ETV Bharat / state

বিধায়ক ও ব্লকের সহ-সভাপতির দ্বন্দ্ব ! ভাতারে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে চাঞ্চল্য

তৃণমূলের বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে উত্তেজনা ভাতারে ৷ দু'পক্ষের দ্বন্দ্বে এলাকায় দীর্ঘক্ষণ যান চলাচল ব্যহত হয় ৷

TMC INNER CONFLICT
ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ! (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

ভাতার, 23 অক্টোবর: ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ! দলের বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ভাতার ব্লকে । দ্বন্দ্বে জড়ালেন তৃণমূলের বিধায়ক ও ব্লকের সহ-সভাপতি ৷ মঙ্গলবার বিকেলে সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয় ৷

মঙ্গলবার বিকেলে ভাতার বাজারের হাউজিং মাঠে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে ৷ দলের এক পক্ষের অভিযোগ, ভাতার ব্লকের সহ-সভাপতি অশোক হাজরাকে না জানিয়েই এই অনুষ্ঠানের আয়োজন করেন ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী ৷ এই অভিযোগ কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে শুরু হয় বচসা ৷ এমনকী, বিধায়ক ও ব্লকের সহ-সভাপতির দ্বন্দ্বের কারণে অনুষ্ঠান শুরু হতেও বেশ খানিক্ষণ সময় লেগে যায় ৷

TMC INNER CONFLICT
তৃণমূলের বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে উত্তেজনা (নিজস্ব চিত্র)

এখানেই শেষ নয় ৷ কিছুক্ষণের মধ্যে মৌখিক দ্বন্দ্ব থেকে শুরু হয় হাতাহাতি ৷ ভাতার বাজারের নাসিগ্রাম মোড়ে ঠেলাঠেলি, হই হট্টোগোল বেধে যায় দুই গোষ্ঠীর মধ্যে ৷ বিধায়ক মানগোবিন্দ অধিকারী দলের কর্মীদের শান্ত করতে গেলে, তাঁকেও ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ ৷ পরিস্থিতি বেগতিক বুঝে দলের কর্মীরা তাঁকে অন্যত্র সরিয়ে নিয়ে যান ৷ এদিকে, অশোক হাজরাকে না জানিয়ে অনুষ্ঠানের আয়োজন করায়, মঞ্চে দেখা যায়নি তাঁকে ৷ এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ ৷ পরে অবশ্য তাঁকে বুঝিয়ে মঞ্চে নিয়ে যাওয়া হয় ৷

তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে ভাতার ব্লকের সহ-সভাপতি অশোক হাজরার সঙ্গে বিধায়ক মানগোবিন্দ অধিকারীর ঠান্ডা লড়াই চলছে । গ্রাম পঞ্চায়েত এলাকায় অশোক হাজরার প্রভাব রয়েছে যথেষ্ট । আর এই নিয়েই দুই গোষ্ঠীর মধ্যে কোন্দল বলে অভিযোগ ৷ তবে বিধায়ক মানগোবিন্দ অধিকারীর কথায়, "এদিনের অনুষ্ঠানে বহু মানুষ এসেছিলেন । ফলে কোথায়, কী বিশৃঙ্খলা হয়েছে জানা নেই । গোষ্ঠী কোন্দলের কোনও ঘটনা ঘটেনি । সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে ৷"

অন্যদিকে ভাতার ব্লকের সহ-সভাপতি অশোক হাজরা বলেন, "প্রচুর মানুষ আজ বিজয়া সম্মিলনীতে হাজির হয়েছিলেন । সেই কারণে, একটু বিশৃঙ্খলা ছড়ায় । তেমন কিছু নয় । তবে বিধায়কের সঙ্গে কী হয়েছে, জানা নেই । এতো মানুষের ভিড়ে আবেগের বশে হয়তো আমি নিজে একটু উত্তেজিত হয়ে পড়েছিলাম । তবে মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে সেটা আজ আবার প্রমাণিত । কর্মীদের বলব, আমরা সবাই এক । এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনও নেতা নেই ।"

আরও পড়ুন:

বিজয়া সম্মিলনীতে অনুপস্থিত বিধায়ক, কী জবাব তৃণমূলের?

