হিলি, 26 অক্টোবর: স্কুলের ছাত্রীকে দিয়ে জুতো পরিষ্কার করানোর অভিযোগ উঠল শিক্ষিকার বিরুদ্ধে ৷ প্রতিবাদে শনিবার দক্ষিণ দিনাজপুরের হিলি থানার অন্তর্গত লস্করপুর প্রাথমিক বিদ্যালয়ে ঘেরাও করেন অভিভাবকরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্যরাও ৷ আচরণের জন্য ক্ষমা চেয়েছেন শিক্ষিকাও।
এরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেই দাবি তুলে সুব্যবস্থার আবেদন করেন বিক্ষোভকারী অভিভাবকরা ৷ আধিকারিকরা পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে লস্করপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ওই ছাত্রীর জুতো কোনও কারণে শিক্ষাকার জুতোয় লেগে গিয়েছিল ৷ তখন ওই ছাত্রীকে দিয়ে শিক্ষিকা তাঁর জুতোটি পরিষ্কার করিয়ে নেন ৷
শিক্ষিকা অবশ্য জানিয়েছেন, ছাত্রীর জুতোয় নোংরা লেগেছিল ৷ সে ওই নোংরা জুতোটি দিয়ে তাঁর জুতো পাড়িয়ে দেয় ৷ এরপর শিক্ষিকার জুতোও নোংরা হয়ে যায় ৷ তখন তিনি ছাত্রীকে তাঁর জুতো ধোওয়ার পাশাপাশি নিজের জুতোটিও ধুয়ে নিতে বলেন ৷
এদিকে ছাত্রীকে দিয়ে শিক্ষিকার জুতো পরিষ্কারের ঘটনা অভিভাবকদের নজরে আসতেই শোরগোল পড়ে যায় এলাকায় ৷ এদিন স্কুল শুরু হতেই অভিভাবকরা সমবেত হয়ে ওই স্কুল ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন ৷ ঘটনায় ওই শিক্ষিকার সঙ্গে বচসায় জড়ান অভিভাবকরা ৷ এদিকে ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে পৌঁছয় হিলি থানার পুলিশ। আসেন হিলি স্কুল পরিদর্শকের প্রতিনিধিরাও ৷ প্রশাসনিক আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং স্কুলে পঠনপাঠন শুরু হয় ৷
নির্যাতিত ছাত্রীর অভিভাবক বলেন, "আগের দিন শিশুরা স্কুলে খেলাধুলো করছিল ৷ সেই সময় দৌড়ঝাঁপ করতে গিয়ে দিদিমণির জুতোর সঙ্গে পা লেগে যায় ৷ এরপর দিদিমণি জোর করে মেয়েকে দিয়ে জুতো পরিষ্কার করান ৷ এমনকী সার্ফ দিয়ে জুতো ধুয়ে দিতেও বলেন ৷" তাঁর আরও অভিযোগ, স্কুলে মাটিতে কিছু পড়ে গেলেই তা ধুয়ে নিয়ে আসতে বলেন শিক্ষিকারা ৷ তাঁরা নির্ধারিত সময়ে স্কুলে আসেন না ৷ অনেক দেরিতে পৌঁছন ৷
অভিযুক্ত শিক্ষিকা বলেন, "ছাত্রীটি নিজের জুতোর তলায় নোংরা লাগিয়ে সেটা আমার জুতোতে লাগিয়ে দেয় ৷ আমি তাকে নিজের জুতো ধোওয়ার সময় আমার জুতোটাও ধুয়ে ফেলতে বলি ৷ জুতো পরিষ্কার করানোর মানসিকতা নিয়ে ওই কাজ করতে বলিনি ৷" তিনি এর জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন ৷