কলকাতা, 22 জুন: সাড়ে তিন কেজি সোনা-সহ তিন চোরাকারবারীকে আটক করল বিএসএফ ৷ শনিবার নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বোর্নবেরিয়া এলাকা থেকে এই সোনা উদ্ধার হয়েছে ৷ উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় 2.48 কোটি টাকা ৷ পরে ধৃতদের পুলিশের হাতে তুলে দেয় ৷ পুলিশ তাদের গ্রেফতার করে ৷
বিএসএফের তরফে জানা গিয়েছে, ওই এলাকা দিয়ে যে সোনা পাচার হতে পারে, তা আগে থেকেই গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছিল ৷ সেই মতো বিএসএফের আট নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা অভিযান চালান ৷ সেই অভিযানেই তিনজনকে ধরা হয় ৷ তাদের কাছ থেকে 3.4 কেজি ওজনের 30টি সোনার বিস্কুট পাওয়া গিয়েছে ৷ এছাড়া দুটি বাইক ও একটি দেশীয় ভ্যান উদ্ধার হয়েছে ৷ ধৃতরা সকলেই নদিয়ার বাসিন্দা ৷
বিএসএফের তরফে জানানো হয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে যে সোনা নিয়ে তারা বনগাঁয় যাচ্ছিল ৷ সেখানেই কারও কাছে ওই সোনা দেওয়ার কথা ছিল ৷ কিন্তু কার কাছ সোনা দেওয়া হত, সেই বিষয়ে তারা কিছু জানাতে পারেনি ৷ এই সোনা পৌঁছাতে পারলে টাকা পেত তারা ৷ ধৃতদের মধ্যে আগেও এই ধরনের চোরাচালানের কাজ করেছে ৷ বাকি দু’জন গোল্ড কুরিয়ার হিসেবে কাজ করত ৷ পুলিশ খতিয়ে দেখছে যে বনগাঁয় কার কাছে সোনা নিয়ে যাওয়া হচ্ছিল ৷ তাকে ধরতে পারলে সোনা পাচারের বড়সড় ব়্যাকেটকে ধরা যাবে বলে তদন্তকারীদের অনুমান ৷
বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা এ কে আর্য চোরাচালান আটকাতে বিএসএফ-এর প্রতিশ্রুতির ওপর জোর দেন । তিনি একটি হেল্পলাইন নম্বর ও হোয়াটস অ্যাপ নম্বর জানিয়েছেন ৷ এই নম্বরে যোগাযোগ করে ভারত-বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা চোরাচালান সংক্রান্ত তথ্য দিতে পারবেন বলে তিনি জানিয়েছেন ৷ তিনি আরও জানান, সুনির্দিষ্ট তথ্যের জন্য উপযুক্ত পুরস্কার দেওয়া হবে এবং তথ্য প্রদানকারী ব্যক্তির পরিচয় গোপন রাখা হবে ।
বিএসএফ-এর সীমা সাথী হেল্পলাইন নম্বর - 14419 ও হোয়াটসঅ্যাপ নম্বর - 9903472227.