ETV Bharat / state

মাঝ-আকাশে কপ্টারে ধোঁয়ায় জরুরি অবতরণ; সুস্থ আছি, জানালেন দেব - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Dev copter emergency landing: মাঝ-আকাশে দেবের কপ্টার থেকে ধোঁয়া বেরোতে থাকায় তাকে জরুরি অবতরণ করানো হল মালদায় । তবে ইটিভি ভারতকে ঘাটালের তৃণমূল প্রার্থী জানিয়েছেন যে, তিনি সুস্থ আছেন ৷

ETV BHARAT
দেবের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি (ছবি: নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 3, 2024, 5:00 PM IST

Updated : May 3, 2024, 6:16 PM IST

মাঝ-আকাশে ধোঁয়ায় জরুরি অবতরণ দেবের কপ্টারের (ইটিভি ভারত)

মালদা, 3 মে: দেবের হেলিকপ্টারে বিভ্রাট ৷ মাঝ আকাশে ধোঁয়া দেখা যেতেই জরুরি অবতরণ করানো হল কপ্টারকে ৷ বিপদ থেকে রক্ষা পেয়েছেন তৃণমূল সাংসদ তথা ঘাটালের প্রার্থী ৷ ইটিভি ভারতকে দেব জানিয়েছেন যে, তিনি সুস্থই আছেন ৷ চপারের যান্ত্রিক ত্রুটির কারণে সড়কপথেই মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারের উদ্দেশে রওনা দেন দেব ।

ইটিভি ভারতকে এ ব্যাপারে দেব বলেন, "এ সব নিয়ে এখন কিছু বলতে চাইছি না । সুস্থ আছি, ভালো আছি । ভগবানের আশির্বাদ ও বাংলার মানুষের আর্শিবাদে এখন সব ঠিক আছে। এখন পরবর্তী কর্মসূচির উদ্দেশে সড়ক পথে রওনা দিচ্ছি । আধ ঘণ্টায় যেখানে পৌঁছনোর কথা ছিল সেখানে চার ঘণ্টা সময় লাগবে । দল কথা দিয়েছে, আমাকে সেই কথা রাখতেই হবে ।"

শুক্রবার উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন অভিনেতা তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব । এ দিন রতুয়া স্টেডিয়ামে দুপুর সাড়ে বারোটা নাগাদ অবতরণ করে তাঁর হেলিকপ্টার । এরপর প্রার্থীকে সঙ্গে নিয়ে হুড খোলা গাড়িতে রোড শো করেন দেব । উত্তর মালদার তৃণমূল মনোনীত প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়যুক্ত করতে সাধারণ মানুষকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি ।

এ দিন প্রখর রোদকে উপেক্ষা করে রতুয়া স্টেডিয়াম থেকে ভোট প্রচার শুরু করে রতুয়া স্ট্যান্ড হয়ে পুনরায় স্টেডিয়ামে এসে রোড-শো শেষ করেন দেব । পরে সেখান থেকে হেলিকপ্টারে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দেন তিনি । তখনই হঠাৎ মাঝ-আকাশে দেবের হেলিকপ্টার থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে দেখা যায় । হেলিকপ্টারের জরুরি অবতরণ করাতে হয় মালদা বিমানবন্দরে ।

খবর পেয়ে মালদা বিমানবন্দরে যান জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বক্সি, পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী-সহ অন্যান্যরা । খানিকক্ষণ মালদা বিমানবন্দরে বিশ্রাম নিয়ে সড়ক পথে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দেন ।

আরও পড়ুন:

  1. কেশপুরের হিংসায় নিহত সুশীল ধাড়ার পরিবারকে প্রণাম করে মনোনয়ন পেশ হিরণের
  2. ঘাটালে যত ভোট তত গাছ বসানোর প্রতিশ্রুতি দিয়ে মনোনয়ন দেবের, করলেন রক্তদানও
  3. তৃণমূলে 'কদর' নেই, সেই কাঞ্চনকে সঙ্গে নিয়েই কেশপুরে ভোট প্রচারে দেব

মাঝ-আকাশে ধোঁয়ায় জরুরি অবতরণ দেবের কপ্টারের (ইটিভি ভারত)

মালদা, 3 মে: দেবের হেলিকপ্টারে বিভ্রাট ৷ মাঝ আকাশে ধোঁয়া দেখা যেতেই জরুরি অবতরণ করানো হল কপ্টারকে ৷ বিপদ থেকে রক্ষা পেয়েছেন তৃণমূল সাংসদ তথা ঘাটালের প্রার্থী ৷ ইটিভি ভারতকে দেব জানিয়েছেন যে, তিনি সুস্থই আছেন ৷ চপারের যান্ত্রিক ত্রুটির কারণে সড়কপথেই মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারের উদ্দেশে রওনা দেন দেব ।

ইটিভি ভারতকে এ ব্যাপারে দেব বলেন, "এ সব নিয়ে এখন কিছু বলতে চাইছি না । সুস্থ আছি, ভালো আছি । ভগবানের আশির্বাদ ও বাংলার মানুষের আর্শিবাদে এখন সব ঠিক আছে। এখন পরবর্তী কর্মসূচির উদ্দেশে সড়ক পথে রওনা দিচ্ছি । আধ ঘণ্টায় যেখানে পৌঁছনোর কথা ছিল সেখানে চার ঘণ্টা সময় লাগবে । দল কথা দিয়েছে, আমাকে সেই কথা রাখতেই হবে ।"

শুক্রবার উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন অভিনেতা তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব । এ দিন রতুয়া স্টেডিয়ামে দুপুর সাড়ে বারোটা নাগাদ অবতরণ করে তাঁর হেলিকপ্টার । এরপর প্রার্থীকে সঙ্গে নিয়ে হুড খোলা গাড়িতে রোড শো করেন দেব । উত্তর মালদার তৃণমূল মনোনীত প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়যুক্ত করতে সাধারণ মানুষকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি ।

এ দিন প্রখর রোদকে উপেক্ষা করে রতুয়া স্টেডিয়াম থেকে ভোট প্রচার শুরু করে রতুয়া স্ট্যান্ড হয়ে পুনরায় স্টেডিয়ামে এসে রোড-শো শেষ করেন দেব । পরে সেখান থেকে হেলিকপ্টারে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দেন তিনি । তখনই হঠাৎ মাঝ-আকাশে দেবের হেলিকপ্টার থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে দেখা যায় । হেলিকপ্টারের জরুরি অবতরণ করাতে হয় মালদা বিমানবন্দরে ।

খবর পেয়ে মালদা বিমানবন্দরে যান জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বক্সি, পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী-সহ অন্যান্যরা । খানিকক্ষণ মালদা বিমানবন্দরে বিশ্রাম নিয়ে সড়ক পথে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দেন ।

আরও পড়ুন:

  1. কেশপুরের হিংসায় নিহত সুশীল ধাড়ার পরিবারকে প্রণাম করে মনোনয়ন পেশ হিরণের
  2. ঘাটালে যত ভোট তত গাছ বসানোর প্রতিশ্রুতি দিয়ে মনোনয়ন দেবের, করলেন রক্তদানও
  3. তৃণমূলে 'কদর' নেই, সেই কাঞ্চনকে সঙ্গে নিয়েই কেশপুরে ভোট প্রচারে দেব
Last Updated : May 3, 2024, 6:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.