ETV Bharat / state

হাসিমারা থেকে একটা রাফাল যদি পাঠানো হয়..., বাংলাদেশকে পালটা হুঁশিয়ারি শুভেন্দুর - SUVENDU ADHIKARI

বিএনপি নেতাকে শুভেন্দুর কটাক্ষ, বউয়ের শাড়ি পরে পোড়াবে ৷ তোমার হার্টে রিং বসিয়ে নিয়ে গিয়েছো ৷ ওটা ভারতের তৈরি ৷ খুলে বের করে দাও ৷

Suvendu Adhikari
কাঁথিতে প্রতিবাদ মিছিল থেকে বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 9, 2024, 12:17 PM IST

কাঁথি, 9 ডিসেম্বর: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ নিয়ে ফের সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ পাশাপাশি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের চারদিনে কলকাতা দখলের দাবিকে তীব্র কটাক্ষ করলেন তিনি ৷ একই সঙ্গে রবিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সমবায় নির্বাচনে বোমাবাজির ঘটনা নিয়েও সরব হয়েছেন তিনি ৷ কাঁথিতে প্রতিবাদ মিছিল থেকে ওই ঘটনায় এনআইএ তদন্তের দাবি তুলেছেন বিরোধী দলনেতা ৷

শুভেন্দু অধিকারী রবিবার বাংলাদেশ ইস্যুতে বলেন, "ঢাকায় দাঁড়িয়ে বলা হয়েছে, চারঘণ্টার মধ্যে নাকি কলকাতা দখল করবে ৷ ওই লোকগুলো কোনও স্কুল-কলেজে পড়েছে বলে আমার জানা নেই ৷ বিজ্ঞানের ন্যূনতম ধ্যান ধারণা ওদের নেই ৷... আমাদের হাসিমারা বিমানঘাঁটিতে ভারতীয় নৌসেনার যে রাফাল বিমানগুলো রাখা আছে, তার একটা যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে তার আওয়াজে ওদের প্যান্টে বাথরুম হয়ে যাবে ৷"

বাংলাদেশকে পালটা হুঁশিয়ারি শুভেন্দুর (ইটিভি ভারত)

তাঁর সংযোজন, "ভারত কত বেশি সামরিক শক্তি ধরে এটা রাশিয়া, চিন, আমেরিকা জানে ৷ ভারত থেকে আলু ও পেঁয়াজ না-গেলে বাংলাদেশিদের খাওয়া জোটে না ৷ এমনকি নুন তৈরির আয়োডিন পাঠায় ভারত ৷ তারপরে পরিশুদ্ধ নুন তৈরি হয় ৷"

ভারত থেকে নিয়ে যাওয়া স্ত্রীর শাড়ি পুড়িয়ে বাংলাদেশে প্রতিবাদ করেছিলেন বিএনপি নেতা রুহুল কবীর রিজভি ৷ এবার তাঁকেও কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, "কে একটা বেয়াদব আছে বিএনপির ৷ তাঁর বউয়ের শাড়ি পোড়াচ্ছিল ৷...আমি বলতে চাই, তুমি কিছুদিন আগে কলকাতায় এসেছিলে ৷ তোমার হার্টে একটা রিং বসিয়ে নিয়ে গিয়েছো ৷ ওটা ভারতের তৈরি ৷ ওটা খুলে বের করে দাও ৷ বউয়ের শাড়ি পরে পোড়াবে ৷ এরা আমাদের উপর নির্ভর করে ৷ আমরা ওদের উপর নির্ভর করি না ৷"

Suvendu Adhikari
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে মিছিল কাঁথিতে (নিজস্ব ছবি)

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার ও চিন্ময়কৃষ্ণ দাস-সহ সমস্ত সনাতনীদের নিঃস্বার্থভাবে মুক্তির দাবিতে রবিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের ঘরের মাটি কাঁথি শহরে প্রতিবাদ মিছিল করেন । এই মিছিলে কয়েক হাজার মানুষ তাঁর সঙ্গে পা মেলান । হাইস্কুল সংলগ্ন মোড় থেকে শহর পরিক্রমা করে প্রায় দু’কিলোমিটার পায়ে হেঁটে কাঁথির খড়গপুর বাইপাসে মিছিল শেষ হয় ।

কাঁথির খড়গপুর বাইপাস সংলগ্ন রাস্তার পাশে অস্থায়ী স্টেজ করে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এদিন মঞ্চ থেকে তিনি বলেন, "গত শুক্রবার দারুয়া থেকে কাঁথি চৌরঙ্গী মোড় পর্যন্ত একটি মিছিল করা হয়েছিল । সেই মিছিল থেকে যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়েছে । কোথাকার সম্বলের ঘটনা, কোথাকার আজমেঢ়ের ঘটনা, কোর্ট কী বলছে, তাই নিয়ে এখানে গরম গরম আওয়াজ দেওয়া হয়েছে ।’’

Suvendu Adhikari
প্রতিবাদ মিছিলে পা মেলালেন শুভেন্দু অধিকারী (নিজস্ব ছবি)

তিনি আরও বলেন, ‘‘সনাতনীরা, শান্ত সংযত । অত্যন্ত শান্ত আমাদের ধর্ম তাই শেখায় । আমাদেরকে গীতা বেদ তাই শেখায় । আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে । আমরা তাদেরকে হুমকি দিতে চাই না । আমি শুধু একটা কথা বলতে চাই, বেশি লাফালাফি করবেন না ।"

