ETV Bharat / state

ন্যাশনাল মেডিক্যাল কলেজে মারধরের ঘটনায় রিপোর্ট তলব স্বাস্থ্যভবনের - National Medical College Incident - NATIONAL MEDICAL COLLEGE INCIDENT

National Medical College Incident: কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে রোগীর পরিবারের সদস্যদের মারধরের ঘটনায় রিপোর্ট তলব করল স্বাস্থ্যভবন ৷ গোটা বিষয়টি খতিয়ে দেখতে ডিনের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে ৷ তিন দিনের মধ্যে এই কমিটি রিপোর্ট দেবে স্বাস্থ্য ভবনকে ৷

ETV BHARAT
ন্যাশনাল মেডিক্যাল কলেজে মারধরের ঘটনায় রিপোর্ট তলব স্বাস্থ্যভবনের (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 2, 2024, 5:19 PM IST

কলকাতা, 2 জুলাই: চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে রবিবারের ঘটনা খতিয়ে দেখতে স্বাস্থ্যভবনের নির্দেশে কমিটি গঠন করা হল ৷ পাঁচ সদস্যের মেডিক্যাল টিম পুরো বিষয়টি খতিয়ে দেখবে । রবিবার ঠিক কী হয়েছিল ন্যাশনাল মেডিক্যাল কলেজে, কেন রোগীর পরিবারের গায়ে হাত দেওয়া হল, তা খতিয়ে দেখা হবে । হাসপাতালে ডিনের নেতৃত্বে গঠন করা হয়েছে এই কমিটি । আগামী তিন দিনের মধ্যে স্বাস্থ্যভবনে রিপোর্ট পেশ করা হবে ।

রবিবার দিনে-দুপুরে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা । রোগীর পরিবারের গায়ে হাত তুলতে দেখা গিয়েছে কনস্টেবল এবং সিভিক ভলেন্টিয়ারকে । এমনকী তাঁদের লাঠিচার্জও করতে দেখা যায় । রোগীর পরিবারের অভিযোগ, কোনও মহিলা পুলিশ না-থাকা সত্ত্বেও, মহিলার গায়ে হাত দিয়েছেন পুরুষ সিভিক ভলেন্টিয়ার ও কনস্টেবল ।

এরপরে বিষয়টিকে নিয়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজের সুপারের কাছে অভিযোগ জানিয়েছে রোগীর পরিবার । অভিযোগ পেয়ে পদক্ষেপ করেছে স্বাস্থ্যভবন । ওইদিন রোগীর পরিবারের গায়ে হাত তুলতে দেখা গিয়েছিল সিভিক ভলেন্টিয়ার রশিদ এবং দুই কনস্টেবল সুকদেব ও বাপ্পা মণ্ডলকে । তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । কোন পরিস্থিতিতে ও কার নির্দেশে রোগীর পরিবারের গায়ে হাত তোলা হল তাও জানতে চাওয়া হয়েছে ।

প্রসঙ্গত, রোগীকে ইঞ্জেকশন দেওয়াকে ঘিরে রবিবার বচসার সূত্রপাত । পরে হাসপাতালের বাইরে রোগীর আত্মীয়রা বিক্ষোভ দেখালে দুপুরে উত্তেজনা ছড়ায় কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ পরবর্তীতে ঘটনাস্থলে আসে পুলিশ । কিন্তু অভিযোগ, পুলিশের উপস্থিতিতে সংশ্লিষ্ট রোগীর পরিবারের সদস্যদের লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন এক সিভিক ভলান্টিয়ার । লাঠিচার্জ করেন পুলিশ আধিকারিকরাও ৷ আক্রান্তদের মধ্যে রয়েছেন এক মহিলাও ৷ এই ঘটনায় হুলুস্থুল বেঁধে যায় ন্যাশনাল মেডিক্যাল কলেজ চত্বরে । সেই ঘটনারই বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বাস্থ্যভবন ৷

কলকাতা, 2 জুলাই: চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে রবিবারের ঘটনা খতিয়ে দেখতে স্বাস্থ্যভবনের নির্দেশে কমিটি গঠন করা হল ৷ পাঁচ সদস্যের মেডিক্যাল টিম পুরো বিষয়টি খতিয়ে দেখবে । রবিবার ঠিক কী হয়েছিল ন্যাশনাল মেডিক্যাল কলেজে, কেন রোগীর পরিবারের গায়ে হাত দেওয়া হল, তা খতিয়ে দেখা হবে । হাসপাতালে ডিনের নেতৃত্বে গঠন করা হয়েছে এই কমিটি । আগামী তিন দিনের মধ্যে স্বাস্থ্যভবনে রিপোর্ট পেশ করা হবে ।

রবিবার দিনে-দুপুরে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা । রোগীর পরিবারের গায়ে হাত তুলতে দেখা গিয়েছে কনস্টেবল এবং সিভিক ভলেন্টিয়ারকে । এমনকী তাঁদের লাঠিচার্জও করতে দেখা যায় । রোগীর পরিবারের অভিযোগ, কোনও মহিলা পুলিশ না-থাকা সত্ত্বেও, মহিলার গায়ে হাত দিয়েছেন পুরুষ সিভিক ভলেন্টিয়ার ও কনস্টেবল ।

এরপরে বিষয়টিকে নিয়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজের সুপারের কাছে অভিযোগ জানিয়েছে রোগীর পরিবার । অভিযোগ পেয়ে পদক্ষেপ করেছে স্বাস্থ্যভবন । ওইদিন রোগীর পরিবারের গায়ে হাত তুলতে দেখা গিয়েছিল সিভিক ভলেন্টিয়ার রশিদ এবং দুই কনস্টেবল সুকদেব ও বাপ্পা মণ্ডলকে । তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । কোন পরিস্থিতিতে ও কার নির্দেশে রোগীর পরিবারের গায়ে হাত তোলা হল তাও জানতে চাওয়া হয়েছে ।

প্রসঙ্গত, রোগীকে ইঞ্জেকশন দেওয়াকে ঘিরে রবিবার বচসার সূত্রপাত । পরে হাসপাতালের বাইরে রোগীর আত্মীয়রা বিক্ষোভ দেখালে দুপুরে উত্তেজনা ছড়ায় কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ পরবর্তীতে ঘটনাস্থলে আসে পুলিশ । কিন্তু অভিযোগ, পুলিশের উপস্থিতিতে সংশ্লিষ্ট রোগীর পরিবারের সদস্যদের লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন এক সিভিক ভলান্টিয়ার । লাঠিচার্জ করেন পুলিশ আধিকারিকরাও ৷ আক্রান্তদের মধ্যে রয়েছেন এক মহিলাও ৷ এই ঘটনায় হুলুস্থুল বেঁধে যায় ন্যাশনাল মেডিক্যাল কলেজ চত্বরে । সেই ঘটনারই বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বাস্থ্যভবন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.