বিজয়া সম্মেলনীতে না-যাওয়ায় শিশু-মহিলাদের মারধরের অভিযোগ কাজল অনুগামীদের বিরুদ্ধে

ভাতার, 23 অক্টোবর: ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ! দলের বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ভাতার ব্লকে । দ্বন্দ্বে জড়ালেন তৃণমূলের বিধায়ক ও ব্লকের সহ-সভাপতি ৷ মঙ্গলবার বিকেলে সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয় ৷

মঙ্গলবার বিকেলে ভাতার বাজারের হাউজিং মাঠে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে ৷ দলের এক পক্ষের অভিযোগ, ভাতার ব্লকের সহ-সভাপতি অশোক হাজরাকে না জানিয়েই এই অনুষ্ঠানের আয়োজন করেন ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী ৷ এই অভিযোগ কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে শুরু হয় বচসা ৷ এমনকী, বিধায়ক ও ব্লকের সহ-সভাপতির দ্বন্দ্বের কারণে অনুষ্ঠান শুরু হতেও বেশ খানিক্ষণ সময় লেগে যায় ৷

TMC INNER CONFLICT
তৃণমূলের বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে উত্তেজনা (নিজস্ব চিত্র)

এখানেই শেষ নয় ৷ কিছুক্ষণের মধ্যে মৌখিক দ্বন্দ্ব থেকে শুরু হয় হাতাহাতি ৷ ভাতার বাজারের নাসিগ্রাম মোড়ে ঠেলাঠেলি, হই হট্টোগোল বেধে যায় দুই গোষ্ঠীর মধ্যে ৷ বিধায়ক মানগোবিন্দ অধিকারী দলের কর্মীদের শান্ত করতে গেলে, তাঁকেও ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ ৷ পরিস্থিতি বেগতিক বুঝে দলের কর্মীরা তাঁকে অন্যত্র সরিয়ে নিয়ে যান ৷ এদিকে, অশোক হাজরাকে না জানিয়ে অনুষ্ঠানের আয়োজন করায়, মঞ্চে দেখা যায়নি তাঁকে ৷ এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ ৷ পরে অবশ্য তাঁকে বুঝিয়ে মঞ্চে নিয়ে যাওয়া হয় ৷

তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে ভাতার ব্লকের সহ-সভাপতি অশোক হাজরার সঙ্গে বিধায়ক মানগোবিন্দ অধিকারীর ঠান্ডা লড়াই চলছে । গ্রাম পঞ্চায়েত এলাকায় অশোক হাজরার প্রভাব রয়েছে যথেষ্ট । আর এই নিয়েই দুই গোষ্ঠীর মধ্যে কোন্দল বলে অভিযোগ ৷ তবে বিধায়ক মানগোবিন্দ অধিকারীর কথায়, "এদিনের অনুষ্ঠানে বহু মানুষ এসেছিলেন । ফলে কোথায়, কী বিশৃঙ্খলা হয়েছে জানা নেই । গোষ্ঠী কোন্দলের কোনও ঘটনা ঘটেনি । সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে ৷"

অন্যদিকে ভাতার ব্লকের সহ-সভাপতি অশোক হাজরা বলেন, "প্রচুর মানুষ আজ বিজয়া সম্মিলনীতে হাজির হয়েছিলেন । সেই কারণে, একটু বিশৃঙ্খলা ছড়ায় । তেমন কিছু নয় । তবে বিধায়কের সঙ্গে কী হয়েছে, জানা নেই । এতো মানুষের ভিড়ে আবেগের বশে হয়তো আমি নিজে একটু উত্তেজিত হয়ে পড়েছিলাম । তবে মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে সেটা আজ আবার প্রমাণিত । কর্মীদের বলব, আমরা সবাই এক । এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনও নেতা নেই ।"

আরও পড়ুন:

বিজয়া সম্মিলনীতে অনুপস্থিত বিধায়ক, কী জবাব তৃণমূলের?

বিজয়া সম্মেলনীতে না-যাওয়ায় শিশু-মহিলাদের মারধরের অভিযোগ কাজল অনুগামীদের বিরুদ্ধে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.