এদিকে রবিবার নন্দীগ্রামে সমবায় নির্বাচন ঘিরে বোমাবাজির অভিযোগ ওঠে ৷ সেই ঘটনা নিয়ে কাঁথির সভা শেষে মুখ খোলেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, "তৃণমূলের শেষ আশ্রয়স্থল বোমা । বোমা ফেলেছে, আমরা এফআইআর করব এবং এনআইএ তদন্ত করাব ।"

কাঁথি, 9 ডিসেম্বর: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ নিয়ে ফের সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ পাশাপাশি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের চারদিনে কলকাতা দখলের দাবিকে তীব্র কটাক্ষ করলেন তিনি ৷ একই সঙ্গে রবিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সমবায় নির্বাচনে বোমাবাজির ঘটনা নিয়েও সরব হয়েছেন তিনি ৷ কাঁথিতে প্রতিবাদ মিছিল থেকে ওই ঘটনায় এনআইএ তদন্তের দাবি তুলেছেন বিরোধী দলনেতা ৷

শুভেন্দু অধিকারী রবিবার বাংলাদেশ ইস্যুতে বলেন, "ঢাকায় দাঁড়িয়ে বলা হয়েছে, চারঘণ্টার মধ্যে নাকি কলকাতা দখল করবে ৷ ওই লোকগুলো কোনও স্কুল-কলেজে পড়েছে বলে আমার জানা নেই ৷ বিজ্ঞানের ন্যূনতম ধ্যান ধারণা ওদের নেই ৷... আমাদের হাসিমারা বিমানঘাঁটিতে ভারতীয় নৌসেনার যে রাফাল বিমানগুলো রাখা আছে, তার একটা যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে তার আওয়াজে ওদের প্যান্টে বাথরুম হয়ে যাবে ৷"

বাংলাদেশকে পালটা হুঁশিয়ারি শুভেন্দুর (ইটিভি ভারত)

তাঁর সংযোজন, "ভারত কত বেশি সামরিক শক্তি ধরে এটা রাশিয়া, চিন, আমেরিকা জানে ৷ ভারত থেকে আলু ও পেঁয়াজ না-গেলে বাংলাদেশিদের খাওয়া জোটে না ৷ এমনকি নুন তৈরির আয়োডিন পাঠায় ভারত ৷ তারপরে পরিশুদ্ধ নুন তৈরি হয় ৷"

ভারত থেকে নিয়ে যাওয়া স্ত্রীর শাড়ি পুড়িয়ে বাংলাদেশে প্রতিবাদ করেছিলেন বিএনপি নেতা রুহুল কবীর রিজভি ৷ এবার তাঁকেও কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, "কে একটা বেয়াদব আছে বিএনপির ৷ তাঁর বউয়ের শাড়ি পোড়াচ্ছিল ৷...আমি বলতে চাই, তুমি কিছুদিন আগে কলকাতায় এসেছিলে ৷ তোমার হার্টে একটা রিং বসিয়ে নিয়ে গিয়েছো ৷ ওটা ভারতের তৈরি ৷ ওটা খুলে বের করে দাও ৷ বউয়ের শাড়ি পরে পোড়াবে ৷ এরা আমাদের উপর নির্ভর করে ৷ আমরা ওদের উপর নির্ভর করি না ৷"

Suvendu Adhikari
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে মিছিল কাঁথিতে (নিজস্ব ছবি)

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার ও চিন্ময়কৃষ্ণ দাস-সহ সমস্ত সনাতনীদের নিঃস্বার্থভাবে মুক্তির দাবিতে রবিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের ঘরের মাটি কাঁথি শহরে প্রতিবাদ মিছিল করেন । এই মিছিলে কয়েক হাজার মানুষ তাঁর সঙ্গে পা মেলান । হাইস্কুল সংলগ্ন মোড় থেকে শহর পরিক্রমা করে প্রায় দু’কিলোমিটার পায়ে হেঁটে কাঁথির খড়গপুর বাইপাসে মিছিল শেষ হয় ।

কাঁথির খড়গপুর বাইপাস সংলগ্ন রাস্তার পাশে অস্থায়ী স্টেজ করে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এদিন মঞ্চ থেকে তিনি বলেন, "গত শুক্রবার দারুয়া থেকে কাঁথি চৌরঙ্গী মোড় পর্যন্ত একটি মিছিল করা হয়েছিল । সেই মিছিল থেকে যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়েছে । কোথাকার সম্বলের ঘটনা, কোথাকার আজমেঢ়ের ঘটনা, কোর্ট কী বলছে, তাই নিয়ে এখানে গরম গরম আওয়াজ দেওয়া হয়েছে ।’’

Suvendu Adhikari
প্রতিবাদ মিছিলে পা মেলালেন শুভেন্দু অধিকারী (নিজস্ব ছবি)

তিনি আরও বলেন, ‘‘সনাতনীরা, শান্ত সংযত । অত্যন্ত শান্ত আমাদের ধর্ম তাই শেখায় । আমাদেরকে গীতা বেদ তাই শেখায় । আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে । আমরা তাদেরকে হুমকি দিতে চাই না । আমি শুধু একটা কথা বলতে চাই, বেশি লাফালাফি করবেন না ।"

এদিকে রবিবার নন্দীগ্রামে সমবায় নির্বাচন ঘিরে বোমাবাজির অভিযোগ ওঠে ৷ সেই ঘটনা নিয়ে কাঁথির সভা শেষে মুখ খোলেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, "তৃণমূলের শেষ আশ্রয়স্থল বোমা । বোমা ফেলেছে, আমরা এফআইআর করব এবং এনআইএ তদন্ত করাব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.