রামনগর, 11 মে: ফের বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনামে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। এর আগে রাষ্ট্রপতির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন মমতার মন্ত্রী অখিল গিরি। এই নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ভুল স্বীকার করতে হয়েছিল। তারপর দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও বিস্ফোরক মন্তব্য করেছিলেন প্রাক্তন মৎস্যমন্ত্রী অখিল। এবার পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করলেন অখিল গিরি ৷ লোকসভা নির্বাচনের প্রচার চলছে সর্বত্র। সেই প্রচারের মঞ্চ থেকেই রাজ্যপাল সম্পর্কে কুরুচিকর মন্তব্য করতে শোনা গেল অখিল গিরিকে।
পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিকের সমর্থনে শুক্রবার এক জনসভা করেন তৃণমূল বিধায়ক ৷ নিজের বিধানসভা কেন্দ্র রামনগরে মঞ্চ থেকে রাজ্যপালের বিরুদ্ধে কটাক্ষের সুর চড়ালেন। রাষ্ট্রপতির পর প্রধানমন্ত্রী এবার রাজ্যপাল ৷ তাঁর বারংবারের এহেন কুরুচিকর মন্তব্যে ফের জলঘোলা রাজনৈতিক অন্দরে ৷
অখিল গিরি সিভি আনন্দ বোসকে 'তুই' বলে সম্বোধন করে বলেন, "রাজ্যপালের মাথায় টাক রয়েছে তো, তাই গরম হয়ে গিয়েছে। ভুলভাল কাজ করছে ৷ মেয়ে দেখতে সুন্দর তো, লোভ লেগে গিয়েছে। তার অফিসে কাজকর্ম করে যিনি তাঁরই হাত ধরে টেনেছে। বুড়ো তোর যদি লোভ লেগে থাকে তাহলে দক্ষিণ ভারতে যা। সেখানে গিয়ে কর।" এখানেই থেমে থাকেননি তিনি ৷ পরে তাঁর সংযোজন, "রাজ্যপাল আবার অন্যান্য মেয়েদের হাত ধরে টানে কি না দেখ! এখানে কেন এমন করছিস? এসব নরেন্দ্র মোদি অমিত শাহ-রা দেখতে পাচ্ছেন না? রাজ্যপাল মহিলার অবমাননা করেছেন। আগে রাজ্যপালকে সামলান তারপর সন্দেশখালি নিয়ে বলবেন।"
সম্প্রতি, রাজ্যপালের বিরুদ্ধে এক মহিলার সঙ্গে শ্লীলতাহানি অভিযোগ উঠেছে। তারই মাঝে রাজভবনের তরফে ফুটেজ প্রকাশ্যে আনা হয়েছে, যা নিয়ে কাটাছেঁড়া চলছে বিস্তর। রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বলতে গিয়ে, এদিন তাঁর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করলেন অখিল গিরি। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র বিরুদ্ধে এদিন কটাক্ষ করতে ছাড়েননি কারামন্ত্রী, যা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ৷ অখিল গিরির এই মন্তব্যে বিরোধীদল সিপিএম ও বিজেপি সমালোচনায় সরব হয়েছে।
আরও পড়ুন: