ETV Bharat / state

শহিদ দিবসের নাম করে বকখালিতে ঘুরতে গিয়ে মৃত তৃণমূল কর্মী - Sahid Diwas - SAHID DIWAS

TMC Worker Died: বকখালিতে জলে ডুবে মৃ্ত্য়ু তৃণমূল কর্মীর ৷ শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতেই তিনি এসেছিলেন কলকাতায় ৷ রবিবার ছিল শহিদ দিবস ৷ ওই দিনই বককালি থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়েছে ৷ এই ঘটনা নিয়েই ধোঁয়াশা দেখা গিয়েছে ৷

Trinamool worker Died
ইনসেটে মৃত তৃণমূল কর্মী রঞ্জিত মণ্ডল (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 22, 2024, 9:15 AM IST

Updated : Jul 22, 2024, 11:14 AM IST

শিলিগুড়ি, 22 জুলাই: তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসে সমুদ্রে তলিয়ে মৃত্যু হল এক দলীয় কর্মীর। পুলিশ সূত্রে জানানো হয়েছে, মৃতের নাম রঞ্জিত মণ্ডল (55) ৷ পেশায় ফ্রিজ মেকানিক। শিলিগুড়ি পুরনিগমের 35 নম্বর ওয়ার্ডের ভক্তিনগর এলাকার বাসিন্দা। শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার কলকাতায় পাড়ি দিয়েছিলেন ৷ সঙ্গে দলের অন্যান্য কর্মীরাও ছিলেন ৷ বকখালি থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়েছে রবিবার ৷ তবে শহিদ দিবসের দিন দলীয় কর্মীর দেহ বকখালি থেকে উদ্ধার হওয়ায় চাঞ্চল্য দেখা দিয়েছে ৷

বকখালি থেকে উদ্ধার তৃণমূল কর্মীর নিথর দেহ (ইটিভি ভারত)

জানা গিয়েছে, রঞ্জিত মণ্ডল বছর পাঁচেক আগে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC-র সঙ্গে যোগ দিয়েছিলেন । 23 সালে প্রথমবার ধর্মতলায় আয়োজিত শহিদ দিবসের সভায় যোগ দিয়েছিলেন তিনি। এবারও শাসকদলের এই সভায় যোগ দিতে শুক্রবার রাতে ট্রেনে কলকাতা এসেছিলেন। তাঁর সঙ্গে জনাদশেক স্থানীয় তৃণমূল কর্মী ছিলেন। রবিবার তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন ৷ দেখা গিয়েছে মাঝ সমুদ্রে একটি বোটে ঘুরছিলেন তিনি ।

ঘটনা প্রসঙ্গেই পরিবারের তরফে জানানো হয়েছে, বকখালিতে সমুদ্রে তলিয়ে রঞ্জিতের মৃত্যু হয়েছে। ফোন মারফৎ রবিবার বিকেলে এই দুর্ঘটনার কথা জানতে পেরেছে তাঁর পরিবার ৷ এই খবর শোনা মাত্রই মৃতের ছোট ছেলে শুভম মণ্ডল কলকাতার উদ্দেশ্যে রওনা হন। প্রাথমিকভাবে খবর, দেহটি ময়নাতদন্তর শেষে শিলিগুড়িতে বাড়ি ফিরিয়ে আনা হবে ।

মৃতের ছেলে শুভম এবং সূরজ জানান, তাদের বাবা বছর পাঁচেক আগে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত হন ৷ সেখানেই কিছু দলীয় কর্মীদের সঙ্গে তার মনমালিন্য চলছিল। তার পরেও তাদের সঙ্গেই কলকাতায় পাড়ি দিয়েছিলেন, যা নিয়ে আপত্তিও জানানো হয়েছিল পরিবারের তরফে। এই পরিস্থিতিতে বাবার অস্বাভাবিক মৃত্যুতে পুলিশের দ্বারস্থ হবেন বলেও স্পষ্ট করেছেন তাঁরা ৷

শিলিগুড়ি, 22 জুলাই: তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসে সমুদ্রে তলিয়ে মৃত্যু হল এক দলীয় কর্মীর। পুলিশ সূত্রে জানানো হয়েছে, মৃতের নাম রঞ্জিত মণ্ডল (55) ৷ পেশায় ফ্রিজ মেকানিক। শিলিগুড়ি পুরনিগমের 35 নম্বর ওয়ার্ডের ভক্তিনগর এলাকার বাসিন্দা। শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার কলকাতায় পাড়ি দিয়েছিলেন ৷ সঙ্গে দলের অন্যান্য কর্মীরাও ছিলেন ৷ বকখালি থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়েছে রবিবার ৷ তবে শহিদ দিবসের দিন দলীয় কর্মীর দেহ বকখালি থেকে উদ্ধার হওয়ায় চাঞ্চল্য দেখা দিয়েছে ৷

বকখালি থেকে উদ্ধার তৃণমূল কর্মীর নিথর দেহ (ইটিভি ভারত)

জানা গিয়েছে, রঞ্জিত মণ্ডল বছর পাঁচেক আগে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC-র সঙ্গে যোগ দিয়েছিলেন । 23 সালে প্রথমবার ধর্মতলায় আয়োজিত শহিদ দিবসের সভায় যোগ দিয়েছিলেন তিনি। এবারও শাসকদলের এই সভায় যোগ দিতে শুক্রবার রাতে ট্রেনে কলকাতা এসেছিলেন। তাঁর সঙ্গে জনাদশেক স্থানীয় তৃণমূল কর্মী ছিলেন। রবিবার তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন ৷ দেখা গিয়েছে মাঝ সমুদ্রে একটি বোটে ঘুরছিলেন তিনি ।

ঘটনা প্রসঙ্গেই পরিবারের তরফে জানানো হয়েছে, বকখালিতে সমুদ্রে তলিয়ে রঞ্জিতের মৃত্যু হয়েছে। ফোন মারফৎ রবিবার বিকেলে এই দুর্ঘটনার কথা জানতে পেরেছে তাঁর পরিবার ৷ এই খবর শোনা মাত্রই মৃতের ছোট ছেলে শুভম মণ্ডল কলকাতার উদ্দেশ্যে রওনা হন। প্রাথমিকভাবে খবর, দেহটি ময়নাতদন্তর শেষে শিলিগুড়িতে বাড়ি ফিরিয়ে আনা হবে ।

মৃতের ছেলে শুভম এবং সূরজ জানান, তাদের বাবা বছর পাঁচেক আগে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত হন ৷ সেখানেই কিছু দলীয় কর্মীদের সঙ্গে তার মনমালিন্য চলছিল। তার পরেও তাদের সঙ্গেই কলকাতায় পাড়ি দিয়েছিলেন, যা নিয়ে আপত্তিও জানানো হয়েছিল পরিবারের তরফে। এই পরিস্থিতিতে বাবার অস্বাভাবিক মৃত্যুতে পুলিশের দ্বারস্থ হবেন বলেও স্পষ্ট করেছেন তাঁরা ৷

Last Updated : Jul 22, 2024, 11:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.