ETV Bharat / state

বিজেপির নেতা-কর্মীদের ঠ্যাং ভাঙার নিদান, বিতর্কে তৃণমূল - RG Kar Doctor Rape and Murder

TMC leader threatened BJP: বিজেপি নেতাদের ঠ্যাং ভেঙে দেওয়ার নিদান তৃণমূল নেতার ৷ আর এই মন্তব্য নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ পালটা তৃণমূলকে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক।

TMC leader threatened BJP
ঠ্যাং ভেঙে দেওয়ার নিদান তৃণমূল নেতার (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2024, 4:12 PM IST

বাঁকুড়া, 1 সেপ্টেম্বর: বিজেপি নেতাদের ঠ্যাং ভেঙে দেওয়ার নিদান দিলেন বিষ্ণুপুর জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সোনামুখী ব্লকের পঞ্চায়েত প্রধান ইউসুফ মণ্ডল। পালটা ইউসুফ মণ্ডলকে কটাক্ষ করেছে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী।

ঠ্যাং ভেঙে দেওয়ার নিদান তৃণমূল নেতার (ইটিভি ভারত)

আরজি কর ঘটনার প্রতিবাদ জানিয়ে সোনামুখী ব্লকের কাশীপুর এলাকায় একটি প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ করে সোনামুখী ব্লক তৃণমূল নেতৃত্ব। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতাদের ঠ্যাং ভেঙে দেওয়ার নিদান দেন ইউসুফ মণ্ডল। প্রকাশ্য সভা মঞ্চ থেকে এলাকার মহিলাদের উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, " বুথের মা-বোনেদের বলছি বিজেপির নেতারা যদি অঞ্চলে কোনও অশান্তি পাকানোর চেষ্টা করে তাহলে ঝাঁটা, জুতো, খুন্তি হাতে নিয়ে ঠ্যাংগুলো ভেঙে দেবেন ৷ আমরাও বুঝিয়ে দেব, সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেস এখনও মরে যাইনি ৷ আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা ৷"

গত কয়েকদিন আগে ছাত্র সমাবেশ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের ফোঁস করার বার্তা দিয়েছিলেন। তারপরেই তৃণমূল নেতার এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তবে তৃণমূলকে পালটা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী বলেন, "মুখ্যমন্ত্রী দলীয় কর্মীদের ফোঁস করার কথা বলেছেন। সেই কথার সূত্র ধরেই উনি এসব বলছেন। ওঁরা এলাকায় অশান্তি তৈরি করার চেষ্টা করছেন ৷"

বিজেপি বিধায়কের কথায়, "সোনামুখী শান্তিপ্রিয় এলাকা ৷ এখানকার মানুষ শান্তি চান। তাই বারবার মানুষ ওঁদের বর্জন করছে। আর উনি ঠ্যাং ভাঙার কথা বলছেন । পঞ্চায়েত ভোটে ওঁরই ঠ্যাং কী করে ভেঙে গিয়েছিল সেটা আমি জানি না ! জনগণ আগামিদিনে এ ধরনের বক্তব্যের জবাব দেবে।"

বাঁকুড়া, 1 সেপ্টেম্বর: বিজেপি নেতাদের ঠ্যাং ভেঙে দেওয়ার নিদান দিলেন বিষ্ণুপুর জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সোনামুখী ব্লকের পঞ্চায়েত প্রধান ইউসুফ মণ্ডল। পালটা ইউসুফ মণ্ডলকে কটাক্ষ করেছে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী।

ঠ্যাং ভেঙে দেওয়ার নিদান তৃণমূল নেতার (ইটিভি ভারত)

আরজি কর ঘটনার প্রতিবাদ জানিয়ে সোনামুখী ব্লকের কাশীপুর এলাকায় একটি প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ করে সোনামুখী ব্লক তৃণমূল নেতৃত্ব। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতাদের ঠ্যাং ভেঙে দেওয়ার নিদান দেন ইউসুফ মণ্ডল। প্রকাশ্য সভা মঞ্চ থেকে এলাকার মহিলাদের উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, " বুথের মা-বোনেদের বলছি বিজেপির নেতারা যদি অঞ্চলে কোনও অশান্তি পাকানোর চেষ্টা করে তাহলে ঝাঁটা, জুতো, খুন্তি হাতে নিয়ে ঠ্যাংগুলো ভেঙে দেবেন ৷ আমরাও বুঝিয়ে দেব, সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেস এখনও মরে যাইনি ৷ আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা ৷"

গত কয়েকদিন আগে ছাত্র সমাবেশ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের ফোঁস করার বার্তা দিয়েছিলেন। তারপরেই তৃণমূল নেতার এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তবে তৃণমূলকে পালটা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী বলেন, "মুখ্যমন্ত্রী দলীয় কর্মীদের ফোঁস করার কথা বলেছেন। সেই কথার সূত্র ধরেই উনি এসব বলছেন। ওঁরা এলাকায় অশান্তি তৈরি করার চেষ্টা করছেন ৷"

বিজেপি বিধায়কের কথায়, "সোনামুখী শান্তিপ্রিয় এলাকা ৷ এখানকার মানুষ শান্তি চান। তাই বারবার মানুষ ওঁদের বর্জন করছে। আর উনি ঠ্যাং ভাঙার কথা বলছেন । পঞ্চায়েত ভোটে ওঁরই ঠ্যাং কী করে ভেঙে গিয়েছিল সেটা আমি জানি না ! জনগণ আগামিদিনে এ ধরনের বক্তব্যের জবাব দেবে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.