কাঁথি, 9 ডিসেম্বর: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ নিয়ে ফের সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ পাশাপাশি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের চারদিনে কলকাতা দখলের দাবিকে তীব্র কটাক্ষ করলেন তিনি ৷ একই সঙ্গে রবিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সমবায় নির্বাচনে বোমাবাজির ঘটনা নিয়েও সরব হয়েছেন তিনি ৷ কাঁথিতে প্রতিবাদ মিছিল থেকে ওই ঘটনায় এনআইএ তদন্তের দাবি তুলেছেন বিরোধী দলনেতা ৷
শুভেন্দু অধিকারী রবিবার বাংলাদেশ ইস্যুতে বলেন, "ঢাকায় দাঁড়িয়ে বলা হয়েছে, চারঘণ্টার মধ্যে নাকি কলকাতা দখল করবে ৷ ওই লোকগুলো কোনও স্কুল-কলেজে পড়েছে বলে আমার জানা নেই ৷ বিজ্ঞানের ন্যূনতম ধ্যান ধারণা ওদের নেই ৷... আমাদের হাসিমারা বিমানঘাঁটিতে ভারতীয় নৌসেনার যে রাফাল বিমানগুলো রাখা আছে, তার একটা যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে তার আওয়াজে ওদের প্যান্টে বাথরুম হয়ে যাবে ৷"
তাঁর সংযোজন, "ভারত কত বেশি সামরিক শক্তি ধরে এটা রাশিয়া, চিন, আমেরিকা জানে ৷ ভারত থেকে আলু ও পেঁয়াজ না-গেলে বাংলাদেশিদের খাওয়া জোটে না ৷ এমনকি নুন তৈরির আয়োডিন পাঠায় ভারত ৷ তারপরে পরিশুদ্ধ নুন তৈরি হয় ৷"
ভারত থেকে নিয়ে যাওয়া স্ত্রীর শাড়ি পুড়িয়ে বাংলাদেশে প্রতিবাদ করেছিলেন বিএনপি নেতা রুহুল কবীর রিজভি ৷ এবার তাঁকেও কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, "কে একটা বেয়াদব আছে বিএনপির ৷ তাঁর বউয়ের শাড়ি পোড়াচ্ছিল ৷...আমি বলতে চাই, তুমি কিছুদিন আগে কলকাতায় এসেছিলে ৷ তোমার হার্টে একটা রিং বসিয়ে নিয়ে গিয়েছো ৷ ওটা ভারতের তৈরি ৷ ওটা খুলে বের করে দাও ৷ বউয়ের শাড়ি পরে পোড়াবে ৷ এরা আমাদের উপর নির্ভর করে ৷ আমরা ওদের উপর নির্ভর করি না ৷"
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার ও চিন্ময়কৃষ্ণ দাস-সহ সমস্ত সনাতনীদের নিঃস্বার্থভাবে মুক্তির দাবিতে রবিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের ঘরের মাটি কাঁথি শহরে প্রতিবাদ মিছিল করেন । এই মিছিলে কয়েক হাজার মানুষ তাঁর সঙ্গে পা মেলান । হাইস্কুল সংলগ্ন মোড় থেকে শহর পরিক্রমা করে প্রায় দু’কিলোমিটার পায়ে হেঁটে কাঁথির খড়গপুর বাইপাসে মিছিল শেষ হয় ।
কাঁথির খড়গপুর বাইপাস সংলগ্ন রাস্তার পাশে অস্থায়ী স্টেজ করে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এদিন মঞ্চ থেকে তিনি বলেন, "গত শুক্রবার দারুয়া থেকে কাঁথি চৌরঙ্গী মোড় পর্যন্ত একটি মিছিল করা হয়েছিল । সেই মিছিল থেকে যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়েছে । কোথাকার সম্বলের ঘটনা, কোথাকার আজমেঢ়ের ঘটনা, কোর্ট কী বলছে, তাই নিয়ে এখানে গরম গরম আওয়াজ দেওয়া হয়েছে ।’’
তিনি আরও বলেন, ‘‘সনাতনীরা, শান্ত সংযত । অত্যন্ত শান্ত আমাদের ধর্ম তাই শেখায় । আমাদেরকে গীতা বেদ তাই শেখায় । আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে । আমরা তাদেরকে হুমকি দিতে চাই না । আমি শুধু একটা কথা বলতে চাই, বেশি লাফালাফি করবেন না ।"
এদিকে রবিবার নন্দীগ্রামে সমবায় নির্বাচন ঘিরে বোমাবাজির অভিযোগ ওঠে ৷ সেই ঘটনা নিয়ে কাঁথির সভা শেষে মুখ খোলেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, "তৃণমূলের শেষ আশ্রয়স্থল বোমা । বোমা ফেলেছে, আমরা এফআইআর করব এবং এনআইএ তদন্ত করাব ।"