ETV Bharat / state

বেলডাঙায় কংগ্রেস এজেন্টকে ঢুকতে বাধা, অভিযোগের তির তৃণমূলের দিকে - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Congress Agents Stopped in Beldanga: বেলডাঙায় একাধিক বুথে কংগ্রেস এজেন্টকে ঢুকতে বাধা ৷ অভিযোগের নিশানায় তৃণমূল ৷ কমিশনে জানানো হয়েছে বলে জানিয়েছেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী ৷ অন্যদিকে শান্তিপূর্ণ ভোট হচ্ছে বলে জানালেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান ৷

Barhampore Lok Sabha Constituency
কংগ্রেস এজেন্টকে ঢুকতে বাধা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 10:18 AM IST

Updated : May 13, 2024, 11:18 AM IST

বহরমপুর, 13 মে: চতুর্থ দফার নির্বাচন শুরু হতেই বহরমপুর কেন্দ্রে অশান্তি সৃষ্টি করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ বেলডাঙা ব্লকের মির্জাপুর খাগড়ুপাড়া 85 এবং 86 নম্বর বুথে কংগ্রেস এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ রাজ্যের শাসক শিবিরের বিরুদ্ধে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলডাঙা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ অবশেষে নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে বুথে ঢুকতে পান কংগ্রেসের দুই এজেন্ট ৷

বেলডাঙা ব্লক কংগ্রেস সভাপতি নাজিমুদ্দিন সেখ বলেন, "গতকাল রাত্রি থেকে দলের এজেন্ট এবং ভোটারদের ভয় দেখাতে শুরু করেছে তৃণমূলের দুষ্কৃতিরা ৷ আজ ভোট শুরু হতেই সেই একই কাজ শুরু করে তারা ৷ খবর পাওয়া মাত্রই প্রার্থী অধীর চৌধুরীকে জানাই ৷ তারপর কমিশন এবং পুলিশের তৎপরতায় সমস্যার সমাধান হয়েছে ৷ ভোটারদেরকেও আশ্বস্ত করেতে পেরেছি, ভোট নির্বিঘ্নে হচ্ছে ৷"

শুধু বেলডাঙা নয়, বহরমপুর লোকসভা কেন্দ্রের আরও বেশ কয়েকটি বুথে দলের এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের ৷ অভিযোগের তির রাজ্যের শাসক শিবিরের বিরুদ্ধে ৷ ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল-কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায় বড়ঞার হড়িবাটি গ্রামের 51 ও 52 নম্বর বুথে ৷

ঘটনা প্রসঙ্গে অধীর বলেন, "গতকাল রাত্রি থেকে বহরমপুরের একাধিক জায়গায় অশান্তি সৃষ্টির চেষ্টা করছে তৃণমূল ৷ হড়িবাটি গ্রামের 51, 52, 53 ও 44 নম্বর বুথে আমাদের এজেন্টদেরকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে ৷ বড়ঞার ওসি-র মদতে এই কাণ্ড ঘটাচ্ছেন স্থানীয় এক তৃণমূল নেতা ৷ ছাপ্পা ভোট দেওয়ার জন্য আমাদের এজেন্টদেরকে ভয় দেখাচ্ছেন তিনি ৷ বেলডাঙা, নওদাতেও একই ঘটনা ঘটাচ্ছে তৃণমূল ৷" অধীর আরও জানান, ইতিমধ্যে বহরমপুরের এসপি এবং নির্বাচন কমিশনকে অভিযোগ জানানো হয়েছে ৷

এদিকে এলাকায় বেশ শান্তিপূর্ণ ভোট হচ্ছে বলে জানান তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান ৷ তিনি বলেন, "আমার কাছে একটাই অভিযোগ এসেছে, শান্তিপূর্ণ ভোট হচ্ছে ৷ বহরমপুরের লোকের প্রতি আমার পুরো ভরসা আছে ৷ কোনও অশান্তি সম্পর্কে আনার কাছে কোনও খবর নেই ৷"

আরও পড়ুন:

বহরমপুর, 13 মে: চতুর্থ দফার নির্বাচন শুরু হতেই বহরমপুর কেন্দ্রে অশান্তি সৃষ্টি করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ বেলডাঙা ব্লকের মির্জাপুর খাগড়ুপাড়া 85 এবং 86 নম্বর বুথে কংগ্রেস এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ রাজ্যের শাসক শিবিরের বিরুদ্ধে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলডাঙা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ অবশেষে নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে বুথে ঢুকতে পান কংগ্রেসের দুই এজেন্ট ৷

বেলডাঙা ব্লক কংগ্রেস সভাপতি নাজিমুদ্দিন সেখ বলেন, "গতকাল রাত্রি থেকে দলের এজেন্ট এবং ভোটারদের ভয় দেখাতে শুরু করেছে তৃণমূলের দুষ্কৃতিরা ৷ আজ ভোট শুরু হতেই সেই একই কাজ শুরু করে তারা ৷ খবর পাওয়া মাত্রই প্রার্থী অধীর চৌধুরীকে জানাই ৷ তারপর কমিশন এবং পুলিশের তৎপরতায় সমস্যার সমাধান হয়েছে ৷ ভোটারদেরকেও আশ্বস্ত করেতে পেরেছি, ভোট নির্বিঘ্নে হচ্ছে ৷"

শুধু বেলডাঙা নয়, বহরমপুর লোকসভা কেন্দ্রের আরও বেশ কয়েকটি বুথে দলের এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের ৷ অভিযোগের তির রাজ্যের শাসক শিবিরের বিরুদ্ধে ৷ ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল-কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায় বড়ঞার হড়িবাটি গ্রামের 51 ও 52 নম্বর বুথে ৷

ঘটনা প্রসঙ্গে অধীর বলেন, "গতকাল রাত্রি থেকে বহরমপুরের একাধিক জায়গায় অশান্তি সৃষ্টির চেষ্টা করছে তৃণমূল ৷ হড়িবাটি গ্রামের 51, 52, 53 ও 44 নম্বর বুথে আমাদের এজেন্টদেরকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে ৷ বড়ঞার ওসি-র মদতে এই কাণ্ড ঘটাচ্ছেন স্থানীয় এক তৃণমূল নেতা ৷ ছাপ্পা ভোট দেওয়ার জন্য আমাদের এজেন্টদেরকে ভয় দেখাচ্ছেন তিনি ৷ বেলডাঙা, নওদাতেও একই ঘটনা ঘটাচ্ছে তৃণমূল ৷" অধীর আরও জানান, ইতিমধ্যে বহরমপুরের এসপি এবং নির্বাচন কমিশনকে অভিযোগ জানানো হয়েছে ৷

এদিকে এলাকায় বেশ শান্তিপূর্ণ ভোট হচ্ছে বলে জানান তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান ৷ তিনি বলেন, "আমার কাছে একটাই অভিযোগ এসেছে, শান্তিপূর্ণ ভোট হচ্ছে ৷ বহরমপুরের লোকের প্রতি আমার পুরো ভরসা আছে ৷ কোনও অশান্তি সম্পর্কে আনার কাছে কোনও খবর নেই ৷"

আরও পড়ুন:

Last Updated : May 13, 2024, 11:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.