ETV Bharat / state

তারাপীঠের হোটেলের দরজাও কি এবার বন্ধ হবে বাংলাদেশিদের জন্য? - BAN ON BANGLADESH TOURISTS

ভারতের পতাকা অবমাননায় রাজ্যে বিভিন্ন জায়গায় বাংলাদেশি পর্যটক হোটেলে নিষেধাজ্ঞা ৷ তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনে বৈঠক আগামিকাল, বুধবার ৷

BAN ON BANGLADESH TOURISTS
তারাপীঠের হোটেলের দরজাও কি এবার বন্ধ হবে বাংলাদেশিদের জন্য? (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 9, 2024, 8:00 PM IST

তারাপীঠ, 9 ডিসেম্বর: শিলিগুড়ি-মালদা সহ একাধিক জায়গায় হোটেলের দরজা বাংলাদেশিদের জন্য বন্ধ হয়েছে ৷ এবার কি তেমনই পরিস্থিতি তৈরি হতে চলেছে তারাপীঠে ? কারণ, বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা ও সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের যে অভিযোগ উঠেছে, তার প্রতিবাদে তারাপীঠ লজ ও হোটেল অ্যাসোসিয়েশন বাংলাদেশি পর্যটকদের হোটেল বয়কট করার চিন্তাভাবনা করা হচ্ছে । অ্যাসোসিয়েশনের তরফ থেকে আগামিকাল, মঙ্গলবার এই নিয়ে একটি বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

প্রায় 500 লজ আছে তারাপীঠে । মা-তারার কাছে পুজো দিতে প্রতিদিন হাজার হাজার ভক্ত আসেন তারাপীঠে । রাজ্যের বাইরে ঝাড়খণ্ড, বিহার, উত্তর প্রদেশ ছাড়াও বিভিন্ন দেশ থেকেও মানুষ আসেন তারাপীঠে । শুধু ভক্ত নয়, বিভিন্ন কাজে মানুষ এসে তারাপীঠে লজ ভাড়া করে থাকেন । মঙ্গলবারের বৈঠকেই ঠিক হবে যে সেখানে বাংলাদেশিরা থাকতে পারবেন কি না !

Ban on Bangladesh Tourists
তারাপীঠ (নিজস্ব চিত্র)

তারাপীঠ লজ অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি সুনীল গিরি বলেন, "এখনও পর্যন্ত আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিইনি । তবে আগামিকাল অনেকগুলি এজেন্ডা নিয়ে আমাদের অ্যাসোসিয়েশনের একটি মিটিং আছে । এটি একটি জ্বলন্ত ইস্যু । যেহেতু রাজ্যের বিভিন্ন জেলায় হোটেল অ্যাসোসিয়েশনগুলি প্রতিবাদ করে বাংলাদেশি পর্যটকদের নিষেধাজ্ঞা জারি করছে । তাই কাল আমরা মিটিংয়ে এই বিষয় নিয়ে আলোচনা করব ।"

Ban on Bangladesh Tourists
তারাপীঠ (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, বাংলাদেশে শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ উঠতে শুরু হয় । চিন্ময়কৃষ্ণ দাস নামে এক সন্ন্যাসীকে গ্রেফতার করা হয় । এখনও তিনি জেলবন্দী। ইসকনের একাধিক সন্ন্যাসীকে গ্রেফতার করার পাশাপাশি মন্দিরে ভাঙচুর চালানোরও অভিযোগ ওঠে বাংলাদেশের অন্তর্বর্তী মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের উপর । তারপর থেকে ভারতে শুরু হয় প্রতিবাদ ।

Ban on Bangladesh Tourists
তারাপীঠের মা-তারা (নিজস্ব চিত্র)

মিছিল-মিটিং ছাড়াও বাংলাদেশিদের হোটেলে নিষেধাজ্ঞা জারি করে বিভিন্ন জেলার হোটেল সংগঠনগুলো । ইতিমধ্যে অনির্দিষ্টকালের জন্য শিলিগুড়ির সমস্ত হোটেলে বাংলাদেশি পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন হোটেল মালিকরা । এর আগে মালদা জেলার হোটেল অ্যাসোসিয়েশন বাংলাদেশি পর্যটকদের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল । এবার সেই পথেই হাঁটতে চলেছে তারাপীঠ লজ অ্যাসোসিয়েশন ।

Ban on Bangladesh Tourists
তারাপীঠের মন্দির (নিজস্ব চিত্র)

তারাপীঠ মা-তারা মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, "প্রত্যেক দেশে প্রত্যেক ধর্ম যাতে সুরক্ষিত থাকে, সেই কামনা করি । এই বিষয়টা কেন্দ্রীয় সরকারের বিষয় । তবে ধর্ম নিয়ে যাতে মানুষের মধ্যে কোনও বিভেদ না-হয় । আমাদের দেশ যাঁরা সংখ্যালঘু তাঁদের রক্ষা করার দায়িত্ব আমাদের । সেরকমই অপর দেশেও তাই । তারাপীঠে মা-তারার কাছে কোনও বিভেদ নেই, সকল ধর্মের মানুষ এখানে আসেন । আমি বিশ্বশান্তি কামনা করি ।"

Ban on Bangladesh Tourists
তারাপীঠ (নিজস্ব চিত্র)

তারাপীঠ, 9 ডিসেম্বর: শিলিগুড়ি-মালদা সহ একাধিক জায়গায় হোটেলের দরজা বাংলাদেশিদের জন্য বন্ধ হয়েছে ৷ এবার কি তেমনই পরিস্থিতি তৈরি হতে চলেছে তারাপীঠে ? কারণ, বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা ও সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের যে অভিযোগ উঠেছে, তার প্রতিবাদে তারাপীঠ লজ ও হোটেল অ্যাসোসিয়েশন বাংলাদেশি পর্যটকদের হোটেল বয়কট করার চিন্তাভাবনা করা হচ্ছে । অ্যাসোসিয়েশনের তরফ থেকে আগামিকাল, মঙ্গলবার এই নিয়ে একটি বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

প্রায় 500 লজ আছে তারাপীঠে । মা-তারার কাছে পুজো দিতে প্রতিদিন হাজার হাজার ভক্ত আসেন তারাপীঠে । রাজ্যের বাইরে ঝাড়খণ্ড, বিহার, উত্তর প্রদেশ ছাড়াও বিভিন্ন দেশ থেকেও মানুষ আসেন তারাপীঠে । শুধু ভক্ত নয়, বিভিন্ন কাজে মানুষ এসে তারাপীঠে লজ ভাড়া করে থাকেন । মঙ্গলবারের বৈঠকেই ঠিক হবে যে সেখানে বাংলাদেশিরা থাকতে পারবেন কি না !

Ban on Bangladesh Tourists
তারাপীঠ (নিজস্ব চিত্র)

তারাপীঠ লজ অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি সুনীল গিরি বলেন, "এখনও পর্যন্ত আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিইনি । তবে আগামিকাল অনেকগুলি এজেন্ডা নিয়ে আমাদের অ্যাসোসিয়েশনের একটি মিটিং আছে । এটি একটি জ্বলন্ত ইস্যু । যেহেতু রাজ্যের বিভিন্ন জেলায় হোটেল অ্যাসোসিয়েশনগুলি প্রতিবাদ করে বাংলাদেশি পর্যটকদের নিষেধাজ্ঞা জারি করছে । তাই কাল আমরা মিটিংয়ে এই বিষয় নিয়ে আলোচনা করব ।"

Ban on Bangladesh Tourists
তারাপীঠ (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, বাংলাদেশে শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ উঠতে শুরু হয় । চিন্ময়কৃষ্ণ দাস নামে এক সন্ন্যাসীকে গ্রেফতার করা হয় । এখনও তিনি জেলবন্দী। ইসকনের একাধিক সন্ন্যাসীকে গ্রেফতার করার পাশাপাশি মন্দিরে ভাঙচুর চালানোরও অভিযোগ ওঠে বাংলাদেশের অন্তর্বর্তী মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের উপর । তারপর থেকে ভারতে শুরু হয় প্রতিবাদ ।

Ban on Bangladesh Tourists
তারাপীঠের মা-তারা (নিজস্ব চিত্র)

মিছিল-মিটিং ছাড়াও বাংলাদেশিদের হোটেলে নিষেধাজ্ঞা জারি করে বিভিন্ন জেলার হোটেল সংগঠনগুলো । ইতিমধ্যে অনির্দিষ্টকালের জন্য শিলিগুড়ির সমস্ত হোটেলে বাংলাদেশি পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন হোটেল মালিকরা । এর আগে মালদা জেলার হোটেল অ্যাসোসিয়েশন বাংলাদেশি পর্যটকদের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল । এবার সেই পথেই হাঁটতে চলেছে তারাপীঠ লজ অ্যাসোসিয়েশন ।

Ban on Bangladesh Tourists
তারাপীঠের মন্দির (নিজস্ব চিত্র)

তারাপীঠ মা-তারা মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, "প্রত্যেক দেশে প্রত্যেক ধর্ম যাতে সুরক্ষিত থাকে, সেই কামনা করি । এই বিষয়টা কেন্দ্রীয় সরকারের বিষয় । তবে ধর্ম নিয়ে যাতে মানুষের মধ্যে কোনও বিভেদ না-হয় । আমাদের দেশ যাঁরা সংখ্যালঘু তাঁদের রক্ষা করার দায়িত্ব আমাদের । সেরকমই অপর দেশেও তাই । তারাপীঠে মা-তারার কাছে কোনও বিভেদ নেই, সকল ধর্মের মানুষ এখানে আসেন । আমি বিশ্বশান্তি কামনা করি ।"

Ban on Bangladesh Tourists
তারাপীঠ (নিজস্ব চিত্র)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.