রায়গঞ্জ, 26 এপ্রিল: দেশজুড়ে চলছে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। ভোটগ্রহণ চলছে পশ্চিমবঙ্গের 3 কেন্দ্রেও। শুক্রে ভোটগ্রহণ চলছে উত্তরবঙ্গের দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জ লোকসভা আসনে। গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রগুলিতে জয় পায় ভারতীয় জনতা পার্টি। দ্বিতীয় দফার ভোটে উত্তরবঙ্গের এই 3 কেন্দ্রে ভোটাররা ভাগ্য নির্ধারণ করতে চলেছেন মোট 47 জন প্রার্থীর। ভোটের মাঝে একটি ঘটনায় উত্তেজনা ছড়াল রায়গঞ্জে ৷ তৃণমূলের পতাকা নিয়ে সেখানে একটি টোটো ঢুকে পড়ল বুথে। এমনই অবাক করা ছবি ধরা পড়ল ইটিভি ভারতের ক্যামেরায়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে করোনেশন স্কুলের বুথে। যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বুথ চত্বরে।
জানা গিয়েছে, রায়গঞ্জ করোনেশন স্কুলে তিনটি বুথে ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকে ভোটারদের লম্বা লাইন দেখা যায়। বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য বিভিন্ন রাজনৈতিক দল থেকে টোটোর ব্যবস্থা করা হয়েছিল। হঠাৎ করে ওই বুথে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা লাগানো একটি টোটো ভোটকেন্দ্রের ভিতরে ঢুকে পড়ে ৷ ওই টোটো থেকে এক বৃদ্ধাকে নামিয়ে যাওয়ার সময় টোটো চালককে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, "আমাকে তৃণমূল কংগ্রেস দল থেকে টোটোটি ভাড়া করা হয়েছে, বয়স্ক ভোটারদের ভোটকেন্দ্রে আনার জন্য ৷ তাই আমি টোটো করে ভোটারদের নিয়ে এসেছি ৷" এখন দেখার বিরোধীদের তরফে এই বিষয়ে কোনও অভিযোগ দায়ের হয় কি না ৷ কিংবা অভিযোগ দায়ের হলেও কমিশন কোনও পদক্ষেপ করে কি না ৷
রায়গঞ্জে এবার তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্য়াণী। 2021-এ বিধানসভা ভোটে বিজেপির টিকিটে রায়গঞ্জ থেকে জিতেছিলেন তিনি। এরপর বিজেপি ছেড়ে যোগ দেন তৃণমূল। বিজেপি প্রার্থী কার্তিক পাল ৷ রায়গঞ্জে ত্রিমুখী লড়াইয়ে শামিল বাম-কংগ্রেস জোটও। তাদের প্রার্থী আলি ইমরান রমজ (ভিক্টর)। 2009 থেকে 2021 পর্যন্ত উত্তর দিনাজপুরেরই ঢাকুলিয়ার ফরওয়ার্ড ব্লক বিধায়ক ছিলেন ভিক্টর। 2021 হেরে গিয়ে যোগ দেন কংগ্রেসে। কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজ (ভিক্টর) ৷
আরও পড়ুন: