কলকাতা, 15 ফেব্রুয়ারি: তিলোত্তমায় বৃহস্পতিতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তা হালকা থেকে মাঝারি ধরনের ৷ গত 13 তারিখ থেকে শুরু হওয়া বৃষ্টির পরিস্থিতি রাজ্যজুড়েই অব্যাহত। সকালে কুয়াশার দাপট, বেলায় আংশিক মেঘলা আকাশে সূর্যের তাপ সেভাবে অনুভূত হয়নি। যদিও সর্বোচ্চ ও সর্বনিম্ন দু'টো তাপমাত্রাই এখন ওপরের দিকে রয়েছে। মাঘ পেরিয়ে বাংলা ক্যালেন্ডারে এখন ফাল্গুন। অর্থাৎ শীত পেরিয়ে বসন্তের আবাহন। এই সময়টা শীতের বিদায়বেলা। ঠান্ডার শিরশিরানি কমে উষ্ণতা যে গায়ে বিঁধবে তা স্বাভাবিক। কিন্তু কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও ৷
কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হওয়া উচ্চচাপের ফলে বঙ্গের বাতাসে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করেছে। তার ওপর বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড লাগোয়া জেলায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ফলে আজ অর্থাৎ 15 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকাল থেকে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও সব জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও বৃষ্টির ফলে আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না। এরপর থেকে পারদ চড়তে থাকবে। অর্থাৎ বিদায় শীত, বসন্তের হাত ধরে গ্রীষ্মের আগমনী। বৃষ্টি থামলেই পারদ চড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আলিপুল আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির পর বিদায় নিতে পারে শীত। তাপমাত্রা পতনের আর সম্ভাবনা নেই। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে রাজ্যজুড়ে তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। আগামী সপ্তাহ থেকে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রির আশেপাশে থাকবে। বুধবার, কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে সামান্য নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.5 ডিগ্রি ৷ যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 94 শতাংশ। বৃহস্পতিবার ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি এবং 19 ডিগ্রির আশেপাশে থাকবে।
আরও পড়ুন: