মালদা, 20 এপ্রিল: পঞ্চায়েত নির্বাচনে ভোট পরবর্তী হিংসার ঘটনার 44 জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে মামলা রুজু হয় ৷ অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ ৷ মাস 4 আগে জামিনে মুক্তি পেয়েছেন তাঁরা ৷ অভিযোগ, এর পর থেকেই তৃণমূলের কর্মী-সমর্থকদের গ্রামছাড়া করে রেখেছে কংগ্রেস ৷ কেউ গ্রামে ঢোকার চেষ্টা করলেই মারধর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে ৷ শনিবার কংগ্রেস কর্মীদের হাতে মার খেয়েছেন জনা পাঁচেক মহিলা ৷ তাঁদের শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে ৷
গ্রামের বাসিন্দা আনিকুল হক বলছেন, "আমরা তৃণমূল করি ৷ গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের গ্রামে এক কংগ্রেস কর্মী খুন হয়েছিলেন ৷ এরপরই 44 জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে খুনের মামলা রুজু হয় ৷ চার মাস আগে আমরা জামিনে মুক্তি পেয়েছি ৷ কিন্তু তারপর আর গ্রামে যেতে পারছি না ৷ আমরা প্রায় 150 জন ঘরছাড়া হয়ে আছি ৷ কংগ্রেস কর্মীরা আমাদের গ্রামে ঢুকতে দিচ্ছে না ৷ মারধর করছে, ধারালো অস্ত্র নিয়ে তাড়া করছে ৷ আমাদের পরিবারের মেয়েরাও ঘরছাড়া ৷ মহিলাদের ধরেও মারধর করছে ৷ আমরা বারবার পুলিশের কাছে যাচ্ছি ৷ ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছি ৷ পুলিশ আমাদের গ্রামে যেতে বলছে ৷ কিন্তু নিরাপত্তা দিচ্ছে না ৷ কোনও পুলিশি সহায়তা পাচ্ছি না ৷"
কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ করেন তৃণমূলের অঞ্চল সভাপতি মজিবুর রহমান ৷ এই প্রসঙ্গেই তিনি জানান, গত 11 জুলাই পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের দিন ওই গ্রামে তৃণমূল প্রার্থীদের জয় নিয়ে মহিলাদের মধ্যে ঝামেলা শুরু হয় ৷ তার জেরে ফটিকুল হক নামে এক কংগ্রেসের কর্মীর মৃত্যু হয় ৷ এরপরই তৃণমূল কর্মীদের গ্রামছাড়া করে রেখেছে বলে অভিযোগ করেন তৃণমূলের অঞ্চল সভাপতি মজিবুর রহমান ৷ কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের জমি দখল ও সম্পত্তি নষ্টের অভিযোগ উঠেছে ৷ পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি ৷
এই প্রসঙ্গেই এলাকার কংগ্রেস নেতা সাদিকুল হক বলেন, "পঞ্চায়েত নির্বাচনে ওরা প্রায় 40 জন ঘিরে ধরে আমার ভাইকে পিটিয়ে মেরে ফেলেছিল ৷ আমরা 40 জনের বিরুদ্ধে মামলা করি ৷ ওরাও পালটা 29 জনের নামে মামলা করেছিল ৷ প্রথম থেকে পুলিশ ওদেরই পক্ষ নিয়েছে ৷ পুলিশের সঙ্গে ফেরার আসামীও ঘুরছে ৷ আমাদের বিরুদ্ধে 15টি মিথ্যে মামলা করেছে ৷ পুলিশের ভয়ে গ্রামছাড়া হয়ে রয়েছি ৷ পুলিশ বাড়িতে ঢুকে মেয়েদেরও অশ্লীল ভাষায় হুমকি দিচ্ছে ৷ হাইকোর্টের নির্দেশে আমাদের এখানে নিরাপত্তা দিতে বাধ্য হয়েছে পুলিশ ৷ এখন ওরা আমাদের মামলা তুলতে হুমকি দিচ্ছে ৷ ওরা মহিলাদের মারধরের যে অভিযোগ তুলেছে, তা সম্পূর্ণ মিথ্যে ৷ উলটে ওরাই আজ এক ভাইকে খুনের হুমকি দিয়েছে ৷"
আরও পড়ুন: