কালনা, 28 জুলাই: এক মহিলার বাড়িতে ঢুকে তাঁকে বেধড়ক মারধরের অভিযোগে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল কালনা থানার পুলিশ । ধৃতের নাম গোপাল তিওয়ারি । মহিলাকে মারধর করার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ।
পূর্ব বর্ধমানের কালনা শহরের ঘটনা । স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত কালনা শহরের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গোপাল তিওয়ারি । কালনার শ্বাসপুর এলাকার দেবনাথ পাড়াতে একটি জমিকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত ।
ওই এলাকায় এক মহিলার বাড়ি লাগোয়া একটা জমিতে পাঁচিল তোলার কাজ হচ্ছিল । মহিলার দাবি, তাঁদের জমির উপর পাঁচিল তুলছিলেন গোপাল । তাই ওই মহিলা তাঁদের জমি ছেড়ে পাঁচিল তুলতে বলেন গোপালকে । সেই নিয়ে ঝামেলা শুরু হয় । শনিবার ওই মহিলার বাড়িতে তৃণমূল নেতা গোপাল তিওয়ারি তাঁর দলবল নিয়ে চড়াও হন বলে অভিযোগ । ওই মহিলা ও তাঁর শাশুড়ি-সহ অন্যান্যদের মারধর করা হয় । মহিলাকে সজোরে থাপ্পড় মারার ভিডিয়ো ভাইরাল হয়েছে ।
যদিও গোপাল তিওয়ারির দাবি, তিনি কারওকে মারধর করেননি । তাঁর নিজের জমিতেই তিনি পাঁচিল তুলছিলেন বলে দাবি করেন । তাঁর দাবি, সেই জমি তিনি ব্যাংক থেকে কিনেছেন । এরপর সেখানে পাঁচিল তুলতে গেলে ওই মহিলার পরিবার পাঁচিল ভেঙে দেয় । এর প্রতিবাদ করতে গেলে গোপালদের উপর মহিলার পরিবার হামলা চালায় বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতা ।
কালনা থানার পুলিশ জানিয়েছে, গোপাল তিওয়ারি নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । কালনা এলাকায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবপ্রসাদ বাগ বলেন, "একটা ঘটনা ঘটেছে । পুলিশ বিষয়টি দেখছে ।"
এই ঘটনায় সরব হয়েছে গেরুয়া শিবির ৷ বিজেপি নেতা সুভাষ পাল বলেন, "একজন তৃণমূল নেতা এক মহিলার বাড়িতে ঢুকে মারধর করছেন, ভাবা যায় ! যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা । তাঁর শাসনে এই কাণ্ড ঘটছে । এটা লজ্জার বিষয় ৷"