ETV Bharat / state

রতুয়ায় বোমাবাজি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 7, 2024, 2:00 PM IST

Updated : May 7, 2024, 2:49 PM IST

Lok Sabha Election 2024
মালদার রতুয়ায় বোমাবাজি (নিজস্ব চিত্র)

Lok Sabha Election 2024: মালদার রতুয়ায় বোমাবাজির অভিযোগ ৷ রতুয়া 1 নম্বর ব্লকের চাঁদমনি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাটনায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ ৷ অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে ৷ অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷

রতুয়ায় বোমাবাজি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ (ইটিভি ভারত)

মালদা, 7 মে: দুপুর হতেই রতুয়া ফিরে এল তার নিজের জায়গায় ৷ শুরু হয়ে গেল বোমাবাজি ৷ তবে বোমার আঘাতে হতাহতের কোনও খবর নেই ৷ ঘটনাটি ঘটেছে রতুয়া 1 নম্বর ব্লকের চাঁদমনি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাটনা এলাকায় ৷ সাধারণ ভোটারদের ভয় দেখাতেই তৃণমূলের দুষ্কৃতীরা বোমাবাজি চালিয়েছে বলে অভিযোগ স্থানীয় মানুষের ৷ কিন্তু এই ঘটনা নিয়ে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷

খোচখামার গ্রামের বাসিন্দা ওয়াসিম আক্রাম বলছেন, “মিনিট পনেরো আগে দু’টো লোক বাইকে চেপে আসে ৷ দু’টো বোমা ছুড়ে ওরা চলে যায় ৷ এটা তৃণমূলের চক্রান্ত ৷ পঞ্চায়েত ভোটে ওরা বুথ দখল করে নিয়েছিল ৷ এবারও ওদের ভোট ভালো হচ্ছে না ৷ তাই ওরা বোমাবাজি করে মানুষকে ভয় দেখাতে চাইছে ৷ প্রাথমিকভাবে মনে হচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা কৌটাবোমা ছুড়েছে ৷ এখানে কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমের ভোট ভালো হচ্ছে ৷”

যদিও রতুয়া 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি অজয়কুমার সিনহা দাবি করেছেন, “এসব বিরোধীদের চক্রান্ত ৷ এতক্ষণ পর্যন্ত যা ভোট হয়েছে, তাতে আমাদের প্রার্থী জিতে গিয়েছেন ৷ পায়ের তলায় মাটি ফিরে পেতে তারা এসব নাটক করছে ৷ বিরোধীরাই বোমা ছুঁড়ে আমাদের বদনাম করার চেষ্টা করছে ৷ কিন্তু এতে কোনও লাভ হবে না ৷ মানুষ ওদের চাল ধরে ফেলেছে ৷ ভোটের ফল ঘোষণার আগেই এই কেন্দ্রে ঘাসফুলের পতাকা উড়িয়ে দেওয়া যায় ৷”

এদিকে কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম বলেন, “দুর্নীতি, কেলেঙ্কারি, চুরি-সহ নানা বিষয়ে মানুষ এখন তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ ৷ তৃণমূল জানে, এই ভোটে ওদের ভরাডুবি হবে ৷ ওরা চেয়েছিল, পঞ্চায়েতের মতো লুট করে ভোটে জিতবে ৷ কিন্তু কেন্দ্রীয় বাহিনী তৎপর থাকায় সেটা ওদের পক্ষে সম্ভব হয়নি ৷ তাই নকশা বদল করে ওরা এখন মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে ৷ গ্রামে গ্রামে বোমাবাজি করছে ৷ কিন্তু মানুষ ওদের হারাতে আজ এককাট্টা ৷ এসব করে কিছু লাভ হবে না ৷”

আরও পড়ুন:

  1. 11টা পর্যন্ত 32.82% ভোট পড়ল রাজ্যে, শীর্ষে জঙ্গিপুর; সরাসরি তৃতীয় দফার নির্বাচন
  2. মুর্শিদাবাদে 'সন্ত্রাস'! ইভিএম খারাপ, একাধিক বোমাবাজির ঘটনায় কাঠগড়ায় তৃণমূল
  3. বুথে ঢুকে ভুয়ো তৃণমূল এজেন্টকে বের করে আনলেন সেলিম, গ্রেফতার 1
Last Updated :May 7, 2024, 2:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.