ETV Bharat / state

স্বাধীনতা দিবসে কমছে মেট্রোর সংখ্যা, জানাল কর্তৃপক্ষ - KOLKATA METRO RAIL - KOLKATA METRO RAIL

15 August Metro Service: 15 অগস্ট বৃহস্পতিবার মেট্রো পরিষেবা কম থাকার কথা জানাল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ৷ তবে কিছু পরিষেবার সময় অপরিবর্তিত থাকছে ৷ জানতে পড়ুন বিস্তারিত প্রতিবেদন ৷

Kolkata Metro Service
কলকাতা মেট্রো (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 9, 2024, 8:28 PM IST

কলকাতা, 9 অগস্ট: স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী 15 অগস্ট অর্থাৎ, বৃহস্পতিবার সারাদিনে কম সংখ্যক মেট্রো চলাচল করবে ৷ ব্লু লাইনে সারাদিনে চলবে 188টি মেট্রো । এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ । মোট 188টি পরিষেবার মধ্যে 94টি আপ ও 94টি ডাউন মেট্রো চলাচল করবে । অন্যান্য দিনে নর্থ সাউথ করিডোরে চলে সারাদিনে চলে মোট 288টি পরিষেবা ।

15 অগস্ট বৃহস্পতিবার ব্লু লাইনে দিনের প্রথম পরিষেবা :

  • দমদম থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে ৷ অর্থাৎ, অন্যান্য দিনের মতোই সকাল 6টা 50 মিনিটে প্রথম মেট্রো পাওয়া যাবে ৷
  • দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো অন্যান্য দিনের মতোই পাওয়া যাবে সকাল 6টা 55 মিনিটে । এক্ষেত্রেও সময়ের কোনও পরিবর্তন করা হয়নি ।
  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো মিলবে সকাল 7টায় ৷ এক্ষেত্রেও কোনও পরিবর্তন করা হয়নি ।

কবি সুভাষ-রুবি রুটে বাড়তি পরিষেবা, দিনের শেষে মেট্রো মিলবে রাত 8টায়

ব্লু লাইনে দিনের শেষ পরিষেবা:

  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে ৷ 9টা 28 মিনিটেই পাওয়া যাবে ৷
  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার ট্রেনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 30 মিনিটে । এক্ষেত্রেও সময়ের কোনও পরিবর্তন করা হয়নি ।
  • দমদম থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দমদম যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে 9টা 40 মিনিটে । এক্ষেত্রেও সময় অপরিবর্তিত রাখা হয়েছে ৷
  • ব্লু লাইনে যেমন রাত্রিকালীন বিশেষ পরিষেবা দেওয়া হচ্ছে তেমনি 15 অগস্টও দেওয়া হবে । কবি সুভাষ ও দমদম থেকে মেট্রো ছাড়বে রাত 10টা 40 মিনিটে । অন্যদিকে, গ্রিন লাইন 1 এ 15 অগস্ট সারাদিনে 106টির পরিবর্তে চলবে 90টি পরিষেবা । এই মোট সংখ্যার মধ্যে 45টি ইস্ট বাউন্ড ও 45টি ওয়েস্ট বাউন্ড ।

    গ্রিন লাইন 1 এ দিনের প্রথম পরিষেবা:

শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম পরিষেবা শুরু হবে 6টা 55 মিনিটে । এক্ষেত্রেও সময়ের কোনও পরিবর্তন করা হয়নি ।

সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার দিনের প্রথম পরিষেবা শুরু হবে সকাল 7টা 5 মিনিটে । এক্ষেত্রেও সময় অপরিবর্তিত থাকছে ৷

ব্লু লাইনে আজ থেকে চিনা রেক MR-513, যাত্রী সুরক্ষার দিকে বিশেষ নজর

গ্রিন লাইন 1 এ দিনের শেষ পরিষেবা :

শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পরিষেবার সময়ও অপরিবর্তিত থাকছে ৷ শেষ মেট্রো ছাড়বে সকাল 9টা 35 মিনিটে ।

সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে 9টা 40 মিনিটে । এক্ষেত্রেও সময়ের কোনও পরিবর্তন হয়নি ।

গ্রিন লাইন 2 তে দিনের প্রথম পরিষেবা :

দি গ্রিন লাইন 2 তে মোট মেট্রো চলবে 90টি ৷ যার মধ্যে 45টি ইস্ট বাউন্ড ও 45টি ওয়েস্ট বাউন্ড । যদিও এই লাইনে সারাদিনে চলাচল করে মোট 130টি পরিষেবা ।

ঠিক সকাল 7টার সময় হাওড়া ময়দান থেকে মেট্রো ছাড়বে এসপ্ল্যানেডের উদ্দেশ্যে । সময় অপরিবর্তিত থাকছে ।

এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান যাওয়ার মেট্রো ছাড়বে সকাল 7টার সময় ৷ এক্ষেত্রেও অপরিবর্তিত থাকছে সময় ।

আগামী মাস থেকে বন্ধ মেট্রোর তিনটি স্টেশনের বুকিং কাউন্টার, সমস্য়ায় যাত্রীরা

এই লাইনে দিনের শেষ পরিষেবা :

