ETV Bharat / state

300-500 টাকায় ভাড়ায় মিলছে ব্যাংক অ্যাকাউন্ট ! ট্যাব দুর্নীতিতে প্রকাশ্যে নয়া তথ্য - TAB SCAM

পূর্ব বর্ধমানের পর মালদার ট্যাব কেলেঙ্কারিতেও বৈষ্ণবনগর যোগ ৷ পুলিশের জালে এক ।

TAB SCAM
300-500 টাকায় ভাড়ায় মিলছে ব্যাংক অ্যাকাউন্ট ! ট্যাব দুর্নীতিতে প্রকাশ্যে নয়া তথ্য (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2024, 8:05 PM IST

মালদা, 16 নভেম্বর: সামান্য কিছু টাকাতেই ভাড়ায় মিলছে ব্যাংক অ্যাকাউন্ট । সেই অ্যাকাউন্ট কাজে লাগিয়েই চলছে প্রতারণা । ট্যাবের টাকা কেলেঙ্কারির তদন্তে আপাতত এমনই তথ্যের হদিশ পেয়েছে মালদা জেলার স্পেশাল ইনভেস্টিগেশন টিম । পূর্ব বর্ধমানের পর মালদা জেলার ট্যাবের টাকা কেলেঙ্কারিতেও মিলেছে বৈষ্ণবনগরের যোগ । গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে ।

ধৃত ব্যক্তির নাম সেরজুল মিয়াঁ (30) । বাড়িই বৈষ্ণবনগরের তিনশতদিঘী এলাকায় । সাইবার ক্রাইম থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাজোলের ডিবি কেয়ার হাইস্কুলের এক পড়ুয়ার ট্যাবের টাকা সেরাজুল মিয়াঁর অ্যাকাউন্টে যায় ৷ ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেই টাকা তুলেও নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর । অবশেষে গতকাল রাতে বাড়ি থেকে গ্রেফতার করা হয় সেরাজুলকে ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি পুলিশকে জানিয়েছে, টাকা আসার জন্য অন্য এক ব্যক্তি তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করেছিল । ইতিমধ্যে এই চক্রের একাধিক পাণ্ডার নাম তদন্তে উঠে এসেছে । পুলিশের অনুমান, শুধুমাত্র সেরাজুলের অ্যাকাউন্ট নয়, তাঁর পরিবারের একাধিক ব্যক্তির অ্যাকাউন্টে ট্যাবের টাকার লেনদেন হয়ে থাকতে পারে । ধৃত ব্যক্তির মোবাইল যাচাই করে এই চক্রের আরও তথ্যের খোঁজ চালাচ্ছে জেলা পুলিশের এসআইটি । আরও জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হলে বিচারক 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ।

জেলা পুলিশের এসআইটি সূত্রে আরও জানা গিয়েছে, এভাবে অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের 300 থেকে 500 টাকার লোভ দেখানো হচ্ছে । ট্যাবের টাকা নির্দিষ্ট অ্যাকাউন্টের বদলে যে সমস্ত অ্যাকাউন্টে গিয়েছে, সেই সমস্ত অ্যাকাউন্টের মধ্যে ভিনরাজ্যের কিছু অ্যাকাউন্টও রয়েছে । এমনকি একই ব্যক্তির নামেও একাধিক অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে বলেও পুলিশ সূত্রে খবর ।

পূর্ব বর্ধমান জেলার পর মালদা জেলার ট্যাবের টাকা কেলেঙ্কারিতেও ফের বৈষ্ণবনগরের নাম জড়ানোয় জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে । ধৃতকে জেরা করে জেলা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিমের হাতে আরও কী নতুন তথ্য উঠে আসছে, আপাতত সেদিকেই নজর রয়েছে জেলাবাসীর ।

জেলা পুলিশের সিট ইনচার্জ তথা অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন জানান, ট্যাবের টাকা কেলেঙ্কারিতে একজনকে গ্রেফতারর করা হয়েছে । গোটা ঘটনা নিয়ে তদন্ত চলছে । তদন্তের স্বার্থে এই মুহূর্তে এখনই আর কিছু বলা সম্ভব নয় ।

মালদা, 16 নভেম্বর: সামান্য কিছু টাকাতেই ভাড়ায় মিলছে ব্যাংক অ্যাকাউন্ট । সেই অ্যাকাউন্ট কাজে লাগিয়েই চলছে প্রতারণা । ট্যাবের টাকা কেলেঙ্কারির তদন্তে আপাতত এমনই তথ্যের হদিশ পেয়েছে মালদা জেলার স্পেশাল ইনভেস্টিগেশন টিম । পূর্ব বর্ধমানের পর মালদা জেলার ট্যাবের টাকা কেলেঙ্কারিতেও মিলেছে বৈষ্ণবনগরের যোগ । গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে ।

ধৃত ব্যক্তির নাম সেরজুল মিয়াঁ (30) । বাড়িই বৈষ্ণবনগরের তিনশতদিঘী এলাকায় । সাইবার ক্রাইম থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাজোলের ডিবি কেয়ার হাইস্কুলের এক পড়ুয়ার ট্যাবের টাকা সেরাজুল মিয়াঁর অ্যাকাউন্টে যায় ৷ ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেই টাকা তুলেও নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর । অবশেষে গতকাল রাতে বাড়ি থেকে গ্রেফতার করা হয় সেরাজুলকে ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি পুলিশকে জানিয়েছে, টাকা আসার জন্য অন্য এক ব্যক্তি তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করেছিল । ইতিমধ্যে এই চক্রের একাধিক পাণ্ডার নাম তদন্তে উঠে এসেছে । পুলিশের অনুমান, শুধুমাত্র সেরাজুলের অ্যাকাউন্ট নয়, তাঁর পরিবারের একাধিক ব্যক্তির অ্যাকাউন্টে ট্যাবের টাকার লেনদেন হয়ে থাকতে পারে । ধৃত ব্যক্তির মোবাইল যাচাই করে এই চক্রের আরও তথ্যের খোঁজ চালাচ্ছে জেলা পুলিশের এসআইটি । আরও জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হলে বিচারক 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ।

জেলা পুলিশের এসআইটি সূত্রে আরও জানা গিয়েছে, এভাবে অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের 300 থেকে 500 টাকার লোভ দেখানো হচ্ছে । ট্যাবের টাকা নির্দিষ্ট অ্যাকাউন্টের বদলে যে সমস্ত অ্যাকাউন্টে গিয়েছে, সেই সমস্ত অ্যাকাউন্টের মধ্যে ভিনরাজ্যের কিছু অ্যাকাউন্টও রয়েছে । এমনকি একই ব্যক্তির নামেও একাধিক অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে বলেও পুলিশ সূত্রে খবর ।

পূর্ব বর্ধমান জেলার পর মালদা জেলার ট্যাবের টাকা কেলেঙ্কারিতেও ফের বৈষ্ণবনগরের নাম জড়ানোয় জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে । ধৃতকে জেরা করে জেলা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিমের হাতে আরও কী নতুন তথ্য উঠে আসছে, আপাতত সেদিকেই নজর রয়েছে জেলাবাসীর ।

জেলা পুলিশের সিট ইনচার্জ তথা অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন জানান, ট্যাবের টাকা কেলেঙ্কারিতে একজনকে গ্রেফতারর করা হয়েছে । গোটা ঘটনা নিয়ে তদন্ত চলছে । তদন্তের স্বার্থে এই মুহূর্তে এখনই আর কিছু বলা সম্ভব নয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.