ETV Bharat / state

সন্দেশখালির সভা দিয়েই ব্রিগেড সমাবেশের প্রস্তুতি শুরু তৃণমূলের, ঘোষণা মন্ত্রীর

Partha Bhowmick and Sujit Bose on Sandeshkhali: রবিবার সন্ধ্যায় সন্দেশখালি ছেড়ে বেরিয়ে গেলেন দুই মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু ৷ যাওয়ার আগে তাঁরা জানালেন সন্দেশখালিতে ক্ষোভের আগুন কমেছে ৷ আগামী মাসে ব্রিগেডে জনসভার আগে তৃণমূলের কর্মিসভা হবে ৷

ETV Bharat
সন্দেশখালিতে পার্থ ভৌমিক ও সুজিত বসু
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 25, 2024, 7:46 PM IST

সন্দেশখালি থেকে বেরবার আগে সাংবাদিকদের মুখোমুখি দুই মন্ত্রী পার্থ ও সুজিত

সন্দেশখালি, 25 ফেব্রুয়ারি: ব্রিগেডে জমায়েত করছে তৃণমূল ৷ রবিবার সন্দেশখালি থেকে সেই জনগর্জন সভার কথাই আওড়ালেন দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু ৷ শনিবারই দুই মন্ত্রী উত্তর 24 পরগনার সন্দেশখালিতে যান ৷ সেখানে মানুষের অভাব-অভিযোগের কথা শুনে তার সমাধানই উদ্দেশ্য বলে জানিয়েছিলেন দুই মন্ত্রী ৷ এদিকে রবিবার সন্ধ্যায় পার্থ ভৌমিক সাংবাদিকদের কাছে ব্রিগেডে তৃণমূলের জমায়েত কথা তুলে ধরলেন ৷ আরেক মন্ত্রী সুজিত বসুও বললেন, "এই সভা ঐতিহাসিক সভা হবে ৷" সেই সভাকে সফল করতে 'অশান্ত' সন্দেশখালির ধামাখালিতে মার্চের শুরুতে হবে কর্মিসভা ৷

গতকাল এবং রবিবার সকাল থেকেই সন্দেশখালিতে ঘুরছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক এবং দমকলমন্ত্রী সুজিত বসু ৷ এদিকে এখনও উত্তপ্তই রয়েছে এলাকা ৷ বিভিন্ন জায়গায় পরিস্থিতি সামাল দিতে গিয়ে এখনও হিমশিম খেতে হচ্ছে পুলিশকে ৷ 5 জানুয়ারি শেখ শাহজাহান নিখোঁজ হওয়ার পর থেকে সন্দেশখালির অবস্থা নাটকীয় মোড় নিয়েছে এবং আরও ঘোরালো হয়েছে ৷ এমনকী এলাকায় আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনতে 21 ফেব্রুয়ারি, বুধবার সেখানে গিয়েছেন স্বয়ং ডিজিপি রাজীব কুমার ৷ তিনিও রাস্তায় ঘুরেছেন ৷ রুটমার্চ করেছেন ৷ সেই রেশ কাটতে না কাটতেই রবিবার তৃণমূল 10 মার্চ ব্রিগেড সমাবেশের কথা ঘোষণা করেন ৷ আর আজ সন্দেশখালি সফর শেষে এলাকা ছাড়ার আগে পার্থ ও সুজিত- দু'জনেই ব্রিগেড সমাবেশের উপর জোর দিলেন ৷

পার্থ ভৌমিক বলেন, "আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে, 10 মার্চ ব্রিগেডে জমায়েত ৷ বড় সমাবেশ হবে ৷ আমাদের রাজ্য কোথায় কোথায় বঞ্চিত হয়েছে ৷ আমাদের রাজ্যের উপর কোথায় কোথায় জমিদাররা জমিদারসুলভ মনোভাব দেখিয়ে কেন্দ্রীয় সরকার চালিয়েছে ৷ তার বিরুদ্ধে প্রতিবাদ চালিয়েই ব্রিগেডের এই জনসভা ৷ আর এই জনসভা সাফল্যমণ্ডিত করার জন্য 3 মার্চ সন্দেশখালির ধামাখালিতে কর্মিসভা হবে, দুপুর 2টোয় ৷" মন্ত্রীর পালটা দাবি, "সন্দেশখালির ক্ষোভ কমে গিয়েছে ৷ ব্রিগেডের সভা হিসেব চাওয়ার সভা ৷"

এদিকে দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, "যোগাযোগের সবথেকে ভালো জায়গা ধামাখালি ৷ তাই এখানেই তৃণমূলের কর্মিসভা হবে ৷" এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছেন ৷ তাঁর কাছে বিজেপি সন্দেশখালির নির্যাতিতাদের নিয়ে যাবে বলে জানা গিয়েছে ৷ এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, "বিজেপি সমস্যা জিইয়ে রাখতে চাইছে ৷"

আরও পড়ুন:

