নয়াদিল্লি, 14 মে: ধর্ম নিয়ে মন্তব্য করে মডেল কোড অফ কন্ডাক্ট ভেঙেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এই দাবিতে মঙ্গলবার দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল রাজ্যের শাসকদল তৃণমূল । মঙ্গলবার দলের তরফ থেকে রাজ্যসভার দুই সাংসদ সাগরিকা ঘোষ এবং সাকেত গোখলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন ।
দিল্লির কমিশনের অফিস থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাগরিকা জানান, নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে ভোট প্রচারে বারবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী আচরণও বিধি ভাঙার অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস । কিন্তু কমিশন তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি । গত 21 মার্চ, 28 মার্চ এবং 4 মে প্রধানমন্ত্রী বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস । তারপরেও কমিশন মোদির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি ৷ অথচ প্রধানমন্ত্রী লাগাতার নির্বাচন ভেঙে চলেছেন ।
এদিন সাগরিকা ঘোষ বলেন, "বিজেপি এবং প্রধানমন্ত্রী বারবার নির্বাচনী বিধি ভাঙছেন । বারবার তিনি ধর্ম নিয়ে কথা বলছেন । ধর্ম নিয়ে কথা বলে লোকেদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছেন । এমন কথা বলছেন, যেগুলি নির্বাচনী বিধি অনুযায়ী বলা যায় না । আমরা এই নিয়ে তিনটি অভিযোগ নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম ৷ কিন্তু এই নিয়ে কোনও পদক্ষেপ নেয়নি কমিশন । আজ আরও একটি চিঠি দিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি আমরা ।"
তিনি আরও জানান, লাগাতার নির্বাচনী বিধি ভাঙার পরও যদি কমিশন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেয়, তাহলে সাধারণ মানুষের এই নির্বাচনী ব্যবস্থার উপর আস্থা থাকবে না । আর সেই জায়গা থেকে কমিশনের এই ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি ।
আরও পড়ুন :