ETV Bharat / state

জয়েন্টে তিলোত্তমার মান রাখলেন ময়ূখ-অথর্ব-শৌণক - WBJEE 2024 - WBJEE 2024

Kolkata Students in JEE Merit List: মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ফলাফলে জেলার পড়ুয়ারাই মেধাতালিকায় জায়গা করে নিয়েছে ৷ কলকাতার পড়ুয়াদের দেখা সেভাবে পাওয়া যায়নি ৷ আজ জয়েন্ট পরীক্ষার ফল বেরিয়েছে ৷ সেই মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন কলকাতার 3 মেধাবি ছাত্র ৷

West Bengal JEE 2024
জয়েন্ট পরীক্ষায় স্থান পাওয়া কলকাতার তিন পড়ুয়া (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 6, 2024, 10:45 PM IST

কলকাতা, 6 জুন: প্রকাশিত হল রাজ্য জয়েন্টের ফলাফল ৷ রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক- দু'টি পরীক্ষার ফলাফলের মেধাতালিকায় সেভাবে কলকাতার কোনও পড়ুয়ার নাম উঠে আসেনি ৷ বৃহস্পতিবার জয়েন্ট পরীক্ষার ফলাফলে মেধাতালিকায় তিলোত্তমার মান রাখলেন তিন কৃতী ৷ তাঁদের মধ্যে দু'জন সিবিএসসি বোর্ডের ছাত্র ৷ আরেকজন পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা বোর্ডের ৷

পঞ্চম স্থানাধিকারী ময়ূখ চৌধুরী সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র ৷ দ্বাদশ শ্রেণির ফলাফলে তাঁর প্রাপ্ত নম্বরের হার ছিল 92.2% ৷ এবার তিনি আইআইটিতে পড়াশোনার প্রস্তুতি নেবেন বলে জানিয়েছেন ৷ ময়ূখের কথায়, "এবার আমি অপেক্ষা করছি অ্যাডভান্সের জন্য ৷ ইলেকট্রিক্যাল বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে ৷ অ্যাডভান্সে কী হয়, তা দেখার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেব ৷" তবে তাঁর মতে, "সারাদিন পড়াশোনা নয়, দিনের কিছু সময় বেছে মন দিয়ে পড়লেই ভালো নম্বর পাওয়া সম্ভব ৷"

অন্যদিকে অষ্টম স্থান পেয়েছেন রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের ছাত্র অথর্ব সিংঘানিয়া ৷ দ্বাদশের পরীক্ষায় তাঁর প্রাপ্ত নম্বরের হার ছিল 97.8% ৷ অথর্বও আইআইটিতে পড়াশোনা করতে চান ৷ তিনিও ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে প্রকাশ করেন ৷ তাঁর কথায়, "এরপর জয়েন্ট এন্ট্রান্সের অ্যাডভান্স আছে ৷ তার ফলাফল দেখে পরবর্তীতে কী নিয়ে পড়ব, তা ভাবব ৷" অথর্বের বাবা ইঞ্জিনিয়ার ৷ তাই সেই দিক থেকে তাঁর ইঞ্জিনিয়ারিং পাঠের প্রতি একটা ভালোবাসা আছে ৷ পড়াশোনার বাইরে অথর্ব ক্রিকেট খেলতে এবং গল্পের বই পড়তে ভালোবাসেন ৷

অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কটিশ চার্চ স্কুলের ছাত্র শৌণক কর ৷ রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় তাঁর স্থান নবম ৷ উচ্চ মাধ্যমিকে তাঁর ফলাফল ছিল নজিরবিহীন ৷ মেধাতালিকায় তিনি জায়গা করে নিয়েছিলেন ৷ তাঁর প্রাপ্ত নম্বর ছিল 98.4 শতাংশ ৷ কলকাতার মধ্যে প্রথম হয়েছেন শৌণক ৷ তিনি গবেষণা করতে চান ৷ শৌণকের কথায়, "আমি আশা করেছিলাম, এমন একটা ফল হবে ৷ নিজের নাম শুনে ভালো লাগছে ৷ এবার আমি অঙ্ক বা স্ট্যাটিসটিকস নিয়ে পড়ব ৷" শৌণকের বাড়ি নদিয়া জেলায় ৷ কিন্তু পড়াশোনার জন্য তিনি শৈশব থেকে মায়ের সঙ্গে কলকাতায় থেকেছেন ৷ তবে নিজের গ্রামের বাড়ির টিভিতেই নিজের নাম শুনেছেন তিনি ৷