  1. 10 মার্চ জনগর্জন সভা, ব্রিগেড থেকেই ভোট প্রচার শুরু তৃণমূলের
  2. সন্দেশখালির সংকীর্তণে সুজিত-পার্থ, 'ইজ্জত নিয়ে টানাটানির সময় কোথায় ছিলেন ?', প্রশ্ন মহিলাদের
  3. সাংসদের দেখা না-পাওয়ায় ক্ষোভ সন্দেশখালিতে, সোশাল মিডিয়ায় সাফাই গাইলেন নুসরত

সন্দেশখালি থেকে বেরবার আগে সাংবাদিকদের মুখোমুখি দুই মন্ত্রী পার্থ ও সুজিত

সন্দেশখালি, 25 ফেব্রুয়ারি: ব্রিগেডে জমায়েত করছে তৃণমূল ৷ রবিবার সন্দেশখালি থেকে সেই জনগর্জন সভার কথাই আওড়ালেন দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু ৷ শনিবারই দুই মন্ত্রী উত্তর 24 পরগনার সন্দেশখালিতে যান ৷ সেখানে মানুষের অভাব-অভিযোগের কথা শুনে তার সমাধানই উদ্দেশ্য বলে জানিয়েছিলেন দুই মন্ত্রী ৷ এদিকে রবিবার সন্ধ্যায় পার্থ ভৌমিক সাংবাদিকদের কাছে ব্রিগেডে তৃণমূলের জমায়েত কথা তুলে ধরলেন ৷ আরেক মন্ত্রী সুজিত বসুও বললেন, "এই সভা ঐতিহাসিক সভা হবে ৷" সেই সভাকে সফল করতে 'অশান্ত' সন্দেশখালির ধামাখালিতে মার্চের শুরুতে হবে কর্মিসভা ৷

গতকাল এবং রবিবার সকাল থেকেই সন্দেশখালিতে ঘুরছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক এবং দমকলমন্ত্রী সুজিত বসু ৷ এদিকে এখনও উত্তপ্তই রয়েছে এলাকা ৷ বিভিন্ন জায়গায় পরিস্থিতি সামাল দিতে গিয়ে এখনও হিমশিম খেতে হচ্ছে পুলিশকে ৷ 5 জানুয়ারি শেখ শাহজাহান নিখোঁজ হওয়ার পর থেকে সন্দেশখালির অবস্থা নাটকীয় মোড় নিয়েছে এবং আরও ঘোরালো হয়েছে ৷ এমনকী এলাকায় আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনতে 21 ফেব্রুয়ারি, বুধবার সেখানে গিয়েছেন স্বয়ং ডিজিপি রাজীব কুমার ৷ তিনিও রাস্তায় ঘুরেছেন ৷ রুটমার্চ করেছেন ৷ সেই রেশ কাটতে না কাটতেই রবিবার তৃণমূল 10 মার্চ ব্রিগেড সমাবেশের কথা ঘোষণা করেন ৷ আর আজ সন্দেশখালি সফর শেষে এলাকা ছাড়ার আগে পার্থ ও সুজিত- দু'জনেই ব্রিগেড সমাবেশের উপর জোর দিলেন ৷

পার্থ ভৌমিক বলেন, "আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে, 10 মার্চ ব্রিগেডে জমায়েত ৷ বড় সমাবেশ হবে ৷ আমাদের রাজ্য কোথায় কোথায় বঞ্চিত হয়েছে ৷ আমাদের রাজ্যের উপর কোথায় কোথায় জমিদাররা জমিদারসুলভ মনোভাব দেখিয়ে কেন্দ্রীয় সরকার চালিয়েছে ৷ তার বিরুদ্ধে প্রতিবাদ চালিয়েই ব্রিগেডের এই জনসভা ৷ আর এই জনসভা সাফল্যমণ্ডিত করার জন্য 3 মার্চ সন্দেশখালির ধামাখালিতে কর্মিসভা হবে, দুপুর 2টোয় ৷" মন্ত্রীর পালটা দাবি, "সন্দেশখালির ক্ষোভ কমে গিয়েছে ৷ ব্রিগেডের সভা হিসেব চাওয়ার সভা ৷"

এদিকে দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, "যোগাযোগের সবথেকে ভালো জায়গা ধামাখালি ৷ তাই এখানেই তৃণমূলের কর্মিসভা হবে ৷" এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছেন ৷ তাঁর কাছে বিজেপি সন্দেশখালির নির্যাতিতাদের নিয়ে যাবে বলে জানা গিয়েছে ৷ এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, "বিজেপি সমস্যা জিইয়ে রাখতে চাইছে ৷"

আরও পড়ুন:

  1. 10 মার্চ জনগর্জন সভা, ব্রিগেড থেকেই ভোট প্রচার শুরু তৃণমূলের
  2. সন্দেশখালির সংকীর্তণে সুজিত-পার্থ, 'ইজ্জত নিয়ে টানাটানির সময় কোথায় ছিলেন ?', প্রশ্ন মহিলাদের
  3. সাংসদের দেখা না-পাওয়ায় ক্ষোভ সন্দেশখালিতে, সোশাল মিডিয়ায় সাফাই গাইলেন নুসরত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.