ETV Bharat / state

এবার উত্তর কলকাতায় বিজেপি কর্মীদের মারধর ! অভিযুক্ত তৃণমূল - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

TMC workers accused of beating: দক্ষিণ কলকাতার পর এবার উত্তর কলকাতায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷

ETV BHARAT
এবার উত্তর কলকাতায় বিজেপি কর্মীদের মারধর ! (ছবি: নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 5, 2024, 10:21 AM IST

Updated : May 5, 2024, 1:25 PM IST

উত্তর কলকাতায় বিজেপি কর্মীদের মারধর ! (ইটিভি ভারত)

কলকাতা, 5 মে: এক সপ্তাহের মধ্যেই মহানগরীতে ফের বিজেপি কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । দক্ষিণ কলকাতার পর এ বার অভিযোগ উত্তর কলকাতায়। উত্তর কলকাতায় গিরীশ পার্ক মেট্রো স্টেশনের কাছে বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থকের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । বিজেপির অভিযোগ, বহু মহিলা কর্মী-সমর্থকদেরও মারধর করেন তৃণমূলের পুরুষ কর্মীরা । এই ঘটনার জেরে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন দু'জন বিজেপি কর্মী ।

শনিবার গিরীশ পার্কের 26 নম্বর ওয়ার্ডের বিজেপির তরফে একটি শীতলা পুজোর আয়োজন করা হয় । সেখানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় । প্রথমে তাঁকে ঘিরেই গো-ব্যাক স্লোগান দেন তৃণমূলের কর্মীরা । তারপর প্রার্থী চলে যাওয়ার পরেই বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ । তাতে আহত হন বিজেপির উত্তর কলকাতা জেলার শশী গণ । সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজে । বিজেপি সূত্রের খবর, তাঁর অবস্থা বেশ গুরুতর । হাসপাতালে যান উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি তমঘ্ন ঘোষ । ইতিমধ্যে গিরীশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি ।

থানা থেকে বেরিয়ে এক বিজেপি কর্মী বলেন, "তৃণমূলের বাচ্চু, গোবিন্দ, চিরঞ্জিত অধিকারী, রাজু বর্মন-সহ 25-30 জন এঁদের উপর চড়াও হন । কিছুক্ষণ পর পুলিশ আসে । পুলিশ উপস্থিত হওয়ার পর পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে । এটা একটা সন্ত্রাস সৃষ্টি করা । যাতে 26 নম্বর ওয়ার্ডের মানুষজন শান্তিতে ভোট দিতে না পারেন ।"

প্রসঙ্গত, গত শনিবার রাতে উত্তর কলকাতায় এমনই এক ঘটনা ঘটেছিল । সেদিনও বিজেপি কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ সেই ঘটনায় আহত হন দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার কসবা মণ্ডল সভানেত্রী সরস্বতী সরকার । পরের দিন তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে ফোন করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি । এমনকি রবিবার সকাল থেকেই আনন্দপুর থানার সামনে বিক্ষোভও দেখান দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী । এই ঘটনার ঠিক সাত দিনের মধ্যে আবারও একই অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ।

আরও পড়ুন:

  1. যোগী আসার আগে বীরভূমে বিজেপি নেতাকে মারধর, অভিযুক্ত তৃণমূল
  2. ঝাড়গ্রামে পদ্ম-প্রার্থীকে মারধর-হেনস্তা, অভিযোগের তির তৃণমূলের দিকে
  3. চন্দননগরে দুই বিজেপি কর্মীকে মারধর, অভিযুক্ত তৃণমূল

উত্তর কলকাতায় বিজেপি কর্মীদের মারধর ! (ইটিভি ভারত)

কলকাতা, 5 মে: এক সপ্তাহের মধ্যেই মহানগরীতে ফের বিজেপি কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । দক্ষিণ কলকাতার পর এ বার অভিযোগ উত্তর কলকাতায়। উত্তর কলকাতায় গিরীশ পার্ক মেট্রো স্টেশনের কাছে বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থকের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । বিজেপির অভিযোগ, বহু মহিলা কর্মী-সমর্থকদেরও মারধর করেন তৃণমূলের পুরুষ কর্মীরা । এই ঘটনার জেরে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন দু'জন বিজেপি কর্মী ।

শনিবার গিরীশ পার্কের 26 নম্বর ওয়ার্ডের বিজেপির তরফে একটি শীতলা পুজোর আয়োজন করা হয় । সেখানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় । প্রথমে তাঁকে ঘিরেই গো-ব্যাক স্লোগান দেন তৃণমূলের কর্মীরা । তারপর প্রার্থী চলে যাওয়ার পরেই বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ । তাতে আহত হন বিজেপির উত্তর কলকাতা জেলার শশী গণ । সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজে । বিজেপি সূত্রের খবর, তাঁর অবস্থা বেশ গুরুতর । হাসপাতালে যান উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি তমঘ্ন ঘোষ । ইতিমধ্যে গিরীশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি ।

থানা থেকে বেরিয়ে এক বিজেপি কর্মী বলেন, "তৃণমূলের বাচ্চু, গোবিন্দ, চিরঞ্জিত অধিকারী, রাজু বর্মন-সহ 25-30 জন এঁদের উপর চড়াও হন । কিছুক্ষণ পর পুলিশ আসে । পুলিশ উপস্থিত হওয়ার পর পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে । এটা একটা সন্ত্রাস সৃষ্টি করা । যাতে 26 নম্বর ওয়ার্ডের মানুষজন শান্তিতে ভোট দিতে না পারেন ।"

প্রসঙ্গত, গত শনিবার রাতে উত্তর কলকাতায় এমনই এক ঘটনা ঘটেছিল । সেদিনও বিজেপি কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ সেই ঘটনায় আহত হন দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার কসবা মণ্ডল সভানেত্রী সরস্বতী সরকার । পরের দিন তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে ফোন করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি । এমনকি রবিবার সকাল থেকেই আনন্দপুর থানার সামনে বিক্ষোভও দেখান দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী । এই ঘটনার ঠিক সাত দিনের মধ্যে আবারও একই অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ।

আরও পড়ুন:

  1. যোগী আসার আগে বীরভূমে বিজেপি নেতাকে মারধর, অভিযুক্ত তৃণমূল
  2. ঝাড়গ্রামে পদ্ম-প্রার্থীকে মারধর-হেনস্তা, অভিযোগের তির তৃণমূলের দিকে
  3. চন্দননগরে দুই বিজেপি কর্মীকে মারধর, অভিযুক্ত তৃণমূল
Last Updated : May 5, 2024, 1:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.