ETV Bharat / state

বিজেপি প্রার্থী সম্পর্কে খোঁজ রাখেন না, ভোট দিয়ে বেরিয়ে জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায় - Lok Sabha Election 2024

TMC Candidate Sudip Bandyopadhyay: শনিবার সকাল 8টা 20 মিনিট নাগাদ স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে কলকাতা বয়েজ স্কুলে ভোট দিতে আসেন কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ ভোট দিয়ে বেরিয়ে এসে নাম না-করে বিজেপি প্রার্থীকে কটাক্ষ করেন তিনি ৷

TMC Candidate Sudip Bandyopadhyay
সস্ত্রীক তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় (নিজসেব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 1, 2024, 4:18 PM IST

কলকাতা, 1 জুন: "বিজেপি প্রার্থীর সম্বন্ধে প্রথম থেকেই খবর রাখিনি, আজও রাখছিনা ৷" শনিবার ভোট দিয়ে বেরিয়ে এসে নাম না-করে বিজেপি প্রার্থী সম্পর্কে এমনটাই জানালেন কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন তাপস রায় ৷ এবারের নির্বাচনে কলকাতা উত্তর কেন্দ্রে সুদীপের বিপক্ষে তাঁকেই প্রার্থী করেছে গেরুয়া শিবির ৷ রাজনীতির ময়দানে একসময় দু'জনের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও এবারের নির্বাচনে তাঁরা প্রতিদ্বন্দ্বী ৷ যদিও প্রতিদ্বন্দ্বীকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের এই পাঁচ বারের সাংসদ ৷

নাম না করে বিজেপি প্রতিদ্বন্দ্বীকে আক্রমণ সুদীপের (ইটিভি ভারত)

শনিবার সপ্তম তথা শেষ দফায় রাজ্যের 9টি আসনে ভোট ৷ রীতি মেনে সকাল 7টা থেকে ভোটগ্রহণ শুরু হয় কলকাতা উত্তরের বিভিন্ন বুথে ৷ সকাল সাড়ে 8টার কিছু আগে স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে কলকাতা বয়েজ স্কুলে ভোট দেন সুদীপ ৷ স্কুলে সাতটি ভোটগ্রহণ কেন্দ্র করা হয়েছে ৷ এদিন প্রতিটি কেন্দ্র ঘুরে দেখেন তিনি ৷ সেখান থেকে বেরিয়ে এসে সুদীপ বলেন, "যতবার জিতেছি পরেরবার তার থেকেও বেশি ভোটে জিতেছি ৷ 2019 সালে সবথেকে বেশি ভোট পেয়েছি ৷ গতবারের রেকর্ড ভাঙাই হল আমার এবারের টার্গেট ৷" এবারের নির্বাচনে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে বলে আশাপ্রকাশ করেন সুদীপ ৷ নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, "এখনও শান্তিপূর্ণ ভোট হচ্ছে ৷ এত বড় ভোটে কোথাও কোথাও একটা-দু'টো গণ্ডগোল হতেই পারে ৷ তবে সেটা মিটেও যাচ্ছে ৷ আমি শুনেছি মিঠুন চক্রবর্তী ভোটগ্রহণ কেন্দ্রে দাঁড়িয়ে থেকে তাঁর পিছনের ভোটারদেরকে সামনের দিকে এগিয়ে দিচ্ছেন‌ ৷"

ভোটারদের উদ্দেশ্যে নয়না বন্দ্যোপাধ্যায় বলেন, "সব ভোটাররা আসুন ভোট দিন ৷ ভোট দেওয়া আপনাদের অধিকার৷ মানুষকে ভোট দিতে হবে ৷ উত্তর কলকাতায় কোনও বাধা দেওয়া হয় না ৷" কেন্দ্রীয় বাহিনী দ্বারা সংবাদমাধ্যম আক্রান্ত প্রসঙ্গে তিনি বলেন, "কেন্দ্রীয় বাহিনী যদি এরকম আচরণ করে তবে সেটা ঠিক নয় ৷ কোনও সাংবাদিককে বাধা দেওয়া ঠিক নয় ৷ সাংবাদিকরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ ৷ আমি আমার এলাকা ছেড়ে কোথাও যাচ্ছি না ৷"

কলকাতা, 1 জুন: "বিজেপি প্রার্থীর সম্বন্ধে প্রথম থেকেই খবর রাখিনি, আজও রাখছিনা ৷" শনিবার ভোট দিয়ে বেরিয়ে এসে নাম না-করে বিজেপি প্রার্থী সম্পর্কে এমনটাই জানালেন কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন তাপস রায় ৷ এবারের নির্বাচনে কলকাতা উত্তর কেন্দ্রে সুদীপের বিপক্ষে তাঁকেই প্রার্থী করেছে গেরুয়া শিবির ৷ রাজনীতির ময়দানে একসময় দু'জনের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও এবারের নির্বাচনে তাঁরা প্রতিদ্বন্দ্বী ৷ যদিও প্রতিদ্বন্দ্বীকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের এই পাঁচ বারের সাংসদ ৷

নাম না করে বিজেপি প্রতিদ্বন্দ্বীকে আক্রমণ সুদীপের (ইটিভি ভারত)

শনিবার সপ্তম তথা শেষ দফায় রাজ্যের 9টি আসনে ভোট ৷ রীতি মেনে সকাল 7টা থেকে ভোটগ্রহণ শুরু হয় কলকাতা উত্তরের বিভিন্ন বুথে ৷ সকাল সাড়ে 8টার কিছু আগে স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে কলকাতা বয়েজ স্কুলে ভোট দেন সুদীপ ৷ স্কুলে সাতটি ভোটগ্রহণ কেন্দ্র করা হয়েছে ৷ এদিন প্রতিটি কেন্দ্র ঘুরে দেখেন তিনি ৷ সেখান থেকে বেরিয়ে এসে সুদীপ বলেন, "যতবার জিতেছি পরেরবার তার থেকেও বেশি ভোটে জিতেছি ৷ 2019 সালে সবথেকে বেশি ভোট পেয়েছি ৷ গতবারের রেকর্ড ভাঙাই হল আমার এবারের টার্গেট ৷" এবারের নির্বাচনে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে বলে আশাপ্রকাশ করেন সুদীপ ৷ নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, "এখনও শান্তিপূর্ণ ভোট হচ্ছে ৷ এত বড় ভোটে কোথাও কোথাও একটা-দু'টো গণ্ডগোল হতেই পারে ৷ তবে সেটা মিটেও যাচ্ছে ৷ আমি শুনেছি মিঠুন চক্রবর্তী ভোটগ্রহণ কেন্দ্রে দাঁড়িয়ে থেকে তাঁর পিছনের ভোটারদেরকে সামনের দিকে এগিয়ে দিচ্ছেন‌ ৷"

ভোটারদের উদ্দেশ্যে নয়না বন্দ্যোপাধ্যায় বলেন, "সব ভোটাররা আসুন ভোট দিন ৷ ভোট দেওয়া আপনাদের অধিকার৷ মানুষকে ভোট দিতে হবে ৷ উত্তর কলকাতায় কোনও বাধা দেওয়া হয় না ৷" কেন্দ্রীয় বাহিনী দ্বারা সংবাদমাধ্যম আক্রান্ত প্রসঙ্গে তিনি বলেন, "কেন্দ্রীয় বাহিনী যদি এরকম আচরণ করে তবে সেটা ঠিক নয় ৷ কোনও সাংবাদিককে বাধা দেওয়া ঠিক নয় ৷ সাংবাদিকরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ ৷ আমি আমার এলাকা ছেড়ে কোথাও যাচ্ছি না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.