ETV Bharat / state

নাম না করে মমতা-অভিষেককে 'চোর' আখ্যা দিলীপের, কমিশনে অভিযোগ তৃণমূলের - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

Controversial Speech of Dilip Ghosh: ফের একবার বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ৷ তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে নির্বাচন কমিশনে ৷

Dilip Ghosh
বেফাঁস মন্তব্য দিলীপের
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 22, 2024, 9:56 PM IST

বেফাঁস মন্তব্য দিলীপের, কমিশনে তৃণমূল

দুর্গাপুর, 22 এপ্রিল: কর্মীসভায় গিয়ে আবারও বিতর্কিত মন্তব্য লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের ৷ ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারকে চোর বলে আখ্যা দিলীপের ৷ নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের ৷

পূর্ব বর্ধমানে ভোট প্রচারে গিয়ে বলেন, "উনি একমাত্র ভদ্রলোক? উনার গুষ্টি শুদ্ধ চোর। উনার বাড়িতে সবাই চোর। ওনার বাড়িতে সোনা পাওয়া যায়, টাকা পাওয়া যায়।" এই মন্তব্যের পরেই পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় নির্বাচন কমিশনে দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সন্ধ্যায় দুর্গাপুরে সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টির কর্মীসভায় যোগ দিতে যান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ৷

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে বলেন, "আবার বলব। তাঁর গুষ্টি শুদ্ধ চোর ৷ তাঁর পরিবারশুদ্ধ সবাই চোর। তাঁর বাড়িতে টাকা পাওয়া যায়, সোনা পাওয়া যায়। আমি বাপের ব্যাটা, তাই এমন বলতে পারি।"

অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ছক কষার অভিযোগে মুম্বাই থেকে গ্রেফতার এক চক্রী। সেই প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, "নির্বাচনের আগে সহানুভূতি আদায় করতে নেমেছে তৃণমূল কংগ্রেস। কলকাতা পুলিশ নাটক শুরু করেছে। মুম্বই দেখে দরকার নেই ৷ যাঁদের বাড়িতে সন্ত্রাসবাদী থাকে, যাঁরা সন্ত্রাস নিয়ে রাজনীতি করে, যাঁদের পার্টিতে সন্ত্রাসবাদী রয়েছে তাঁদেরকে সন্ত্রাসবাদী মারবে? সারা ভারতবর্ষের সন্ত্রাসবাদী পশ্চিমবঙ্গে আছে ৷ এমনকী বাংলাদেশের সন্ত্রাসবাদীও আছে এখানে ৷ তাঁরা টিএমসিকে মারবে? পাগল হয়েছে নাকি? এতো ভালো শেল্টার থাকতে? এখন হেরে যাচ্ছেন বলে সহানুভূতির ভোটের চেষ্টা করছেন।" পাশাপাশি, এসএসসি দুর্নীতি নিয়েও তৃণমূল কংগ্রেসকে এক হাত নেন দিলীপ ঘোষ।

আরও পড়ুন

1. 'রায়কে চ্যালেঞ্জ করছি', চাকরি বাতিল হওয়া 26 হাজার শিক্ষকের পাশে মমতা

2. অভিষেকের উপর হামলার ষড়যন্ত্র, মুম্বইয়ে গ্রেফতার অভিযুক্ত

3. মুম্বই হামলার চক্রী ডেভিড কোলম্যান-রাজারামের 'মিটিং'-এ কি ছিল অভিষেকের নাম?

বেফাঁস মন্তব্য দিলীপের, কমিশনে তৃণমূল

দুর্গাপুর, 22 এপ্রিল: কর্মীসভায় গিয়ে আবারও বিতর্কিত মন্তব্য লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের ৷ ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারকে চোর বলে আখ্যা দিলীপের ৷ নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের ৷

পূর্ব বর্ধমানে ভোট প্রচারে গিয়ে বলেন, "উনি একমাত্র ভদ্রলোক? উনার গুষ্টি শুদ্ধ চোর। উনার বাড়িতে সবাই চোর। ওনার বাড়িতে সোনা পাওয়া যায়, টাকা পাওয়া যায়।" এই মন্তব্যের পরেই পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় নির্বাচন কমিশনে দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সন্ধ্যায় দুর্গাপুরে সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টির কর্মীসভায় যোগ দিতে যান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ৷

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে বলেন, "আবার বলব। তাঁর গুষ্টি শুদ্ধ চোর ৷ তাঁর পরিবারশুদ্ধ সবাই চোর। তাঁর বাড়িতে টাকা পাওয়া যায়, সোনা পাওয়া যায়। আমি বাপের ব্যাটা, তাই এমন বলতে পারি।"

অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ছক কষার অভিযোগে মুম্বাই থেকে গ্রেফতার এক চক্রী। সেই প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, "নির্বাচনের আগে সহানুভূতি আদায় করতে নেমেছে তৃণমূল কংগ্রেস। কলকাতা পুলিশ নাটক শুরু করেছে। মুম্বই দেখে দরকার নেই ৷ যাঁদের বাড়িতে সন্ত্রাসবাদী থাকে, যাঁরা সন্ত্রাস নিয়ে রাজনীতি করে, যাঁদের পার্টিতে সন্ত্রাসবাদী রয়েছে তাঁদেরকে সন্ত্রাসবাদী মারবে? সারা ভারতবর্ষের সন্ত্রাসবাদী পশ্চিমবঙ্গে আছে ৷ এমনকী বাংলাদেশের সন্ত্রাসবাদীও আছে এখানে ৷ তাঁরা টিএমসিকে মারবে? পাগল হয়েছে নাকি? এতো ভালো শেল্টার থাকতে? এখন হেরে যাচ্ছেন বলে সহানুভূতির ভোটের চেষ্টা করছেন।" পাশাপাশি, এসএসসি দুর্নীতি নিয়েও তৃণমূল কংগ্রেসকে এক হাত নেন দিলীপ ঘোষ।

আরও পড়ুন

1. 'রায়কে চ্যালেঞ্জ করছি', চাকরি বাতিল হওয়া 26 হাজার শিক্ষকের পাশে মমতা

2. অভিষেকের উপর হামলার ষড়যন্ত্র, মুম্বইয়ে গ্রেফতার অভিযুক্ত

3. মুম্বই হামলার চক্রী ডেভিড কোলম্যান-রাজারামের 'মিটিং'-এ কি ছিল অভিষেকের নাম?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.