ETV Bharat / state

দাড়িভিট কাণ্ডে এনআইএকে নথি হস্তান্তর সিআইডির, হাইকোর্টে জানালেন রাজ্যের শীর্ষ 3 কর্তা - Darivit case in Cal HC - DARIVIT CASE IN CAL HC

Darivit case: দাড়িভিট কাণ্ডে এনআইএকে নথি হস্তান্তর করল সিআইডি ৷ কলকাতা হাইকোর্টে ভার্চুয়ালি হাজিরায় এ কথা জানালেন রাজ্যের তিন শীর্ষ কর্তা ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 15, 2024, 12:20 PM IST

Updated : Apr 15, 2024, 12:37 PM IST

কলকাতা, 15 এপ্রিল: দাড়িভিট কাণ্ডে এনআইএ-কে নথি হস্তান্তর করল সিআইডি । কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিতে আজ আদালতে ভার্চুয়ালি হাজিরা দিয়ে এ কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা । মুখ্যসচিবের সঙ্গে ছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী এবং এডিজি সিআইডি । ইতিমধ্যেই দাড়িভিট নিয়ে এফআইআর দায়ের করেছে জাতীয় তদন্তকারী সংস্থা ।

এখনও পর্যন্ত নিহত দুই ছাত্রের মৃতদেহ তাঁদের বাড়ির পাশে মাটিতে পোঁতা আছে । এই দুই মৃতদেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য মৃতের পরিবার এনআইএকে আবেদন জানাবে জানালেন মৃতের পরিবারের আইনজীবী । রাজ্যের মুখ্যসচিব বলেন, "আমরা তিনজনেই হাজির হয়েছি । এনআইএকে নথি হস্তান্তর করা হয়েছে ।"

বিচারপতি মান্থা তখন বলেন, "জানি আপনি রাজ্যের অন্যতম প্রধান প্রশাসনিক শীর্ষ ব্যক্তি । আপনাদের উপর গোটা রাজ্যের দায়িত্ব থাকে । তবে কোর্ট যদি কারওকে ডাকে, তাহলে তাঁকে চেয়ারকে সম্মান জানাতে আদালতে হাজির হতে হয় । এটা আমার ব্যক্তিগত সম্মানে নয়, চেয়ারের সম্মানে ।"

উল্লেখ্য, দাড়িভিটের ছাত্রমৃত্যুর ঘটনায় 10 মাস হয়ে যাওয়া সত্ত্বেও এনআইয়ের হাতে তদন্ত সংক্রান্ত নথি না-দেওয়ায় আদালত অবমাননার রুল জারি করেছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা । রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিআইজি সিআইডির বিরুদ্ধে রুল জারি হয় । গত বছর 15 মে এই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মান্থা । কিন্তু তা পালন না করায় রুল ইস্যু হয় । কিন্তু সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করে রাজ্য । যদিও প্রধান বিচারপতি নির্দেশ দেন, রুল ইস্যুতে কোনও স্থগিতাদেশ নয় । বলা হয়, 15 মে-র নির্দেশ পালনের রিপোর্ট আদালতে জমা দিতে হবে ।

সিঙ্গল বেঞ্চ রাজ্যের তিন শীর্ষ কর্তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেও তাঁরা কেউ হাজিরা না দেওয়ায় গত 12 এপ্রিল বিচারপতি মান্থা অত্যন্ত ক্ষুব্ধ হন এবং এই তিন কর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা উচিত বলেও মন্তব্য করেন । একইসঙ্গে তাঁদের আজ সকালে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন । কিন্তু পরে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের অনুরোধে তাদের সশরীরে হাজিরার নির্দেশ বাতিল করেন এবং বলেন যে, ভার্চুয়াল হাজিরা দিলেও হবে ৷ সেই মতোই আজ ভার্চুয়ালি হাজিরা দেন রাজ্যের শীর্ষ তিন কর্তা ৷

আরও পড়ুন:

