ETV Bharat / state

বসিরহাটে রেখা পাত্রকে ধাওয়া তৃণমূলের, গণনা কেন্দ্রের বাইরে উত্তেজনা - Lok Sabha Election Results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024

Lok Sabha Election Results 2024: বসিরহাট গণনা কেন্দ্রের বাইরে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে তাড়া করল তৃণমূল কর্মীরা ৷ রেখা পাত্র দেড় লাখ ভোটে পিছিয়ে পড়তেই বিজয় উৎসব শুরু হয়ে যায় তৃণমূল শিবিরে ৷ সেখানেই রেখা পাত্রকে গো-ব্যাক স্লোগান দিল তৃণমূল কর্মীরা ৷

ETV BHARAT
পিছিয়ে পড়ে গণনা কেন্দ্র ছাড়লেন বিজেপির রেখা পাত্র ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 4, 2024, 6:03 PM IST

বসিরহাট, 4 জুন: আড়াই লক্ষের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শেখ হাজি নুরুল ইসলাম ৷ তাঁর এবং বিজেপি রেখা পাত্রের ভোটের ব্যবধান লক্ষ পেরতেই এদিন তৃণমূলের শিবির থেকে 'জয় বাংলা' স্লোগান উঠল ৷ সঙ্গে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে 'গো-ব্যাক' স্লোগানও দেওয়া হয় ৷ ফলাফল ঘোষণার অনেক আগেই গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে গেলেন তিনি ৷ বিজেপি প্রার্থীকে গণনা কেন্দ্র ছাড়তে দেখে রীতিমতো ধাওয়া করল তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷ রেখা পাত্রকে নিরাপত্তা দিতে হিমশিম খেতে হল পুলিশ প্রশাসনকে ৷

বসিরহাট লোকসভার গণনা কেন্দ্রের বাইরে রেখা পাত্রকে ধাওয়া তৃণমূল কর্মীদের ৷ (ইটিভি ভারত)

ভ্যাবলা পলিটেকনিক কলেজে বসিরহাট লোকসভার গণনা কেন্দ্র ৷ সকালে ভোট গণনা শুরুতে পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে যায় তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম ৷ বেলা বাড়তেই সেই ভোটের ব‍্যবধান আরও বাড়তে থাকে শাসকদলের প্রার্থীর ৷ এক সময় সেই ব‍্যবধান বেড়ে দাঁড়ায় 1 লক্ষ 42 হাজারেরও বেশি ৷ আর এখান থেকেই প্রমাদ গুণতে শুরু করেন বিজেপি প্রার্থী ৷ গণনা কেন্দ্রে তৃণমূলের ক্যাম্প থেকে বেরিয়ে গাড়ির দিকে হাঁটতে শুরু করেন ৷ এই দৃশ্য় দেখে তৃণমূলের কর্মী সমর্থকরা রেখা পাত্রকে ধাওয়া করতে থাকেন ৷ তাঁর গাড়িতে ওঠা ও এলাকা ছেড়ে বেরিয়ে যাওয়া পর্যন্ত 'জয় বাংলা' স্লোগান দিতে থাকে তৃণমূল ৷

শেষ পাওয়া খবর অনুযায়ী, 2 লক্ষ 80 হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন শেখ হাজি নুরুল ইসলাম ৷ অর্থাৎ, তাঁর জয় সময়ের অপেক্ষা ৷ তবে, এই ব্যবধান কোথায় গিয়ে দাঁড়াবে, সেটাই এখন দেখার ৷ এদিন গণনা কেন্দ্র ছেড়ে বেরনোর সময় রেখা পাত্র জানিয়েছেন, "জরুরি কাজ পড়ে গিয়েছে, তাই যেতে হচ্ছে ৷ 15 মিনিটের মধ্যে আবারও ফিরে আসব গণনা কেন্দ্রে ৷ যার প্রথমে খারাপ যায়, তার শেষ ভালো হয় ৷ এখন পিছিয়ে আছি ৷ পরে এগিয়ে যাব ৷ এখানে সম্মানের হাসি হাসবে মানুষ ৷" গণনা কেন্দ্রে এসেও এদিন তৃণমূলের বিরুদ্ধে ভোটে রিগিংয়ের অভিযোগ তুলেছেন সন্দেশখালি আন্দোলনে প্রতিবাদী মুখ বিজেপির রেখা পাত্র ৷

তবে, রেখা পাত্রর লড়াইয়ে ফিরে আসার সেই আশা, বাস্তব হয়নি ৷ ব্যবধান সেখান থেকে ডাবল হয়েছে ৷ এই মুহূর্তে যা পরিস্থিতি, সেখানে গতবারের বিদায়ী সাংসদ নুসরত জাহান রুহির রেকর্ড ছাপিয়ে যেতে পারেন শেখ হাজি নুরুল ইসলাম ৷ আর তেমনটা হলে, বিজেপির 'সন্দেশখালি' সুপার-ডুপার ফ্লপ-শোয়ে পরিণত হবে, তা বলা অপেক্ষা রাখে না ৷

বসিরহাট, 4 জুন: আড়াই লক্ষের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শেখ হাজি নুরুল ইসলাম ৷ তাঁর এবং বিজেপি রেখা পাত্রের ভোটের ব্যবধান লক্ষ পেরতেই এদিন তৃণমূলের শিবির থেকে 'জয় বাংলা' স্লোগান উঠল ৷ সঙ্গে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে 'গো-ব্যাক' স্লোগানও দেওয়া হয় ৷ ফলাফল ঘোষণার অনেক আগেই গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে গেলেন তিনি ৷ বিজেপি প্রার্থীকে গণনা কেন্দ্র ছাড়তে দেখে রীতিমতো ধাওয়া করল তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷ রেখা পাত্রকে নিরাপত্তা দিতে হিমশিম খেতে হল পুলিশ প্রশাসনকে ৷

বসিরহাট লোকসভার গণনা কেন্দ্রের বাইরে রেখা পাত্রকে ধাওয়া তৃণমূল কর্মীদের ৷ (ইটিভি ভারত)

ভ্যাবলা পলিটেকনিক কলেজে বসিরহাট লোকসভার গণনা কেন্দ্র ৷ সকালে ভোট গণনা শুরুতে পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে যায় তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম ৷ বেলা বাড়তেই সেই ভোটের ব‍্যবধান আরও বাড়তে থাকে শাসকদলের প্রার্থীর ৷ এক সময় সেই ব‍্যবধান বেড়ে দাঁড়ায় 1 লক্ষ 42 হাজারেরও বেশি ৷ আর এখান থেকেই প্রমাদ গুণতে শুরু করেন বিজেপি প্রার্থী ৷ গণনা কেন্দ্রে তৃণমূলের ক্যাম্প থেকে বেরিয়ে গাড়ির দিকে হাঁটতে শুরু করেন ৷ এই দৃশ্য় দেখে তৃণমূলের কর্মী সমর্থকরা রেখা পাত্রকে ধাওয়া করতে থাকেন ৷ তাঁর গাড়িতে ওঠা ও এলাকা ছেড়ে বেরিয়ে যাওয়া পর্যন্ত 'জয় বাংলা' স্লোগান দিতে থাকে তৃণমূল ৷

শেষ পাওয়া খবর অনুযায়ী, 2 লক্ষ 80 হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন শেখ হাজি নুরুল ইসলাম ৷ অর্থাৎ, তাঁর জয় সময়ের অপেক্ষা ৷ তবে, এই ব্যবধান কোথায় গিয়ে দাঁড়াবে, সেটাই এখন দেখার ৷ এদিন গণনা কেন্দ্র ছেড়ে বেরনোর সময় রেখা পাত্র জানিয়েছেন, "জরুরি কাজ পড়ে গিয়েছে, তাই যেতে হচ্ছে ৷ 15 মিনিটের মধ্যে আবারও ফিরে আসব গণনা কেন্দ্রে ৷ যার প্রথমে খারাপ যায়, তার শেষ ভালো হয় ৷ এখন পিছিয়ে আছি ৷ পরে এগিয়ে যাব ৷ এখানে সম্মানের হাসি হাসবে মানুষ ৷" গণনা কেন্দ্রে এসেও এদিন তৃণমূলের বিরুদ্ধে ভোটে রিগিংয়ের অভিযোগ তুলেছেন সন্দেশখালি আন্দোলনে প্রতিবাদী মুখ বিজেপির রেখা পাত্র ৷

তবে, রেখা পাত্রর লড়াইয়ে ফিরে আসার সেই আশা, বাস্তব হয়নি ৷ ব্যবধান সেখান থেকে ডাবল হয়েছে ৷ এই মুহূর্তে যা পরিস্থিতি, সেখানে গতবারের বিদায়ী সাংসদ নুসরত জাহান রুহির রেকর্ড ছাপিয়ে যেতে পারেন শেখ হাজি নুরুল ইসলাম ৷ আর তেমনটা হলে, বিজেপির 'সন্দেশখালি' সুপার-ডুপার ফ্লপ-শোয়ে পরিণত হবে, তা বলা অপেক্ষা রাখে না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.