কলকাতা, 4 মার্চ: উত্তরবঙ্গের বেঙ্গল সাফারি থেকে এক জোড়া বাঘ এল আলিপুর চিড়িয়াখানায়। আগামিকাল থেকেই দেখার সুযোগ পাবেন দর্শকরা। এই বাঘ পেতে গিয়ে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষকে বেশ কয়েকটি জীবজন্তু দিতে হয়েছে সাফারি কর্তৃপক্ষকে। বার্কিং ডিয়ার, অজগর এবং ওয়াটার মনিটর টিকটিকির বিনিময়ে এক জোড়া পুরুষ এবং মহিলা বাঘ পেয়েছে আলিপুর চিড়িয়াখানা।
বাঘগুলি তরুণ। যাদের বয়স প্রায় 3 বছর। ইতিমধ্যে আলিপুর চিড়িয়াখানায় তাদের স্বাগত জানানো হয়েছে। ডিরেক্টর আইএসএস শুভঙ্কর সেনগুপ্ত বলেন, "একজোড়া তরুণ বাঘ ছাড়াও আমরা মালায়ান তাপির পেয়েছি। যেটি চোরাকারবারিদের থেকে গত ফেব্রুয়ারি মাসের 22 তারিখে জলপাইগুড়ির ময়নাগুড়ি এলাকায় উদ্ধার করা হয়েছিল। পরবর্তীতে সিজেএম জলপাইগুড়ি ওই তাপিরের উন্নত ব্যবস্থাপনা এবং যত্নের জন্য বলা হয়েছে।"
আলিপুর চিড়িয়াখানায় 1877 সাল থেকে তাপির থাকার ইতিহাস রয়েছে। এমনকী, এখানে তাপিরদের সফল প্রজননের রেকর্ডও রয়েছে।
1877 সাল থেকে 1980 সাল পর্যন্ত, আলিপুর চিড়িয়াখানায় তাপির একটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় প্রদর্শনী ছিল। শুভঙ্করবাবু জানান, 3টি বিশেষভাবে তৈরি আধুনিক অ্যাম্বুলেন্সে পশুচিকিৎসক, জীববিজ্ঞানী, প্রকৌশলী, পশু তত্ত্বাবধায়ক এবং পশু পরিচর্যাকারী-সহ বিশেষজ্ঞদের একটি দল প্রাণীগুলিকে কলকাতায় নিয়ে আসে। সাধারণ প্রশাসন, পুলিশ ও বন প্রশাসন নিয়ে আসার পথে তাদের সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করে। প্রাণীদের সহজে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা যায়। আগামিকাল থেকে সমস্ত প্রাণী দর্শনার্থীদের জন্য নতুন অতিথীদের প্রদর্শন করা হবে।"
1895-96 সময়কালে দর্শকদের আলিপুর চিড়িয়াখানায় বেলুন রাইড এবং প্যারাসুটের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু, পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়। 130 বছর পর, আলিপুর চিড়িয়াখানায় আবার দর্শকদের জন্য ব্যাটারি কার্ট রাইডিং সুবিধা শুরু হয়েছে। গত 1 মার্চ থেকে এই ব্যাটারিচালিত গাড়ি সাধারণ দর্শকদের জন্য ব্যবস্থা করা হচ্ছে। সম্প্রতি, দক্ষিণ কলকতার সাংসদ মালা রায় চিড়িয়াখানায় 10টি ব্যাটারি চালিত গাড়ি দান করেন। তাঁর সাংসদ তহবিল থেকেই এই গাড়িগুলি উপহার দেন।
চিড়িয়াখানা সূত্রে খবর, 1 ঘণ্টায় পুরো চিড়িয়াখানা ঘুরতে প্রতি আসনের জন্য 100 টাকা করে দিতে হবে। যা খরচের বাইরে। বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ন'টা থেকে বিকেল 4টে পর্যন্ত চিড়িয়াখানার অভ্যন্তরে বিশেষ কাউন্টার থেকে টিকিট পাওয়া যাবে।দর্শকদের ভিড়ের উপর নির্ভর করে, ব্যাটারি কার্ট পরিচালনা সকলের সুবিধার জন্য কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে।
আরও পড়ুন: