হলদিয়া, 26 জানুয়ারি: যাকে হন্যে হয়ে খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সন্দেশখালির সেই তৃণমূল নেতার ঠিকানা দিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি ৷ "চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গের বাইরে আছে শাহজাহান ", বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় শ্রমিক মেলার উদ্বোধনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন কারামন্ত্রী অখিল গিরি ৷
তিনি এদিন আরও বলেন,"পুলিশ হয়তো খুঁজে পাচ্ছে না । অপরাধী কিন্তু ধরা পড়বে । শাহজাহান অসুস্থ ছিল । তাই চিকিৎসার জন্য বাইরে গিয়েছে । পশ্চিমবঙ্গের বাইরে আছে হয়ত ৷ তাই পুলিশ খুঁজে পাচ্ছে না ৷ পশ্চিমবঙ্গে থাকলে খুঁজে পেয়ে যেত ৷" তবে ইডি কিংবা পুলিশের কাছে আত্মসমর্পণ নিয়ে মন্ত্রীর বক্তব্য,"আত্মসমর্পণ করবেন কি না, সেটা তাঁর ব্যাপার ৷"
কারামন্ত্রীর এই বক্তব্যের পর থেকেই বিতর্ক ছড়িয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ৷ অভিযুক্ত নেতা শেখ শাহজাহানের বিষয়ে যেখানে খোদ তৃণমূল নেতৃত্ব নিশ্চুপ সেখানে কারামন্ত্রীর এই বক্তব্য স্বাভাবিকভাবেই জট পাকিয়েছে দলের অন্দরে ৷ 21 দিন হল সন্দেশখালির যে তৃণমূল নেতার কোনও খোঁজ পাচ্ছে না ইডি ও পুলিশ, সেখানে সেই দলীয় নেতা কোথায় আছেন তা এত স্পষ্টভাবে কী করে জানাচ্ছেন কারামন্ত্রী ?
5 জানুয়ারি রেশন দুর্নীতিকাণ্ডে তদন্ত করতে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ি হানা দিয়েছিল ইডি ৷ কিন্তু সেখানে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের ৷ অভিযুক্ত নেতা শাহজাহানের অনুগামীদের নেতৃত্বে গ্রামবাসীদের একাংশ হামলা চালায় কেন্দ্রীয় বাহিনী ও ইডির আধিকারিকদের উপর ৷ রক্তাক্ত অবস্থায় কোনওরকমে প্রাণ হাতে করে বাধ্য হয়ে এলাকা ছাড়েন তাঁরা ৷ এই ঘটনার পর 21 দিন কেটে গেলেও এখনও 'নিখোঁজ' অভিযুক্ত শাহজাহান ৷ এর মধ্যেই তাঁর চিকিৎসা করাতে যাওয়া নিয়ে কারামন্ত্রীর বক্তব্যে ধোঁয়াশা তৈরি হয়েছে ৷
আরও পড়ুন :