ETV Bharat / state

সুকান্তকে শো-কজেও না-খুশ তৃণমূল, নির্বাচন কমিশনকে ‘বিজেপির শাখা সংগঠন’ বলে কটাক্ষ - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

TMC on ECI Over Sukanta Majumdar: সুকান্ত মজুমদারকে বিজ্ঞাপন ইস্যুতে শো-কজ করার পরেও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ করল তৃণমূল ৷ বিজেপির সংগঠন বলে কটাক্ষ করলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন ও শশী পাঁজা ৷

Election Commission of India, BJP
নির্বাচন কমিশন ও বিজেপি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 19, 2024, 1:23 PM IST

নির্বাচন কমিশনকে কটাক্ষ তৃণমূলের (ইটিভি ভারত)

কলকাতা, 19 মে: বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শো-কজ করার পরেও খুশি নয় তৃণমূল ৷ এই নোটিশ প্রকাশ্যে আসার পর তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র তথা প্রাক্তন সাংসদ শান্তনু সেন এই নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন ।

তাঁর কথায়, "নির্বাচন কমিশন যে বিজেপির মদতপুষ্ট তা আমরা বারবার বলেছি । ভারতবর্ষের প্রধানমন্ত্রী সংসদে গায়ের জোরে বিল পাস করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে অমিত শাহকে বসিয়ে নির্বাচন কমিশনারকে মনোনয়ন দিয়েছেন । এই অবস্থায় তারা যে বিজেপির শাখা সংগঠনে পরিণত হবে এটাই স্বাভাবিক । প্রথমে নীরব দর্শক সেজে বসে থাকেন । পরে যখন পদক্ষেপ নেয় ততদিনে যা ক্ষতি করার করে ফেলেছে । নিয়ম ভঙ্গ করার পর তার থেকে যে রাজনৈতিক ফায়দা তোলার তা তারা তুলে নেয় তারপরে তাদের শো-কজ করা হয় ।"

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে রাজ্যের শাসকদলকে লক্ষ্য করে বিজ্ঞাপন দিয়েছিল বিজেপি । গত চার এবং পাঁচ মে বিভিন্ন গণমাধ্যমে সেই বিজ্ঞাপন প্রকাশিত হয় । যা নিয়ে নির্বাচন কমিশনে গিয়েছিল তৃণমূল কংগ্রেস । এই ঘটনায় শনিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শো-কজ করে নির্বাচন কমিশন । সেখানে এই বিজ্ঞাপনের জন্য বিজেপি রাজ্য সভাপতিকে কারণ দর্শানোর কথা বলা হয়েছে । যদিও এরপরেও খুশি নয় রাজ্যের শাসকদল তৃণমূল ।

কমিশনের এই দীর্ঘসূত্রিতা নিয়ে সরব হয়ে আরও একটি মিথ্যা প্রচারের অভিযোগ তুলেছে তৃণমূল । গত 12 মে বঙ্গ বিজেপির পক্ষ থেকে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয় । তাতে দাবি করা হয়, গত 10 বছরে নরেন্দ্র মোদি 20টিরও বেশি শহরে মেট্রোরেল পরিষেবা শুরু করেছেন । তাতে যে ছবি ব্যবহার করা হয়েছে, সেটি আসলে সিঙ্গাপুরের মেট্রোরেলের ছবি ।

এই প্রসঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র ডাঃ শশী পাঁজার বক্তব্য, "প্রধানমন্ত্রী যখনই কথা বলেন, তখনই মিথ্যাচার করেন । তাঁর প্রত্যেকটি গ্যারান্টিই যে ভুয়ো, তা ইতিমধ্যেই প্রমাণ হয়ে গিয়েছে । তিনি বছরে 2 কোটি মানুষকে চাকরি দেওয়া নিয়ে মিথ্যাচার করেছেন । আর এখন প্রধানমন্ত্রী বলছেন, 20টি শহরে মেট্রোরেল পরিষেবা শুরু করেছেন । যদিও, এই সংক্রান্ত বিজ্ঞাপনটিতে যে ছবি ব্যবহার করা হয়েছে, তা সিঙ্গাপুর মেট্রোর । যার অর্থ, এই দাবিটিও ভুয়ো ! প্রধানমন্ত্রীর ব্যাখ্য়া দেওয়া উচিত, কেন ভারতীয় জনতা পার্টি আজ ভারতীয় জালি পার্টিতে পরিণত হয়েছে ।"

আরও পড়ুন :

