্যপ্রাণীদের চাক্ষুষ করা ছিল পর্যটকদের প্রথম পছন্দের । ফলে এই এই বাংলোটি পুড়ে যাওয়াটা আমাদের কাছে বিরাট ক্ষতি । এই বাংলোতে বাংলার স্বনামধন্য ও বরেণ্য ব্যক্তিত্বরা থেকে গিয়েছেন । রাজ্যের যতগুলো বন বাংলো রয়েছে তার মধ্যে পর্যটকদের কাছে এই হলং বন বাংলোর চাহিদা সর্বাধিক থাকে ।"

জলদাপাড়া, 18 জুন: পুড়ে ছাই হয়ে গেল ঐতিহ্যবাহী হলং বন বাংলো । মঙ্গলবার রাতে আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যানের এই ঐতিহ্যবাহী বন বাংলোয় হঠাৎ আগুন লেগে যায় ৷ দাউ দাউ করে জ্বলতে থাকে ঐতিহ্যবাহী হলং বন বাংলো ৷ এই ঘটনায় হতাশ পর্যটন মহল ৷

বাংলো আগুনে পোড়ার মুহূর্ত (নিজস্ব ভিডিয়ো)

উত্তরবঙ্গের বন বাংলো মানেই জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বন বাংলো ছিল পর্যটকদের প্রথম পছন্দের । রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুরও অত্যন্ত পছন্দের বন বাংলোগুলোর মধ্যে অন্যতম ছিল হলং বাংলো । কিন্তু কীভাবে আগুন লাগল তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে । এখনও পর্যন্ত কারণ জানা যায়নি ৷

আগামী 3 মাস জাতীয় উদ্যান ও অভয়ারণ্যে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা, জানুন কারণ

গত 16 জুন থেকে উত্তরবঙ্গের সব ক'টি জাতীয় উদ্যান ও জঙ্গলের ভিতরে থাকা বন বাংলোগুলিতে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । আজ এই বাংলোতে কেউ ছিল কি না, তা জানা যায়নি । কীভাবে আগুন লাগল তা জানার চেষ্টা করছে বনকর্মী থেকে শুরু করে বনাধিকারিকরা । শর্ট সার্কিটের ফলে আগুন না অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে ।

এই বিষয়ে জলদাপাড়া জাতীয় উদ্যানের জেলা বনাধিকারিক প্রবীণ কাশোয়ান জানান, হলং বাংলোয় আগুন লাগার ঘটনা ঘটেছে । কীভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখতে হবে । ঘটনা প্রসঙ্গে ডুয়ার্স ট্যুরিজম ডেভলপমেন্ট ফোরামের সাধারণ সম্পাদক দিব্যেন্দু দেব বলেন, "পর্যটক-সহ পর্যটন ব্যবসায়ীদের কাছে আজ একটা কালো দিন ৷ আমাদের মাদারিহাটের সহ সম্পাদক সঞ্জয় দাসের সঙ্গে কথা বলে জানতে পারলাম হলং বাংলোটি পুড়ে গিয়েছে । কীভাবে হয়েছে, তা জানা যায়নি । রাজ্য-সহ বিভিন্ন রাজ্যের পর্যটকদের কাছে হলং বন বাংলোতে রাত্রিযাপন করার চাহিদা বরাবরই । ডুয়ার্সের ঐতিহ্যবাহী এই বাংলো থেকে বন্যপ্রাণীদের চাক্ষুষ করা ছিল পর্যটকদের প্রথম পছন্দের । ফলে এই এই বাংলোটি পুড়ে যাওয়াটা আমাদের কাছে বিরাট ক্ষতি । এই বাংলোতে বাংলার স্বনামধন্য ও বরেণ্য ব্যক্তিত্বরা থেকে গিয়েছেন । রাজ্যের যতগুলো বন বাংলো রয়েছে তার মধ্যে পর্যটকদের কাছে এই হলং বন বাংলোর চাহিদা সর্বাধিক থাকে ।"

Last Updated : Jun 18, 2024, 11:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.