অন্যদিকে এই বছর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জয়জয়কার ৷ কারণ 2021 সালের পর ফের মেধা তালিকায় একাধিক নাম দেখা গেল ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ৷ 2021 সালে মেধা তালিকায় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের চারজন কৃতি ছাত্র ছিলেন ৷ 2022 সালে সেই সংখ্যা হয় 2 জনে ৷ 2023 সালে হল তিনজন এবং এবার ফের তিনজন ৷

কলকাতা, 6 জুন: প্রকাশিত হল রাজ্য জয়েন্টের ফলাফল ৷ রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক- দু'টি পরীক্ষার ফলাফলের মেধাতালিকায় সেভাবে কলকাতার কোনও পড়ুয়ার নাম উঠে আসেনি ৷ বৃহস্পতিবার জয়েন্ট পরীক্ষার ফলাফলে মেধাতালিকায় তিলোত্তমার মান রাখলেন তিন কৃতী ৷ তাঁদের মধ্যে দু'জন সিবিএসসি বোর্ডের ছাত্র ৷ আরেকজন পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা বোর্ডের ৷

পঞ্চম স্থানাধিকারী ময়ূখ চৌধুরী সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র ৷ দ্বাদশ শ্রেণির ফলাফলে তাঁর প্রাপ্ত নম্বরের হার ছিল 92.2% ৷ এবার তিনি আইআইটিতে পড়াশোনার প্রস্তুতি নেবেন বলে জানিয়েছেন ৷ ময়ূখের কথায়, "এবার আমি অপেক্ষা করছি অ্যাডভান্সের জন্য ৷ ইলেকট্রিক্যাল বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে ৷ অ্যাডভান্সে কী হয়, তা দেখার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেব ৷" তবে তাঁর মতে, "সারাদিন পড়াশোনা নয়, দিনের কিছু সময় বেছে মন দিয়ে পড়লেই ভালো নম্বর পাওয়া সম্ভব ৷"

অন্যদিকে অষ্টম স্থান পেয়েছেন রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের ছাত্র অথর্ব সিংঘানিয়া ৷ দ্বাদশের পরীক্ষায় তাঁর প্রাপ্ত নম্বরের হার ছিল 97.8% ৷ অথর্বও আইআইটিতে পড়াশোনা করতে চান ৷ তিনিও ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে প্রকাশ করেন ৷ তাঁর কথায়, "এরপর জয়েন্ট এন্ট্রান্সের অ্যাডভান্স আছে ৷ তার ফলাফল দেখে পরবর্তীতে কী নিয়ে পড়ব, তা ভাবব ৷" অথর্বের বাবা ইঞ্জিনিয়ার ৷ তাই সেই দিক থেকে তাঁর ইঞ্জিনিয়ারিং পাঠের প্রতি একটা ভালোবাসা আছে ৷ পড়াশোনার বাইরে অথর্ব ক্রিকেট খেলতে এবং গল্পের বই পড়তে ভালোবাসেন ৷

অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কটিশ চার্চ স্কুলের ছাত্র শৌণক কর ৷ রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় তাঁর স্থান নবম ৷ উচ্চ মাধ্যমিকে তাঁর ফলাফল ছিল নজিরবিহীন ৷ মেধাতালিকায় তিনি জায়গা করে নিয়েছিলেন ৷ তাঁর প্রাপ্ত নম্বর ছিল 98.4 শতাংশ ৷ কলকাতার মধ্যে প্রথম হয়েছেন শৌণক ৷ তিনি গবেষণা করতে চান ৷ শৌণকের কথায়, "আমি আশা করেছিলাম, এমন একটা ফল হবে ৷ নিজের নাম শুনে ভালো লাগছে ৷ এবার আমি অঙ্ক বা স্ট্যাটিসটিকস নিয়ে পড়ব ৷" শৌণকের বাড়ি নদিয়া জেলায় ৷ কিন্তু পড়াশোনার জন্য তিনি শৈশব থেকে মায়ের সঙ্গে কলকাতায় থেকেছেন ৷ তবে নিজের গ্রামের বাড়ির টিভিতেই নিজের নাম শুনেছেন তিনি ৷

অন্যদিকে এই বছর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জয়জয়কার ৷ কারণ 2021 সালের পর ফের মেধা তালিকায় একাধিক নাম দেখা গেল ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ৷ 2021 সালে মেধা তালিকায় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের চারজন কৃতি ছাত্র ছিলেন ৷ 2022 সালে সেই সংখ্যা হয় 2 জনে ৷ 2023 সালে হল তিনজন এবং এবার ফের তিনজন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.