ETV Bharat / state

ভোটে জিতলে তবেই উন্নয়ন, শাসক নেতার কথায় তুঙ্গে বিতর্ক - Malda New Controversy - MALDA NEW CONTROVERSY

6th Phase Vote in Bengal: দীর্ঘদিন ধরে রাস্তায় জমে হাঁটু সমান জল ৷ 4 জুন ভোটে না জিতলে রাস্তা সারাই হবে না ৷ তৃণমূল পঞ্চায়েত সদস্যের এমন মন্তব্যের জেরে বিক্ষোভ স্থানীয়দের ৷

6th Phase Vote in Bengal
নিকাশি নিয়ে ক্ষোভ স্থানীয়দের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 23, 2024, 9:19 PM IST

Updated : May 23, 2024, 10:02 PM IST

মালদা, 23 মে: ভোট না পেলে, হবে না উন্নয়ন মূলক কাজ ৷ এমনই ছবি ধরা পড়েছে মালদার হরিশ্চন্দ্রপুরে ৷ বিজেপি প্রভাবিত এলাকায় শিলান্যাস হয়ে যাওয়া নিকাশির কাজ বন্ধ রাখার অভিযোগ উঠেছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ৷ আগামী 4 জুন ভোটে তৃণমূল ওই বুথে জিতছে কি না, তা দেখে তবেই এলাকায় শুরু হবে নিকাশি কাজ ৷ এই ঘটনার পরেই বাধ্য হয়ে বিক্ষোভে সামিল হয়েছেন 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিরুয়া গ্রামের হরিজন পাড়ার বাসিন্দারা ৷

স্থানীয় বাসিন্দা দীপক দাসের অভিযোগ, "রাস্তার জমা জলে মাছ ঘুরে বেড়াচ্ছে ৷ তাই মাছ ধরতে নেমে পড়েছি ৷ নিকাশি ব্যবস্থার দাবিতে আমি পঞ্চায়েত সদস্যের কাছে গিয়েছিলাম ৷ তাঁকে নিকাশি ব্যবস্থা করার কথা বলতেই তিনি জানিয়েছেন, আমরা তাঁকে ভোট দিইনি ৷ বিজেপিকে ভোট দিয়েছি ৷ 4 জুন যদি দেখেন তৃণমূলের প্রার্থী লিড পেয়েছেন, তবে গ্রামে নিকাশির কাজ হবে ৷ নইলে হবে না ৷ পঞ্চায়েত সদস্য বলছেন, তিনি নাকি 71 হাজার টাকা ঘুষ দিয়ে এই কাজ আনিয়েছেন ৷ সরকারি কাজ তিনি কীভাবে ঘুষ দিয়ে বরাদ্দ করলেন, সেটাও আমাদের জানা নেই ৷"

রাস্তায় জমা জল থাকায় বিক্ষোভ (নিজস্ব প্রতিনিধি)

শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্পাদক রূপেশ আগরওয়াল ৷ তিনি বলেন, "বিরুয়া গ্রামে প্রায় 40টি হরিজন পরিবার বসবাস করে ৷ নিকাশি নিয়ে তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন ৷ ওই গ্রামে নিকাশি সমস্যা দূর করতে প্রায় 10 লাখ টাকা বরাদ্দ করেছে জেলা প্রশাসন ৷ ভোটের আগে তৃণমূলের নেতারা ফিতে কেটে কাজের শিলান্যাস করেছেন ৷ কাজের বোর্ডও পড়েছে ৷ কিন্তু এখনও কাজ শুরু হয়নি ৷ ভোটের জন্য উন্নয়ন আটকে যাবে, এটা মেনে নেওয়া যায় না ৷ এই কাজ কীভাবে বন্ধ করে দেখি ৷ প্রয়োজনে রাস্তায় নেমে আন্দোলন করব ৷"

যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযুক্ত পঞ্চায়েত সদস্য লাল মহম্মদকে পাওয়া যায়নি ৷ তবে স্থানীয় জেলা পরিষদ সদস্য, হরিশ্চন্দ্রপুর 1 (এ) নম্বর ব্লক তৃণমূলের সভানেত্রী মর্জিনা খাতুন জানান, নির্বাচন ঘোষণার আগে জেলা পরিষদের তরফে এই কাজের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে ৷ ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে যাওয়ায় নির্বাচনি আচরণবিধি জারি থাকার জন্য কাজটা শুরু করা যায়নি ৷ ৪ জুনের পরেই কাজ শুরু হয়ে যাবে ৷ জাতপাত কিংবা রাজনৈতিক রং দেখে উন্নয়নের কাজ করি না ৷

জানা গিয়েছে, বিরুয়া গ্রামের বাসিন্দারা মূলত তাঁতি ও হরিজন সম্প্রদায়ের ৷ গ্রামে 40-42 ঘর হরিজন সম্প্রদায়ের বাস ৷ এই গ্রামে বিজেপির প্রভাব রয়েছে ৷ তবে গত পঞ্চায়েত নির্বাচনে জয় পেয়েছে তৃণমূল ৷ স্থানীয়দের একাংশের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে এখানে ভোট হয়নি ৷ গ্রামবাসীরা ভোট দিতে পারেননি ৷ ছাপ্পা ভোটেই ভরে গিয়েছিল ব্যালট বাক্স ৷ গ্রামবাসীরা প্রত্যেকেই নিম্নবিত্ত পরিবারের ৷ এলাকায় উন্নয়নের ছিটেফোঁটা চোখে পড়ে না ৷ সবচেয়ে বড় সমস্যা নিকাশির ৷ গত কয়েকদিনের বৃষ্টিতে এলাকায় হাঁটু জল ৷ এমনকী, জল ঢুকে পড়ছে ঘরেতেও ৷ তারপরেই প্রতিবাদে এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷

আরও পড়ুন

1. ভিডিয়োর পর এবার ভাইরাল অডিয়ো ক্লিপ! তিন রহস্যময়ের কন্ঠস্বরের কথোপকথনে সরগরম সন্দেশখালি

2. অন্তর্বাস থেকে উদ্ধার আড়াই কোটির সোনার বিস্কুট, শিলিগুড়িতে গ্রেফতার দুই

3. 15 দিনে 10 প্রসূতির মৃত্যু, উত্তরবঙ্গ মেডিক্যালের ঘটনায় রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

মালদা, 23 মে: ভোট না পেলে, হবে না উন্নয়ন মূলক কাজ ৷ এমনই ছবি ধরা পড়েছে মালদার হরিশ্চন্দ্রপুরে ৷ বিজেপি প্রভাবিত এলাকায় শিলান্যাস হয়ে যাওয়া নিকাশির কাজ বন্ধ রাখার অভিযোগ উঠেছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ৷ আগামী 4 জুন ভোটে তৃণমূল ওই বুথে জিতছে কি না, তা দেখে তবেই এলাকায় শুরু হবে নিকাশি কাজ ৷ এই ঘটনার পরেই বাধ্য হয়ে বিক্ষোভে সামিল হয়েছেন 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিরুয়া গ্রামের হরিজন পাড়ার বাসিন্দারা ৷

স্থানীয় বাসিন্দা দীপক দাসের অভিযোগ, "রাস্তার জমা জলে মাছ ঘুরে বেড়াচ্ছে ৷ তাই মাছ ধরতে নেমে পড়েছি ৷ নিকাশি ব্যবস্থার দাবিতে আমি পঞ্চায়েত সদস্যের কাছে গিয়েছিলাম ৷ তাঁকে নিকাশি ব্যবস্থা করার কথা বলতেই তিনি জানিয়েছেন, আমরা তাঁকে ভোট দিইনি ৷ বিজেপিকে ভোট দিয়েছি ৷ 4 জুন যদি দেখেন তৃণমূলের প্রার্থী লিড পেয়েছেন, তবে গ্রামে নিকাশির কাজ হবে ৷ নইলে হবে না ৷ পঞ্চায়েত সদস্য বলছেন, তিনি নাকি 71 হাজার টাকা ঘুষ দিয়ে এই কাজ আনিয়েছেন ৷ সরকারি কাজ তিনি কীভাবে ঘুষ দিয়ে বরাদ্দ করলেন, সেটাও আমাদের জানা নেই ৷"

রাস্তায় জমা জল থাকায় বিক্ষোভ (নিজস্ব প্রতিনিধি)

শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্পাদক রূপেশ আগরওয়াল ৷ তিনি বলেন, "বিরুয়া গ্রামে প্রায় 40টি হরিজন পরিবার বসবাস করে ৷ নিকাশি নিয়ে তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন ৷ ওই গ্রামে নিকাশি সমস্যা দূর করতে প্রায় 10 লাখ টাকা বরাদ্দ করেছে জেলা প্রশাসন ৷ ভোটের আগে তৃণমূলের নেতারা ফিতে কেটে কাজের শিলান্যাস করেছেন ৷ কাজের বোর্ডও পড়েছে ৷ কিন্তু এখনও কাজ শুরু হয়নি ৷ ভোটের জন্য উন্নয়ন আটকে যাবে, এটা মেনে নেওয়া যায় না ৷ এই কাজ কীভাবে বন্ধ করে দেখি ৷ প্রয়োজনে রাস্তায় নেমে আন্দোলন করব ৷"

যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযুক্ত পঞ্চায়েত সদস্য লাল মহম্মদকে পাওয়া যায়নি ৷ তবে স্থানীয় জেলা পরিষদ সদস্য, হরিশ্চন্দ্রপুর 1 (এ) নম্বর ব্লক তৃণমূলের সভানেত্রী মর্জিনা খাতুন জানান, নির্বাচন ঘোষণার আগে জেলা পরিষদের তরফে এই কাজের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে ৷ ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে যাওয়ায় নির্বাচনি আচরণবিধি জারি থাকার জন্য কাজটা শুরু করা যায়নি ৷ ৪ জুনের পরেই কাজ শুরু হয়ে যাবে ৷ জাতপাত কিংবা রাজনৈতিক রং দেখে উন্নয়নের কাজ করি না ৷

জানা গিয়েছে, বিরুয়া গ্রামের বাসিন্দারা মূলত তাঁতি ও হরিজন সম্প্রদায়ের ৷ গ্রামে 40-42 ঘর হরিজন সম্প্রদায়ের বাস ৷ এই গ্রামে বিজেপির প্রভাব রয়েছে ৷ তবে গত পঞ্চায়েত নির্বাচনে জয় পেয়েছে তৃণমূল ৷ স্থানীয়দের একাংশের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে এখানে ভোট হয়নি ৷ গ্রামবাসীরা ভোট দিতে পারেননি ৷ ছাপ্পা ভোটেই ভরে গিয়েছিল ব্যালট বাক্স ৷ গ্রামবাসীরা প্রত্যেকেই নিম্নবিত্ত পরিবারের ৷ এলাকায় উন্নয়নের ছিটেফোঁটা চোখে পড়ে না ৷ সবচেয়ে বড় সমস্যা নিকাশির ৷ গত কয়েকদিনের বৃষ্টিতে এলাকায় হাঁটু জল ৷ এমনকী, জল ঢুকে পড়ছে ঘরেতেও ৷ তারপরেই প্রতিবাদে এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷

আরও পড়ুন

1. ভিডিয়োর পর এবার ভাইরাল অডিয়ো ক্লিপ! তিন রহস্যময়ের কন্ঠস্বরের কথোপকথনে সরগরম সন্দেশখালি

2. অন্তর্বাস থেকে উদ্ধার আড়াই কোটির সোনার বিস্কুট, শিলিগুড়িতে গ্রেফতার দুই

3. 15 দিনে 10 প্রসূতির মৃত্যু, উত্তরবঙ্গ মেডিক্যালের ঘটনায় রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

Last Updated : May 23, 2024, 10:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.