কলকাতা, 5 জুন: বাংলার আকাশে উড়ছে সবুজ আবির ! ফের মসনদে তৃণমূল কংগ্রেস। আড়াই লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। তাঁর প্রাপ্ত ভোট 7 লক্ষের কিছু বেশি, 7 লক্ষ 17 হাজার 521।
গণনাকেন্দ্র থেকে শংসাপত্র হাতে নিয়ে সোজা কালিমন্দিরে যান যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজয়িনী। মায়ের পায়ে ছোঁয়ান সার্টিফিকেট। এরপর ঘরে ফিরে সার্টিফিকেট বাবার হাতে তুলে দেন সায়নী। মা আর ভাইয়ের ছবি হাতে নিয়ে ছবি তোলেন সায়নী। সব ভালোর মাঝেও তাঁর মনটা আজ বড্ড খারাপ। এই আনন্দের দিনেও তাঁর কাছে নেই তাঁর মা এবং ভাই। বাবাকে পাশে নিয়ে আর মা এবং ভাইয়ের ছবি কোলে নিয়ে ফ্রেমবন্দি করেন জীবনের এক আবেগঘন মুহূর্ত। সার্টিফিকেট নিতে বিজয়গড় কলেজে পৌঁছন তিনি। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, বিধায়ক লাভলি মৈত্র-সহ আরও অনেকে ৷
বিজয়ী সায়নী বলেন, "আজকের এই জয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের জয় ৷ লক্ষ্মীর ভাণ্ডারের জয় ৷ তৃণমূলের উপর আবারও আস্থা রেখেছে মানুষ ৷ আর কেন্দ্রে বিজেপি সরকারকে আনার জন্য এই নির্বাচন ছিল না ৷ এই নির্বাচন ছিল বিজেপিকে দেশ থেকে সরানোর জন্য ৷ আজ বাংলার মানুষ সেটা প্রমাণ করেছে ৷"
প্রসঙ্গত, টানা 81 দিনের একটা লড়াই ছিল। এই 81 দিনের একটি দিনও ঘরে বসে সময় কাটাতে দেখা যায়নি সায়নীকে। পৌঁছে গিয়েছেন জনগণের দরজায় দরজায়। তাদের সঙ্গে কথা বলেছেন। সমস্যার কথা শুনেছেন। আগামীতেও পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। বাকিটা সময় বলবে । তবে, সায়নীর প্রতি ভরসা জন্মেছে মানুষের, তা তার প্রাপ্ত ভোটেই প্রমাণিত।