কলকাতা, 5 অগস্ট: বিধানসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে গেল 'দ্য স্কিল নলেজ অ্যান্ড ফ্যাশন ইউনিভার্সিটি' বিল । শাসকদল এই বিল পাশকে সাধুবাদ জানালেও বিজেপি বিধায়করা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এই ক্ষেত্রে চাকরি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ৷
এদিন এই বিল বিধানসভায় পেশ হওয়ার পর তৃণমূল বিধায়ক রানা চট্টোপাধ্যায় বলেন, "2012 সালের আগে রাজ্যে 12টি বিশ্ববিদ্যালয় ছিল । বর্তমানে 42টি বিশ্ববিদ্যালয় হয়েছে । যাঁদের ট্যালেন্ট রয়েছে, তাঁদের দরজা খুলে যাবে । এই বিলকে সাধুবাদ জানাই ।"
তবে এই বিলের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, "সব সময় চেষ্টা করেছি, বাংলার তাঁত বিদেশের মানুষের কাছে তুলে ধরেছি । অ্যাসিড আক্রান্তদের সঙ্গেও কাজ করেছি । তাঁত শিল্প ধুঁকছে ডিরেকশনের অভাবে । একটা ডিজাইনার বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে ছাত্ররা কোথায় কাজ করবে ? স্কিলের পরে প্লেসমেন্ট দেবে কি ? শুধু বিশ্ববিদ্যালয় নয়, প্লেসমেন্টের দায়িত্বও নিতে হবে । দেড় বছর পরেই ভোট । ভোটকে সামনে রেখে এই বিশ্ববিদ্যালয় করা হচ্ছে না তো ?"
এর পরেই তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে সওয়াল করে বলেন, "সব ধর্মের মানুষ সুযোগ পাবেন । বিনোদন জগতের সঙ্গে যুক্ত ফ্যাশন ডিজাইন । যার স্কিল যত ডেভেলপ করবে, সে তত উন্নতি করবে । সেই কারণে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন রয়েছে ।"