ETV Bharat / state

অধীরের হাতে আক্রান্ত যুবকের বাড়িতে ইউসুফ পাঠান - Yusuf Pathan - YUSUF PATHAN

Yusuf Pathan: যা হয়েছে অন্যায় হয়েছে । এমনটা হওয়া উচিত ছিল না । অধীর চৌধুরীর হাতে আক্রান্ত যুবকের পাশে দাঁড়িয়ে বললেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান ।

Yusuf Pathan
Yusuf Pathan
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 15, 2024, 11:17 AM IST

অধীরের হাতে আক্রান্ত যুবকের বাড়িতে ইউসুফ

বহরমপুর, 15 এপ্রিল: অধীর চৌধুরীর হাতে আক্রান্ত যুবক বিভান দের সঙ্গে দেখা করতে রবিবার তাঁর বাড়িতে এলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান ৷ যুবকের সঙ্গে সাক্ষাতের পর প্রাক্তন ভারতীয় ক্রিকেটের বলেন, "সাংসদকে যে কেউ প্রশ্ন করতে পারেন । এটা তাদের অধিকারের মধ্যে পড়ে । সাংসদেরও উচিত সেই প্রশ্নের জবাব দেওয়া । কিন্তু যুবকের সঙ্গে যা হয়েছে, তা হওয়া উচিত ছিল না । এটা অন্যায় হয়েছে ।"

বহরমপুর বরাবরই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরের পিচ ৷ লোকসভা ভোটে সেই পিচে প্রথমবার ব্যাট করতে নেমেছেন ইউসুফ পাঠান ৷ এই প্রথম অধীরের বিরুদ্ধে সোজা ব্যাটে ছক্কা হাঁকালেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন তারকা । এর আগে অধীরের কোন প্রশ্নেই তাঁকে সরাসরি আক্রমণে যেতে দেখা যায়নি । গুজরাতে পরিবারের সঙ্গে ঈদ পালন করে রবিবারই নিজের লোকসভা কেন্দ্র বহরমপুরে পা রাখেন ইউসুফ পাঠান । আর এসেই অধীরের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি ।

শনিবার বহরমপুরের গান্ধি কলোনিতে প্রচারে আসেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী । গান্ধি কলোনি থেকে পদযাত্রা করে বিটি কলেজ পর্যন্ত প্রচার সারেন তিনি । ফেরার পথে গান্ধি কলোনির মন্দির থেকে অধীরকে দেখে গো-ব্যাক স্লোগান তোলেন কয়েকজন । আর তাতেই মেজাজ হারান বহরমপুরের দাপুটে নেতা । গাড়ি থেকে নেমে তেড়ে যান এক যুবককে লক্ষ্য করে । বিভান দে নামে তৃণমূল সমর্থক ওই যুবককে মারধর করার অভিযোগ ওঠে অধীরের বিরুদ্ধে । সিসিটিভি ফুটেজেও সেই ছবি ধরা পড়েছে ।

এই ঘটনার পরই শনিবার সন্ধ্যায় বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায় নেতৃত্বে প্রতিবাদে নামে তৃণমূল । অধীরের ক্ষমা চাওয়ার দাবি জানানো হয় শাসকদলের তরফে । যদিও গোটা ঘটনাটি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানান অধীর চৌধুরী । জেলা পুলিশ সুপারের কাছেও অভিযোগ জানানো হয় ৷ ইতিমধ্যে দু'জনকে গ্রেফতারও করেছে পুলিশ । রবিবার বহরমপুরে ফিরে আক্রান্ত যুবকের পাশে দাঁড়ালেন ইউসুফ পাঠানও । ঘটনার তীব্র নিন্দা করেন তিনি।

জানা গিয়েছে, বছর দশেক আগে আক্রান্ত যুবকের বাবা বাদল দে অধীর চৌধুরীর রোশের মুখে পড়েছিলেন। অধীর তখন মধ্যগগনে মুর্শিদাবাদের 'শাসক'। বহরমপুরের মানুষ সেদিনের সাক্ষী ছিল । শনিবার কার্যত তারই 'রিপিট টেলিকাস্ট' হয় । এবার অধীরের রোষের সামনে ছিল বাদলের ছেলে বিভান দে ৷ যুবক বলেন, "ইউসুফ পাঠান বাড়িতে এসেছেন খুব ভালো লাগছে । মনোবল বাড়ল । আমাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল । ভয় পেয়েছিলাম । ইউসুফ পাশে দাঁড়ানোয় সাহস পেয়েছি ।"

আরও পড়ুন:

