ETV Bharat / state

ইস্তাহারে সিএএ-এনআরসির বিরুদ্ধে 'যুদ্ধ' ঘোষণা মমতার - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

TMC Election Manifesto: 'দিদির শপথ' নামে ইস্তাহার-পত্রে 10টি প্রাক নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে রাজ্যের শাসকদল। লোকসভা ভোটের আর 2 দিন বাকি ৷ তার আগেই নিজেদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল।

TMC Election Manifesto
তৃণমূলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ, সিএএ-এনআরসি বিলোপের শপথ মমতার
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 17, 2024, 5:53 PM IST

Updated : Apr 17, 2024, 10:30 PM IST

কলকাতা, 17 এপ্রিল: লোকসভা ভোটের আর 2 দিন বাকি ৷ তার আগেই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল। 'দিদির শপথ' নামে ইস্তাহারপত্রে 10টি প্রাক নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে রাজ্যের শাসকদল। এদিন সেগুলি পড়ে শোনান রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী, অর্থনীতিবিদ অমিত মিত্র। দেশ থেকে সিএএ-এনআরসি আর অভিন্ন দেওয়ানি বিধি বিলোপের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে এই ইস্তাহারে ৷ তৃণমূলের পক্ষ থেকে প্রকাশিত ইস্তাহারে যে 10 প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলি হল...

1) বর্ধিত আয়, শ্রমিকের সহায়

সমস্ত জবকার্ড হোল্ডারদের গ্যারান্টি যুক্ত 100 দিনের কাজ দেওয়া হবে। দেশের সর্বত্র শ্রমিকদের ন্যূনতম বর্ধিত মজুরি হবে দৈনিক 400 টাকা।

2) দেশজুড়ে বাড়ি, হবে সবারই

দেশের সমস্ত দরিদ্র পরিবারের জন্য আবাসন নিশ্চিত করার লক্ষ্যে প্রত্যেককে নিরাপদ ও পাকা বাড়ি করে দেওয়া হবে।

3) জ্বালানির জ্বালা কমবে, দেশের জ্বালা ঘুচবে

দারিদ্রসীমার নীচে থাকা পরিবারগুলিকে বছরে 10টি করে রান্নার গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। এর মাধ্যমে পরিবেশবান্ধব রান্নার অভ্যাস বাড়ানো চেষ্টা করা হবে।

4) বর্ধিত আয় নিশ্চিত এবার, ফুটবে হাসি অন্নদাতার

স্বামীনাথন কমিশনের সুপারিশ মেনে ভারতীয় কৃষকদের জন্য় ন্যূনতম সহায়কমূল্য প্রদানের আইনগত নিশ্চয়তা দেওয়া যা সমস্ত ফসল উৎপাদনের গড় খরচের চেয়ে অন্তত 50 শতাংশ বেশি হবে।

5) স্বল্প মূল্যে পেট্রোপণ্য, ভারতবর্ষে সকলে ধন্য

পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাস সিলিন্ডারের দাম সীমাবদ্ধ করা হবে সাশ্রয়ী মূল্যে। দামের ওঠানামা নিয়ন্ত্রণের জন্য দেশে প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড তৈরি করা হবে।

6) নিশ্চিন্ত ভবিষ্যৎ অর্জন, যুবশক্তির গর্জন

25 বছর পর্যন্ত সমস্ত স্নাতক এবং ডিপ্লোমা হোল্ডারদের দক্ষতা এবং কর্মসংস্থান বাড়াতে এক বছরের প্রতিশিক্ষণ দেওয়া হবে। এর জন্য মাসিক বৃত্তি প্রদান করা হবে। উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে 10 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে।

7) স্বচ্ছ আইন, স্বাধীন ভারত

সিএএ আইন বিলুপ্ত করা হবে। বন্ধ করে দেওয়া হবে এনআরসি। ভারতজুড়ে অভিন্ন দেওয়ানি বিধিও প্রয়োগ করা হবে না।

8) এগিয়ে বাংলা, এগোবে ভারত

বাংলার কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে তাল মিলিয়ে 13 থেকে 18 বছর বয়সি মেয়েদের শিক্ষার জন্য বছরে 1000 টাকা এবং এককালীন 25000 টাকা অনুদান দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে সব মহিলাকে প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হবে। আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমার বদলে দেশে উন্নত স্বাস্থ্যসাথী বিমা চালু করা হবে । বিমা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যাবে ।

9) অনেক হয়েছে শাসন, এবার দুয়ারে রেশন

রেশন কার্ড হোল্ডারদের প্রতি মাসে বিনামূল্যে 5 কেজি রেশন দেওয়া হবে ৷ এই বিনামূল্য রেশনে থাকবে চাল, গম, শস্য । প্রত্যেক সুবিধাভোগীর বাড়ির দোরগোড়ায় ওই বিনামূল্য রেশন পৌঁছে দেওয়া হবে।

10) আমাদের অঙ্গীকার, নিরাপত্তা বাড়বে সবার

প্রান্তিক জনগোষ্ঠীর যুবসমাজের উন্নতির স্বার্থে অন্যান্য অনগ্রসর শ্রেণি, তফসিলি জাতি-উপজাতিদের জন্য উচ্চশিক্ষা বৃত্তির টাকার অঙ্ক বাড়ানো হবে। 60 বছরের বেশি বয়সিদের বার্ধক্যভাতা বৃদ্ধি করা হয়েছে ৷ প্রতি মাসে তাঁদের 1000 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ, বছরে তাঁরা 12000 টাকা পাবেন। এই সাংবাদিক বৈঠকের শেষে কেন্দ্রের জিএসটি আরোপ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের বর্ষীয়ান নেতা অমিত মিত্র। অন্যায় ভাবে দেশের মানুষের উপর ডিএসটির বোঝা চাপিয়ে কেন্দ্র অন্যায়ভাবে টাকা তুলছে বলেও অভিযোগ করেন তিনি৷

আরও পড়ুন:

  1. কাঁটাতারের ওপারে চারটি বুথ, ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা
  2. তিন কেন্দ্র ফিরে পেতে মরিয়া তৃণমূল সুপ্রিমো! উত্তরে মমতা-ম্যাজিকে ফুটবে ঘাসফুল ?
  3. মমতা ও সিপিএমের আদরে লালিত হচ্ছে টুকরে টুকরে গ্যাং, রামনবমীর মিছিল থেকে কটাক্ষ শুভেন্দুর

কলকাতা, 17 এপ্রিল: লোকসভা ভোটের আর 2 দিন বাকি ৷ তার আগেই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল। 'দিদির শপথ' নামে ইস্তাহারপত্রে 10টি প্রাক নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে রাজ্যের শাসকদল। এদিন সেগুলি পড়ে শোনান রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী, অর্থনীতিবিদ অমিত মিত্র। দেশ থেকে সিএএ-এনআরসি আর অভিন্ন দেওয়ানি বিধি বিলোপের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে এই ইস্তাহারে ৷ তৃণমূলের পক্ষ থেকে প্রকাশিত ইস্তাহারে যে 10 প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলি হল...

1) বর্ধিত আয়, শ্রমিকের সহায়

সমস্ত জবকার্ড হোল্ডারদের গ্যারান্টি যুক্ত 100 দিনের কাজ দেওয়া হবে। দেশের সর্বত্র শ্রমিকদের ন্যূনতম বর্ধিত মজুরি হবে দৈনিক 400 টাকা।

2) দেশজুড়ে বাড়ি, হবে সবারই

দেশের সমস্ত দরিদ্র পরিবারের জন্য আবাসন নিশ্চিত করার লক্ষ্যে প্রত্যেককে নিরাপদ ও পাকা বাড়ি করে দেওয়া হবে।

3) জ্বালানির জ্বালা কমবে, দেশের জ্বালা ঘুচবে

দারিদ্রসীমার নীচে থাকা পরিবারগুলিকে বছরে 10টি করে রান্নার গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। এর মাধ্যমে পরিবেশবান্ধব রান্নার অভ্যাস বাড়ানো চেষ্টা করা হবে।

4) বর্ধিত আয় নিশ্চিত এবার, ফুটবে হাসি অন্নদাতার

স্বামীনাথন কমিশনের সুপারিশ মেনে ভারতীয় কৃষকদের জন্য় ন্যূনতম সহায়কমূল্য প্রদানের আইনগত নিশ্চয়তা দেওয়া যা সমস্ত ফসল উৎপাদনের গড় খরচের চেয়ে অন্তত 50 শতাংশ বেশি হবে।

5) স্বল্প মূল্যে পেট্রোপণ্য, ভারতবর্ষে সকলে ধন্য

পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাস সিলিন্ডারের দাম সীমাবদ্ধ করা হবে সাশ্রয়ী মূল্যে। দামের ওঠানামা নিয়ন্ত্রণের জন্য দেশে প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড তৈরি করা হবে।

6) নিশ্চিন্ত ভবিষ্যৎ অর্জন, যুবশক্তির গর্জন

25 বছর পর্যন্ত সমস্ত স্নাতক এবং ডিপ্লোমা হোল্ডারদের দক্ষতা এবং কর্মসংস্থান বাড়াতে এক বছরের প্রতিশিক্ষণ দেওয়া হবে। এর জন্য মাসিক বৃত্তি প্রদান করা হবে। উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে 10 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে।

7) স্বচ্ছ আইন, স্বাধীন ভারত

সিএএ আইন বিলুপ্ত করা হবে। বন্ধ করে দেওয়া হবে এনআরসি। ভারতজুড়ে অভিন্ন দেওয়ানি বিধিও প্রয়োগ করা হবে না।

8) এগিয়ে বাংলা, এগোবে ভারত

বাংলার কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে তাল মিলিয়ে 13 থেকে 18 বছর বয়সি মেয়েদের শিক্ষার জন্য বছরে 1000 টাকা এবং এককালীন 25000 টাকা অনুদান দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে সব মহিলাকে প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হবে। আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমার বদলে দেশে উন্নত স্বাস্থ্যসাথী বিমা চালু করা হবে । বিমা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যাবে ।

9) অনেক হয়েছে শাসন, এবার দুয়ারে রেশন

রেশন কার্ড হোল্ডারদের প্রতি মাসে বিনামূল্যে 5 কেজি রেশন দেওয়া হবে ৷ এই বিনামূল্য রেশনে থাকবে চাল, গম, শস্য । প্রত্যেক সুবিধাভোগীর বাড়ির দোরগোড়ায় ওই বিনামূল্য রেশন পৌঁছে দেওয়া হবে।

10) আমাদের অঙ্গীকার, নিরাপত্তা বাড়বে সবার

প্রান্তিক জনগোষ্ঠীর যুবসমাজের উন্নতির স্বার্থে অন্যান্য অনগ্রসর শ্রেণি, তফসিলি জাতি-উপজাতিদের জন্য উচ্চশিক্ষা বৃত্তির টাকার অঙ্ক বাড়ানো হবে। 60 বছরের বেশি বয়সিদের বার্ধক্যভাতা বৃদ্ধি করা হয়েছে ৷ প্রতি মাসে তাঁদের 1000 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ, বছরে তাঁরা 12000 টাকা পাবেন। এই সাংবাদিক বৈঠকের শেষে কেন্দ্রের জিএসটি আরোপ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের বর্ষীয়ান নেতা অমিত মিত্র। অন্যায় ভাবে দেশের মানুষের উপর ডিএসটির বোঝা চাপিয়ে কেন্দ্র অন্যায়ভাবে টাকা তুলছে বলেও অভিযোগ করেন তিনি৷

আরও পড়ুন:

  1. কাঁটাতারের ওপারে চারটি বুথ, ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা
  2. তিন কেন্দ্র ফিরে পেতে মরিয়া তৃণমূল সুপ্রিমো! উত্তরে মমতা-ম্যাজিকে ফুটবে ঘাসফুল ?
  3. মমতা ও সিপিএমের আদরে লালিত হচ্ছে টুকরে টুকরে গ্যাং, রামনবমীর মিছিল থেকে কটাক্ষ শুভেন্দুর
Last Updated : Apr 17, 2024, 10:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.