কেশিয়াড়ি, 23 মে: জুন মালিয়ার সমর্থনে প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ করতে গিয়ে ফের একবার সীতার সঙ্গে দুর্গা-কালীর তুলনা টানলেন মহুয়া মৈত্র ৷ মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে বৃহস্পতিবার কেশিয়াড়ি ব্লকে সভার আয়োজন করা হয়। সভায় হাজির ছিলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। এদিনের সভামঞ্চ থেকে ফের একবার বিজেপির পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন মহুয়া ৷
মেদিনীপুর লোকসভা ভোটের শেষদিনের প্রচারে তৃণমূল প্রার্থী জুন মালিয়ার হয়ে প্রচারে এসে বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। তিনি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রথম থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় সরকার এবং বিজেপি নেতা-নেত্রীদের কদর্য ভাষায় আক্রমণ করেন বলে অভিযোগ উঠেছে। এরপর ভগবান রাম-সীতাকে নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, "আমাদের কালী-দুর্গার দেশ। তোমাদের সীতা-সাবিত্রীরা ঘোমটা নেয়, কিন্তু আমরা মা কালী, দুর্গা সবসময় রণং দেহী।" তিনি আরও বলেন, "ওরা আমাকে দেখলেই ভয় পেয়ে যায়, ওরা বলে বাপরে বাপ এইতো, এ তন্ত্র, মন্ত্র সব জানে !" এরপর নরেন্দ্র মোদি ও অমিত শাহকে নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, "অনেকে আমাকে প্রশ্ন করেন যে ওদের দেখলে আপনার ভয় লাগে না ? আমি তাদের উত্তরে বলি যে, গুজরাতের দু'জন খুনি, ওদের দেখে ভয় পাওয়া যায় না। আমি খুব কাছ থেকে দেখেছি।"
তিনি এও বলেন, "ওরা ভেবেছিল আমার নাক-কান-লেজ-সিং কেটে দেবে, আর আমি পালিয়ে যাব ৷ কিন্তু ওরা আমাকে চেনে না। আমিও এক লাখ ভোটে লিড দিয়ে ওদের মুখে ঝামা ঘষে দেব।" এরপর প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ করতে গিয়ে বলেন, "মোদির মতন মিথ্যাবাদী এই পৃথিবীতে কোনও প্রধানমন্ত্রী কেন, কোনও মানুষও নেই। ভারতের ইতিহাসে একটি কলঙ্কময় চ্যাপ্টার এই মিথ্যেবাদী মোদি ৷" এরপর মোদির মেট্রোয় ছোটবেলায় আসা নিয়েও তিনি কটাক্ষ করেন ৷ কটাক্ষ করেন মোদির পরিচিতি, মোদির পড়াশোনা এমনকী ব্যক্তিগত জীবন নিয়েও। মূলত এদিন সন্ধ্যা পর্যন্ত প্রচার শেষ হল ষষ্ঠ দফার নির্বাচনের। এরপর 25 মে নির্বাচন ৷ এই দিন মোট আটটি কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে গোটা রাজ্যজুড়ে।
আরও পড়ুন
শেষ প্রচারে ব্যস্ত দেব, থানা-হাসপাতাল ঘুরেই কাটল হিরণের; দিলেন ডিগ্রি নিয়ে জবাব
নন্দীগ্রামে বিজেপি কর্মীকে খুনে সিবিআই তদন্তের দাবি শুভেন্দুর