ব্যারাকপুর, 22 জুন: বেলঘরিয়া শুটআউটকাণ্ডের পর থেকেই প্রাণনাশের হুমকি ফোন পাচ্ছেন ব্যারাকপুরের বাসিন্দা পেশায় ব্যবসায়ী অজয় মণ্ডল। শুধু তিনিই নন, টিটাগড়ের আরেক ব্যবসায়ী তাপস ভকতও একই ধরনের হুমকি ফোন পেয়েছেন বলে অভিযোগ । এ নিয়ে ভীতসন্ত্রস্ত দুই ব্যবসায়ী পুলিশের দ্বারস্থ হলে আগেই তাঁদের নিরাপত্তা দেওয়া হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে। দু'জনের জন্যই সর্বক্ষণ দুই সশস্ত্র নিরাপত্তাকর্মী মোতায়েন হয়েছে । নিরাপত্তা পাওয়ার পরও আতঙ্ক কাটেনি তাঁদের । এই অবস্থায় সুরক্ষার দাবিতে তাপস ভকত চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ।
তাপস ভকতের বাড়ি ব্যারাকপুরের টিটাগড় অঞ্চলে । পেশায় তিনি রেস্তোরাঁ ব্যবসায়ী । অভিযোগ, বেলঘরিয়া শুটআউটের ঘটনার পর বিহারের জেল থেকে একাধিকবার হুমকি ফোন আসে তাঁর কাছে । হুমকি ফোন পাওয়ার পর শুক্রবার তিনি সুরক্ষার দাবিতে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । চিঠিতে তিনি জানিয়েছেন, ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর দিন বিকেলে এবং পরদিন তাঁর কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনের অপরপ্রান্তের ব্যক্তি বিহারের জেল থেকে বলছেন বলে জানিয়ে তাঁকে প্রাণনাশের হুমকি দেন । শুধু তাই নয়, তাপস ভকতের পরিবারকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ।
রাজ্যের প্রশাসনিক প্রধানের কাছে পাঠানো চিঠিতে ব্যবসায়ী তাপস ভকত উল্লেখ করেছেন, 2022 সালেও একটি অচেনা নম্বর থেকে ফোন করে খুনের হুমকি দেওয়া হয়েছিল তাঁকে । পরের বছর অর্থাৎ, 2023 সালে ব্যারাকপুর স্টেশন রোড সংলগ্ন তাঁর রেস্তোরাঁর সামনে বোমাবাজি হয় । দু'টি ঘটনাতেই টিটাগড় থানায় এফআইআর করা হয়েছিল । এর ঠিক একবছরের মাথায় ফের তাঁর কাছে হুমকি ফোন আসায় উদ্বিগ্ন ব্যবসায়ীর পরিবার । ঘটনার জেরে রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন তাঁরা । তাই এ নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন তিনি ।
ব্যবসায়ীর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, বিহারের বেউর জেলে বসে এই তোলা আদায়ের সাম্রাজ্য চালানো হচ্ছে এবং হুমকির ফোন করা হচ্ছে । সেই কারণে বিহার সরকারের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী যাতে অভিযুক্তর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন, সেই আবেদনই জানানো হয়েছে চিঠিতে ।
প্রসঙ্গত, সম্প্রতি বেলঘরিয়ায় বিটি রোডে প্রকাশ্যে ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি ধাওয়া করে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় বাইক আরোহী দুই দুষ্কৃতী। গুলি তাঁর গাড়িতে লাগায় সেদিন সেই শুটআউটের ঘটনায় বরাত জোরে প্রাণে বেঁচে যান ওই ব্যবসায়ী । তবে ঘটনার পর একের পর এক হুমকি ফোন আসতে থাকায় আতঙ্কে যেন সিঁটিয়ে রয়েছে ব্যবসায়ীমহল । তাই ব্যবসায়ীদের সুরক্ষা চেয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন টিটাগড়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী তাপস ভকত ।