  1. দাঁড়িভিট মামলায় হাজিরা না দেওয়ায় রাজ্যের তিন শীর্ষকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা উচিত, মন্তব্য ক্ষুব্ধ বিচারপতির
  2. পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় রহস্যজনক চিঠি নিয়ে সিবিআইকে অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের
  3. রক্ষাকবচ পেলে ভোট বানচাল করতে পারেন বিজেপি নেতারা, পুলিশের রিপোর্টে ক্রুদ্ধ বিচারপতি

কলকাতা, 15 এপ্রিল: দাড়িভিট কাণ্ডে এনআইএ-কে নথি হস্তান্তর করল সিআইডি । কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিতে আজ আদালতে ভার্চুয়ালি হাজিরা দিয়ে এ কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা । মুখ্যসচিবের সঙ্গে ছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী এবং এডিজি সিআইডি । ইতিমধ্যেই দাড়িভিট নিয়ে এফআইআর দায়ের করেছে জাতীয় তদন্তকারী সংস্থা ।

এখনও পর্যন্ত নিহত দুই ছাত্রের মৃতদেহ তাঁদের বাড়ির পাশে মাটিতে পোঁতা আছে । এই দুই মৃতদেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য মৃতের পরিবার এনআইএকে আবেদন জানাবে জানালেন মৃতের পরিবারের আইনজীবী । রাজ্যের মুখ্যসচিব বলেন, "আমরা তিনজনেই হাজির হয়েছি । এনআইএকে নথি হস্তান্তর করা হয়েছে ।"

বিচারপতি মান্থা তখন বলেন, "জানি আপনি রাজ্যের অন্যতম প্রধান প্রশাসনিক শীর্ষ ব্যক্তি । আপনাদের উপর গোটা রাজ্যের দায়িত্ব থাকে । তবে কোর্ট যদি কারওকে ডাকে, তাহলে তাঁকে চেয়ারকে সম্মান জানাতে আদালতে হাজির হতে হয় । এটা আমার ব্যক্তিগত সম্মানে নয়, চেয়ারের সম্মানে ।"

উল্লেখ্য, দাড়িভিটের ছাত্রমৃত্যুর ঘটনায় 10 মাস হয়ে যাওয়া সত্ত্বেও এনআইয়ের হাতে তদন্ত সংক্রান্ত নথি না-দেওয়ায় আদালত অবমাননার রুল জারি করেছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা । রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিআইজি সিআইডির বিরুদ্ধে রুল জারি হয় । গত বছর 15 মে এই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মান্থা । কিন্তু তা পালন না করায় রুল ইস্যু হয় । কিন্তু সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করে রাজ্য । যদিও প্রধান বিচারপতি নির্দেশ দেন, রুল ইস্যুতে কোনও স্থগিতাদেশ নয় । বলা হয়, 15 মে-র নির্দেশ পালনের রিপোর্ট আদালতে জমা দিতে হবে ।

সিঙ্গল বেঞ্চ রাজ্যের তিন শীর্ষ কর্তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেও তাঁরা কেউ হাজিরা না দেওয়ায় গত 12 এপ্রিল বিচারপতি মান্থা অত্যন্ত ক্ষুব্ধ হন এবং এই তিন কর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা উচিত বলেও মন্তব্য করেন । একইসঙ্গে তাঁদের আজ সকালে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন । কিন্তু পরে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের অনুরোধে তাদের সশরীরে হাজিরার নির্দেশ বাতিল করেন এবং বলেন যে, ভার্চুয়াল হাজিরা দিলেও হবে ৷ সেই মতোই আজ ভার্চুয়ালি হাজিরা দেন রাজ্যের শীর্ষ তিন কর্তা ৷

আরও পড়ুন:

  1. দাঁড়িভিট মামলায় হাজিরা না দেওয়ায় রাজ্যের তিন শীর্ষকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা উচিত, মন্তব্য ক্ষুব্ধ বিচারপতির
  2. পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় রহস্যজনক চিঠি নিয়ে সিবিআইকে অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের
  3. রক্ষাকবচ পেলে ভোট বানচাল করতে পারেন বিজেপি নেতারা, পুলিশের রিপোর্টে ক্রুদ্ধ বিচারপতি
Last Updated : Apr 15, 2024, 12:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.