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 45 এ ৷

এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 45 মিনিটে সময় অপরিবর্তিত থাকছে ।

পার্পল ও অরেঞ্জ লাইনে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকছে পরিষেবা কমানো হচ্ছে না পরিষেবার সংখ্যাও ।

কলকাতা, 9 অগস্ট: স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী 15 অগস্ট অর্থাৎ, বৃহস্পতিবার সারাদিনে কম সংখ্যক মেট্রো চলাচল করবে ৷ ব্লু লাইনে সারাদিনে চলবে 188টি মেট্রো । এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ । মোট 188টি পরিষেবার মধ্যে 94টি আপ ও 94টি ডাউন মেট্রো চলাচল করবে । অন্যান্য দিনে নর্থ সাউথ করিডোরে চলে সারাদিনে চলে মোট 288টি পরিষেবা ।

15 অগস্ট বৃহস্পতিবার ব্লু লাইনে দিনের প্রথম পরিষেবা :

  • দমদম থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে ৷ অর্থাৎ, অন্যান্য দিনের মতোই সকাল 6টা 50 মিনিটে প্রথম মেট্রো পাওয়া যাবে ৷
  • দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো অন্যান্য দিনের মতোই পাওয়া যাবে সকাল 6টা 55 মিনিটে । এক্ষেত্রেও সময়ের কোনও পরিবর্তন করা হয়নি ।
  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো মিলবে সকাল 7টায় ৷ এক্ষেত্রেও কোনও পরিবর্তন করা হয়নি ।

কবি সুভাষ-রুবি রুটে বাড়তি পরিষেবা, দিনের শেষে মেট্রো মিলবে রাত 8টায়

ব্লু লাইনে দিনের শেষ পরিষেবা:

  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে ৷ 9টা 28 মিনিটেই পাওয়া যাবে ৷
  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার ট্রেনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 30 মিনিটে । এক্ষেত্রেও সময়ের কোনও পরিবর্তন করা হয়নি ।
  • দমদম থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দমদম যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে 9টা 40 মিনিটে । এক্ষেত্রেও সময় অপরিবর্তিত রাখা হয়েছে ৷
  • ব্লু লাইনে যেমন রাত্রিকালীন বিশেষ পরিষেবা দেওয়া হচ্ছে তেমনি 15 অগস্টও দেওয়া হবে । কবি সুভাষ ও দমদম থেকে মেট্রো ছাড়বে রাত 10টা 40 মিনিটে । অন্যদিকে, গ্রিন লাইন 1 এ 15 অগস্ট সারাদিনে 106টির পরিবর্তে চলবে 90টি পরিষেবা । এই মোট সংখ্যার মধ্যে 45টি ইস্ট বাউন্ড ও 45টি ওয়েস্ট বাউন্ড ।

    গ্রিন লাইন 1 এ দিনের প্রথম পরিষেবা:

শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম পরিষেবা শুরু হবে 6টা 55 মিনিটে । এক্ষেত্রেও সময়ের কোনও পরিবর্তন করা হয়নি ।

সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার দিনের প্রথম পরিষেবা শুরু হবে সকাল 7টা 5 মিনিটে । এক্ষেত্রেও সময় অপরিবর্তিত থাকছে ৷

ব্লু লাইনে আজ থেকে চিনা রেক MR-513, যাত্রী সুরক্ষার দিকে বিশেষ নজর

গ্রিন লাইন 1 এ দিনের শেষ পরিষেবা :

শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পরিষেবার সময়ও অপরিবর্তিত থাকছে ৷ শেষ মেট্রো ছাড়বে সকাল 9টা 35 মিনিটে ।

সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে 9টা 40 মিনিটে । এক্ষেত্রেও সময়ের কোনও পরিবর্তন হয়নি ।

গ্রিন লাইন 2 তে দিনের প্রথম পরিষেবা :

দি গ্রিন লাইন 2 তে মোট মেট্রো চলবে 90টি ৷ যার মধ্যে 45টি ইস্ট বাউন্ড ও 45টি ওয়েস্ট বাউন্ড । যদিও এই লাইনে সারাদিনে চলাচল করে মোট 130টি পরিষেবা ।

ঠিক সকাল 7টার সময় হাওড়া ময়দান থেকে মেট্রো ছাড়বে এসপ্ল্যানেডের উদ্দেশ্যে । সময় অপরিবর্তিত থাকছে ।

এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান যাওয়ার মেট্রো ছাড়বে সকাল 7টার সময় ৷ এক্ষেত্রেও অপরিবর্তিত থাকছে সময় ।

আগামী মাস থেকে বন্ধ মেট্রোর তিনটি স্টেশনের বুকিং কাউন্টার, সমস্য়ায় যাত্রীরা

এই লাইনে দিনের শেষ পরিষেবা :

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 45 এ ৷

এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 45 মিনিটে সময় অপরিবর্তিত থাকছে ।

পার্পল ও অরেঞ্জ লাইনে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকছে পরিষেবা কমানো হচ্ছে না পরিষেবার সংখ্যাও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.