  1. ভোটের মাঝেই অস্বস্তিতে সুকান্ত মজুমদার, বিজেপি নেতাকে শো-কজ করল নির্বাচন কমিশন
  2. মানুষের প্রাপ্য না দিয়ে মিথ্যা প্রচার বিজেপির, সোশাল মিডিয়ার মাধ্যমে অভিযোগ মমতার

নির্বাচন কমিশনকে কটাক্ষ তৃণমূলের (ইটিভি ভারত)

কলকাতা, 19 মে: বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শো-কজ করার পরেও খুশি নয় তৃণমূল ৷ এই নোটিশ প্রকাশ্যে আসার পর তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র তথা প্রাক্তন সাংসদ শান্তনু সেন এই নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন ।

তাঁর কথায়, "নির্বাচন কমিশন যে বিজেপির মদতপুষ্ট তা আমরা বারবার বলেছি । ভারতবর্ষের প্রধানমন্ত্রী সংসদে গায়ের জোরে বিল পাস করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে অমিত শাহকে বসিয়ে নির্বাচন কমিশনারকে মনোনয়ন দিয়েছেন । এই অবস্থায় তারা যে বিজেপির শাখা সংগঠনে পরিণত হবে এটাই স্বাভাবিক । প্রথমে নীরব দর্শক সেজে বসে থাকেন । পরে যখন পদক্ষেপ নেয় ততদিনে যা ক্ষতি করার করে ফেলেছে । নিয়ম ভঙ্গ করার পর তার থেকে যে রাজনৈতিক ফায়দা তোলার তা তারা তুলে নেয় তারপরে তাদের শো-কজ করা হয় ।"

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে রাজ্যের শাসকদলকে লক্ষ্য করে বিজ্ঞাপন দিয়েছিল বিজেপি । গত চার এবং পাঁচ মে বিভিন্ন গণমাধ্যমে সেই বিজ্ঞাপন প্রকাশিত হয় । যা নিয়ে নির্বাচন কমিশনে গিয়েছিল তৃণমূল কংগ্রেস । এই ঘটনায় শনিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শো-কজ করে নির্বাচন কমিশন । সেখানে এই বিজ্ঞাপনের জন্য বিজেপি রাজ্য সভাপতিকে কারণ দর্শানোর কথা বলা হয়েছে । যদিও এরপরেও খুশি নয় রাজ্যের শাসকদল তৃণমূল ।

কমিশনের এই দীর্ঘসূত্রিতা নিয়ে সরব হয়ে আরও একটি মিথ্যা প্রচারের অভিযোগ তুলেছে তৃণমূল । গত 12 মে বঙ্গ বিজেপির পক্ষ থেকে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয় । তাতে দাবি করা হয়, গত 10 বছরে নরেন্দ্র মোদি 20টিরও বেশি শহরে মেট্রোরেল পরিষেবা শুরু করেছেন । তাতে যে ছবি ব্যবহার করা হয়েছে, সেটি আসলে সিঙ্গাপুরের মেট্রোরেলের ছবি ।

এই প্রসঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র ডাঃ শশী পাঁজার বক্তব্য, "প্রধানমন্ত্রী যখনই কথা বলেন, তখনই মিথ্যাচার করেন । তাঁর প্রত্যেকটি গ্যারান্টিই যে ভুয়ো, তা ইতিমধ্যেই প্রমাণ হয়ে গিয়েছে । তিনি বছরে 2 কোটি মানুষকে চাকরি দেওয়া নিয়ে মিথ্যাচার করেছেন । আর এখন প্রধানমন্ত্রী বলছেন, 20টি শহরে মেট্রোরেল পরিষেবা শুরু করেছেন । যদিও, এই সংক্রান্ত বিজ্ঞাপনটিতে যে ছবি ব্যবহার করা হয়েছে, তা সিঙ্গাপুর মেট্রোর । যার অর্থ, এই দাবিটিও ভুয়ো ! প্রধানমন্ত্রীর ব্যাখ্য়া দেওয়া উচিত, কেন ভারতীয় জনতা পার্টি আজ ভারতীয় জালি পার্টিতে পরিণত হয়েছে ।"

আরও পড়ুন :

  1. ভোটের মাঝেই অস্বস্তিতে সুকান্ত মজুমদার, বিজেপি নেতাকে শো-কজ করল নির্বাচন কমিশন
  2. মানুষের প্রাপ্য না দিয়ে মিথ্যা প্রচার বিজেপির, সোশাল মিডিয়ার মাধ্যমে অভিযোগ মমতার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.