মুর্শিদাবাদ, 10 জুন: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত মুর্শিদাবাদ ৷ রবিবার রাতে দুষ্কৃতিদের ছোড়া গুলিতে প্রাণ গেল তৃণমূল কর্মীর ৷ অভিযোগের তীর বিজেপির দিকে ৷ মৃত যুবকের নাম সনাতন মণ্ডল (32) ৷ বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়ার শ্রীপুর পাড়াগ্রাম এলাকায় ৷ পেশায় দুধ ব্যবসায়ী ছিলেন তিনি ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাইকে করে চোয়া থেকে শ্রীপুরের দিকে যাচ্ছিলেন সনাতন ৷ তাঁর সঙ্গে আরও দুই যুবক ছিলেন ৷ গজনিপুর ঘোষপাড়া রাস্তা দিয়ে যাওয়ার সময় মাঠের মধ্য থেকে কয়েকজন দুস্কৃতী তাঁদের লক্ষ্য করে গুলি চালায় । ঘটনায় আহত হন সনাতন । তাঁকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখানে অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় সনাতনকে । সেখানেই মৃত্যু হয় তাঁর । ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ ৷
এবারের লোকসভা নির্বাচনে অশান্তির চেনা ছবি দেখেনি মুর্শিদাবাদ । বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখেছে জেলা ৷ কিন্তু ভোট পরবর্তী সন্ত্রাসে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ ৷ রবিবার রাতের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবক অঞ্চল স্তরের তৃণমূল কর্মী বলেই পরিচিত। ঘটনায় অভিযোগ বিজেপির দিকে। রাজনৈতিক শত্রুতা থেকেই এদিনের হামলা বলে মনে করছেন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা ৷
ঘটনা প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা রকি ইসলাম বলেন, "শ্রীপুর পাড়াগ্রামে বিজেপির দাপট রয়েছে । এবার ওই বুথে বিজেপি লিড পেয়েছে । আর সেই কারণে এই সন্ত্রাস ।" যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি শাখারভ সরকার জানান, এই ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ নেই । তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে এই খুন বলে তিনি মনে করেন । তিনি নিরপেক্ষ পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন ।