মেদিনীপুর, 8 নভেম্বর: মহামিছিল বাতিল হলেও প্রার্থীকে নিয়ে হেঁটেই প্রচার করলেন শুভেন্দু অধিকারী। তবে প্রচারের আগে জেলার পুলিশ সুপার এবং পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে বেনজির আক্রমণ করলেন বিজেপি নেতা । জেলার পুলিশ আধিকারিকরা পরকীয়ার সঙ্গে জড়িত, তাঁদের চরিত্র খারাপ বলে অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা ৷
মেদিনীপুরে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের সমর্থনে মহামিছিল বাতিল নিয়ে পুলিশ সুপারের সঙ্গেই জেলার বিভিন্ন থানার আইসি, ওসিদের বেনজির আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। পুলিশ সুপার ধৃতিমানকে 'নোংরা ছেলে' বলার পাশাপাশি জেলার আইসি, ওসি-রা পরকীয়ায় জড়িত বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা।
মেদিনীপুরের উপনির্বাচন রয়েছে 13 নভেম্বর ৷ এই ভোট নিয়ে ইতিমধ্যে শাসক-বিরোধী দু'পক্ষই প্রচারে ঝড় তুলেছে ৷ বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের হয়ে এদিন প্রচার করেন বিরোধী দলনেতা। তবে তাঁর মহামিছিল নিয়ে জল ঘোলা হল জেলাতে। বিজেপির অভিযোগ, অনেক আগেই মহামিছিলের আবেদন করার পরও 24 ঘণ্টা আগে সেই মিছিল বাতিল করে জেলা পুলিশ। আর যা নিয়ে অশান্তি ছড়িয়েছে জেলায়।
যদিও এদিন দলীয় প্রার্থীর হয়ে পায়ে হেঁটে প্রচার করেন শুভেন্দু ৷ তিনি মিছিল করার আগেই এক প্রস্থ সাংবাদিক বৈঠক করেন তিনি। আর সেখানেই ক্ষোভ উগরে দিয়েছেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার ও আইসি, ওসিদের বিরুদ্ধে। তিনি বলেন, "মেদিনীপুরের পুলিশ সুপার অতি নোংরা ছেলে ৷ এই পুলিশ সুপার শুধুমাত্র গরুপাচার করে ৷ আর সেই পাচারের টাকা ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ডহারবারে পৌঁছে দেন। বালি খাদানের টাকা পৌঁছে দেন ৷ যার সমস্ত নথি আমার কাছে আছে ।"
এরপর জেলার ওসি, আইসিদের নিয়ে মন্তব্য করতে গিয়ে শুভেন্দু বলেন, "এদের চরিত্র অত্যন্ত খারাপ। এরা প্রত্যেকে পরকীয়ার সঙ্গে জড়িত। আর বেশি দিন নেই ৷ আর মাত্র 12-14 মাস হাতে আছে। যেভাবে পূর্ব মেদিনীপুরে উৎখাত করে ফেলে দিয়েছি, ঠিক সেভাবে গোটা রাজ্য থেকে উপড়ে ফেলে দেব 2026 সালে। এখন কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।"