  1. নিজের গড়েই প্রচারে বাধা, অধীরকে দেখেই গো-ব্যাক স্লোগান তৃণমূলের
  2. 'বিশ্বকাপ সবাই ছুঁতে পারে না, বিধিভঙ্গ হলে কমিশন দেখবে'; অধীরকে পালটা ইউসুফের
  3. ইউসুফকে নর্দমায় নামাতে চাইছেন মমতা, প্রার্থী ঘোষণা পর প্রতিক্রিয়া অধীরের

অধীরের হাতে আক্রান্ত যুবকের বাড়িতে ইউসুফ

বহরমপুর, 15 এপ্রিল: অধীর চৌধুরীর হাতে আক্রান্ত যুবক বিভান দের সঙ্গে দেখা করতে রবিবার তাঁর বাড়িতে এলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান ৷ যুবকের সঙ্গে সাক্ষাতের পর প্রাক্তন ভারতীয় ক্রিকেটের বলেন, "সাংসদকে যে কেউ প্রশ্ন করতে পারেন । এটা তাদের অধিকারের মধ্যে পড়ে । সাংসদেরও উচিত সেই প্রশ্নের জবাব দেওয়া । কিন্তু যুবকের সঙ্গে যা হয়েছে, তা হওয়া উচিত ছিল না । এটা অন্যায় হয়েছে ।"

বহরমপুর বরাবরই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরের পিচ ৷ লোকসভা ভোটে সেই পিচে প্রথমবার ব্যাট করতে নেমেছেন ইউসুফ পাঠান ৷ এই প্রথম অধীরের বিরুদ্ধে সোজা ব্যাটে ছক্কা হাঁকালেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন তারকা । এর আগে অধীরের কোন প্রশ্নেই তাঁকে সরাসরি আক্রমণে যেতে দেখা যায়নি । গুজরাতে পরিবারের সঙ্গে ঈদ পালন করে রবিবারই নিজের লোকসভা কেন্দ্র বহরমপুরে পা রাখেন ইউসুফ পাঠান । আর এসেই অধীরের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি ।

শনিবার বহরমপুরের গান্ধি কলোনিতে প্রচারে আসেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী । গান্ধি কলোনি থেকে পদযাত্রা করে বিটি কলেজ পর্যন্ত প্রচার সারেন তিনি । ফেরার পথে গান্ধি কলোনির মন্দির থেকে অধীরকে দেখে গো-ব্যাক স্লোগান তোলেন কয়েকজন । আর তাতেই মেজাজ হারান বহরমপুরের দাপুটে নেতা । গাড়ি থেকে নেমে তেড়ে যান এক যুবককে লক্ষ্য করে । বিভান দে নামে তৃণমূল সমর্থক ওই যুবককে মারধর করার অভিযোগ ওঠে অধীরের বিরুদ্ধে । সিসিটিভি ফুটেজেও সেই ছবি ধরা পড়েছে ।

এই ঘটনার পরই শনিবার সন্ধ্যায় বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায় নেতৃত্বে প্রতিবাদে নামে তৃণমূল । অধীরের ক্ষমা চাওয়ার দাবি জানানো হয় শাসকদলের তরফে । যদিও গোটা ঘটনাটি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানান অধীর চৌধুরী । জেলা পুলিশ সুপারের কাছেও অভিযোগ জানানো হয় ৷ ইতিমধ্যে দু'জনকে গ্রেফতারও করেছে পুলিশ । রবিবার বহরমপুরে ফিরে আক্রান্ত যুবকের পাশে দাঁড়ালেন ইউসুফ পাঠানও । ঘটনার তীব্র নিন্দা করেন তিনি।

জানা গিয়েছে, বছর দশেক আগে আক্রান্ত যুবকের বাবা বাদল দে অধীর চৌধুরীর রোশের মুখে পড়েছিলেন। অধীর তখন মধ্যগগনে মুর্শিদাবাদের 'শাসক'। বহরমপুরের মানুষ সেদিনের সাক্ষী ছিল । শনিবার কার্যত তারই 'রিপিট টেলিকাস্ট' হয় । এবার অধীরের রোষের সামনে ছিল বাদলের ছেলে বিভান দে ৷ যুবক বলেন, "ইউসুফ পাঠান বাড়িতে এসেছেন খুব ভালো লাগছে । মনোবল বাড়ল । আমাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল । ভয় পেয়েছিলাম । ইউসুফ পাশে দাঁড়ানোয় সাহস পেয়েছি ।"

আরও পড়ুন:

  1. নিজের গড়েই প্রচারে বাধা, অধীরকে দেখেই গো-ব্যাক স্লোগান তৃণমূলের
  2. 'বিশ্বকাপ সবাই ছুঁতে পারে না, বিধিভঙ্গ হলে কমিশন দেখবে'; অধীরকে পালটা ইউসুফের
  3. ইউসুফকে নর্দমায় নামাতে চাইছেন মমতা, প্রার্থী ঘোষণা পর প্রতিক্রিয়া অধীরের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.