ETV Bharat / state

দুর্গাপুরে বিজেপি নেতাকে লক্ষ করে গুলি ছোড়ার অভিযোগ, বিক্ষোভ কর্মীদের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Durgapur BJP: প্রধানমন্ত্রীর জনসভার আগের রাতে বিজেপি নেতাকে লক্ষ করে গুলি করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল ৷

Durgapur News
দুর্গাপুরে দলীয় নেতাকে গুলি করায় বিজেপির বিক্ষোভ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 3, 2024, 12:37 PM IST

বিজেপি নেতাকে লক্ষ করে গুলি ছোড়ার অভিযোগ (Etv Bharat)

দুর্গাপুর, 3 মে: নির্বাচনী প্রচারে শুক্রবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার আগে বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠল । অল্পের জন্য প্রাণে বাঁচেন অতুল বাগদি নামে ওই বিজেপি নেতা । গতকাল রাতের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের বেনাচিতি বাজার সংলগ্ন ট্রাঙ্ক রোডের কাছে । অভিযোগের আঙুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে । যদিও ভিত্তিহীন বলে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব । এই ঘটনার প্রতিবাদে আর সন্ত্রাসমুক্ত ভোট করার দাবিতে শুক্রবার সকালে প্রতিবাদে নামেন বিজেপি কর্মীরা ।

অতুল বাগদি বিজেপির এক নম্বর মণ্ডলের সহ-সভাপতি । অভিযোগ, ‘‘ভাই এবং ভাইয়ের বউ বৃহস্পতিবার রাতে ট্রাঙ্ক রোডে বসেছিলেন । তখনই চার চাকা গাড়িতে করে এসে বেশ কয়েকজন তাঁদেরকে লক্ষ্য করে কটূক্তি করে । ভাই বিষয়টি আমাকে জানাতেই আমি আসি । তারপরে ফের ওই চার চাকার গাড়িতে করে এসে আমাকে লক্ষ করে গুলি চালায় । তৃণমূলের দুষ্কৃতী ভোলা পাসওয়ান-সহ আরও বেশ কয়েকজন ছিলেন ওই গাড়িতেই । এই ঘটনার পরেই পুলিশকে বিষয়টি জানাই ।"

ঘটনাস্থলে রাতেই দুর্গাপুর থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করে । পুলিশ ভোলা পাসওয়ানের বাড়িতে গিয়েও তাঁকে দেখতে পায়নি বলে জানায় বিজেপি নেতা । সামনের একটি দোকানের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

দিন কয়েক আগে দুর্গাপুর ইস্পাত নগরীর এজোনের কণিষ্ক সাউথ রোডের কাছে অভিষেক রায় নামে এক বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি করে দুষ্কৃতীরা । অভিষেক তৃণমূলের নমঃশুদ্র ও উদ্বাস্তু সেলের জেলা সভাপতি ছিলেন ৷ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পরের দিন রাতেই তাঁর বাড়িতে বোমাবাজি হয় । সেই ঘটনার কিনারা হতে না হতেই ফের বিজেপি নেতাকে গুলি ছোড়ার অভিযোগ উঠল ৷

যদিও ভিত্তিহীন অভিযোগ বলে পালটা দাবি তৃণমূল নেতৃত্বের । তৃণমূলের জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন,"বিজেপি প্রচারে আসার জন্য পুরো ঘটনা সাজিয়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে ।"

আরও পড়ুন :

  1. মালদায় বিজেপি নেতার গাড়িতে লক্ষ লক্ষ টাকা ! বাজেয়াপ্ত করল কমিশন
  2. 'ভোটের পরে চৌরাস্তায় কাপড় খুলে দেব', হুঁশিয়ারি দিলীপের

বিজেপি নেতাকে লক্ষ করে গুলি ছোড়ার অভিযোগ (Etv Bharat)

দুর্গাপুর, 3 মে: নির্বাচনী প্রচারে শুক্রবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার আগে বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠল । অল্পের জন্য প্রাণে বাঁচেন অতুল বাগদি নামে ওই বিজেপি নেতা । গতকাল রাতের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের বেনাচিতি বাজার সংলগ্ন ট্রাঙ্ক রোডের কাছে । অভিযোগের আঙুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে । যদিও ভিত্তিহীন বলে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব । এই ঘটনার প্রতিবাদে আর সন্ত্রাসমুক্ত ভোট করার দাবিতে শুক্রবার সকালে প্রতিবাদে নামেন বিজেপি কর্মীরা ।

অতুল বাগদি বিজেপির এক নম্বর মণ্ডলের সহ-সভাপতি । অভিযোগ, ‘‘ভাই এবং ভাইয়ের বউ বৃহস্পতিবার রাতে ট্রাঙ্ক রোডে বসেছিলেন । তখনই চার চাকা গাড়িতে করে এসে বেশ কয়েকজন তাঁদেরকে লক্ষ্য করে কটূক্তি করে । ভাই বিষয়টি আমাকে জানাতেই আমি আসি । তারপরে ফের ওই চার চাকার গাড়িতে করে এসে আমাকে লক্ষ করে গুলি চালায় । তৃণমূলের দুষ্কৃতী ভোলা পাসওয়ান-সহ আরও বেশ কয়েকজন ছিলেন ওই গাড়িতেই । এই ঘটনার পরেই পুলিশকে বিষয়টি জানাই ।"

ঘটনাস্থলে রাতেই দুর্গাপুর থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করে । পুলিশ ভোলা পাসওয়ানের বাড়িতে গিয়েও তাঁকে দেখতে পায়নি বলে জানায় বিজেপি নেতা । সামনের একটি দোকানের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

দিন কয়েক আগে দুর্গাপুর ইস্পাত নগরীর এজোনের কণিষ্ক সাউথ রোডের কাছে অভিষেক রায় নামে এক বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি করে দুষ্কৃতীরা । অভিষেক তৃণমূলের নমঃশুদ্র ও উদ্বাস্তু সেলের জেলা সভাপতি ছিলেন ৷ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পরের দিন রাতেই তাঁর বাড়িতে বোমাবাজি হয় । সেই ঘটনার কিনারা হতে না হতেই ফের বিজেপি নেতাকে গুলি ছোড়ার অভিযোগ উঠল ৷

যদিও ভিত্তিহীন অভিযোগ বলে পালটা দাবি তৃণমূল নেতৃত্বের । তৃণমূলের জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন,"বিজেপি প্রচারে আসার জন্য পুরো ঘটনা সাজিয়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে ।"

আরও পড়ুন :

  1. মালদায় বিজেপি নেতার গাড়িতে লক্ষ লক্ষ টাকা ! বাজেয়াপ্ত করল কমিশন
  2. 'ভোটের পরে চৌরাস্তায় কাপড় খুলে দেব', হুঁশিয়ারি দিলীপের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.