তারাপীঠ, 9 ডিসেম্বর: শিলিগুড়ি-মালদা সহ একাধিক জায়গায় হোটেলের দরজা বাংলাদেশিদের জন্য বন্ধ হয়েছে ৷ এবার কি তেমনই পরিস্থিতি তৈরি হতে চলেছে তারাপীঠে ? কারণ, বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা ও সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের যে অভিযোগ উঠেছে, তার প্রতিবাদে তারাপীঠ লজ ও হোটেল অ্যাসোসিয়েশন বাংলাদেশি পর্যটকদের হোটেল বয়কট করার চিন্তাভাবনা করা হচ্ছে । অ্যাসোসিয়েশনের তরফ থেকে আগামিকাল, মঙ্গলবার এই নিয়ে একটি বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
প্রায় 500 লজ আছে তারাপীঠে । মা-তারার কাছে পুজো দিতে প্রতিদিন হাজার হাজার ভক্ত আসেন তারাপীঠে । রাজ্যের বাইরে ঝাড়খণ্ড, বিহার, উত্তর প্রদেশ ছাড়াও বিভিন্ন দেশ থেকেও মানুষ আসেন তারাপীঠে । শুধু ভক্ত নয়, বিভিন্ন কাজে মানুষ এসে তারাপীঠে লজ ভাড়া করে থাকেন । মঙ্গলবারের বৈঠকেই ঠিক হবে যে সেখানে বাংলাদেশিরা থাকতে পারবেন কি না !
তারাপীঠ লজ অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি সুনীল গিরি বলেন, "এখনও পর্যন্ত আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিইনি । তবে আগামিকাল অনেকগুলি এজেন্ডা নিয়ে আমাদের অ্যাসোসিয়েশনের একটি মিটিং আছে । এটি একটি জ্বলন্ত ইস্যু । যেহেতু রাজ্যের বিভিন্ন জেলায় হোটেল অ্যাসোসিয়েশনগুলি প্রতিবাদ করে বাংলাদেশি পর্যটকদের নিষেধাজ্ঞা জারি করছে । তাই কাল আমরা মিটিংয়ে এই বিষয় নিয়ে আলোচনা করব ।"
উল্লেখ্য, বাংলাদেশে শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ উঠতে শুরু হয় । চিন্ময়কৃষ্ণ দাস নামে এক সন্ন্যাসীকে গ্রেফতার করা হয় । এখনও তিনি জেলবন্দী। ইসকনের একাধিক সন্ন্যাসীকে গ্রেফতার করার পাশাপাশি মন্দিরে ভাঙচুর চালানোরও অভিযোগ ওঠে বাংলাদেশের অন্তর্বর্তী মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের উপর । তারপর থেকে ভারতে শুরু হয় প্রতিবাদ ।
মিছিল-মিটিং ছাড়াও বাংলাদেশিদের হোটেলে নিষেধাজ্ঞা জারি করে বিভিন্ন জেলার হোটেল সংগঠনগুলো । ইতিমধ্যে অনির্দিষ্টকালের জন্য শিলিগুড়ির সমস্ত হোটেলে বাংলাদেশি পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন হোটেল মালিকরা । এর আগে মালদা জেলার হোটেল অ্যাসোসিয়েশন বাংলাদেশি পর্যটকদের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল । এবার সেই পথেই হাঁটতে চলেছে তারাপীঠ লজ অ্যাসোসিয়েশন ।
তারাপীঠ মা-তারা মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, "প্রত্যেক দেশে প্রত্যেক ধর্ম যাতে সুরক্ষিত থাকে, সেই কামনা করি । এই বিষয়টা কেন্দ্রীয় সরকারের বিষয় । তবে ধর্ম নিয়ে যাতে মানুষের মধ্যে কোনও বিভেদ না-হয় । আমাদের দেশ যাঁরা সংখ্যালঘু তাঁদের রক্ষা করার দায়িত্ব আমাদের । সেরকমই অপর দেশেও তাই । তারাপীঠে মা-তারার কাছে কোনও বিভেদ নেই, সকল ধর্মের মানুষ এখানে আসেন । আমি বিশ্বশান্তি কামনা করি ।"