ETV Bharat / state

17 জুন পর্যন্ত কোনও পদক্ষেপ নয়, হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে শুভেন্দু - Suvendu Moves Cal HC - SUVENDU MOVES CAL HC

CAL HC on Suvendu Adhikari: কলকাতা হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ কোলাঘাটের অফিসে তল্লাশি নিয়ে মামলায় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, এই ক্ষেত্রে 17 জুন পর্যন্ত মামলাকারীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না ।

calcutta high court
কলকাতা হাইকোর্ট (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 24, 2024, 5:00 PM IST

কলকাতা, 24 মে: কোলাঘাটের অফিসে তল্লাশির বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলায় আপাতত স্বস্তিতে তিনি । পুলিশকে আপাতত, অর্থাৎ নির্বাচনের ফলাফল ঘোষণার অন্তত এক সপ্তাহ পর পর্যন্ত এই ধরনের তল্লাশি করা থেকে বিরত করার আর্জি জানিয়েছিলেন বিরোধী দলনেতা । যদিও রাজ্যের বক্তব্য এই তল্লাশির সঙ্গে বিরোধী দলনেতার কোনও যোগ নেই ।

তবে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, যে এফআইয়ার দায়ের হয়েছে তার পরিপ্রেক্ষিতে 17 জুন পর্যন্ত মামলাকারীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না । এফআইআর নিয়ে যদি জরুরি ভিত্তিতে কিছু করার প্রয়োজন হয়, তাহলে তা করার আগে আদালতের অনুমতি নিতে হবে । 10 জুন এই মামলার ফের শুনানি হবে ।

শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা হচ্ছে । শাসক দল পুলিশকে ব্যবহার করে সমস্যা তৈরি করার চেষ্টা করছে । এর আগে নন্দীগ্রামে ভোটের সময়ও (বিধানসভা নির্বাচন) একই রকম করা হয়েছিল ৷ শুভেন্দুর সহযোগীদের একইভাবে হেনস্থা করা হয়েছে ।

তখন রাজ্যের আইনজীবী সম্রাট সেন পালটা সওয়ালে বলেন, পুলিশের কাছে খবর ছিল, কোনও এক জায়গায় সেখানে অস্ত্র এবং টাকা রাখা হয়েছে । পুলিশের দায়িত্ব, এ ব্যাপারে অনুসন্ধান করা । পুলিশ নিজের কাজ করেছে । তারা রেড করতে গিয়ে প্রবল বাধার সম্মুখীন হয় । ফলে চলে আসে । পরে পুলিশ এফআইআর করে । রাজ্যের আইনজীবী আরও জানান, মামলাকারী (শুভেন্দু অধিকারী) দাবি করেছেন, ওই ব্যক্তির সঙ্গে তাঁর কোনও যোগ নেই । ফলে এই ঘটনায় তদন্ত হলে তাঁর কীসের অসুবিধা ?

আরও পড়ুন: কোলাঘাটের অফিস ভাঙার অভিযোগ, পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে শুভেন্দু

এরপর বিচারপতি অমৃতা সিনহা জানান, তদন্ত চলুক । তবে আপাতত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা চলবে না ৷ হাইকোর্টের গরমের ছুটি শেষ হওয়ার পর এই মামলার শুনানি হবে ৷ শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বিচারপতিকে বলেন, যেখানে অনুসন্ধান চলানো হয়েছে সেই জায়গাটা শুভেন্দু অধিকারীর অফিস ও থাকার জায়গা । তার প্রেক্ষিতেই রাজ্যের আইনজীবী সম্রাট সেন বলেন, "কোনও প্রমাণ আছে ?"

দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, আপাতত বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না । এমনিতেই শুভেন্দু অধিকারীর সুরক্ষাকবচ রয়েছে হাইকোর্টের নির্দেশেই। এছাড়াও এই মামলার প্রেক্ষিতে নির্বাচনী পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা চলবে না বলে নির্দেশ দিলেন বিচারপতি সিনহা ।

আরও পড়ুন: বাংলাদেশি সাংসদ খুনে ধৃত কসাইয়ের 12 দিনের সিআইডি হেফাজত

কলকাতা, 24 মে: কোলাঘাটের অফিসে তল্লাশির বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলায় আপাতত স্বস্তিতে তিনি । পুলিশকে আপাতত, অর্থাৎ নির্বাচনের ফলাফল ঘোষণার অন্তত এক সপ্তাহ পর পর্যন্ত এই ধরনের তল্লাশি করা থেকে বিরত করার আর্জি জানিয়েছিলেন বিরোধী দলনেতা । যদিও রাজ্যের বক্তব্য এই তল্লাশির সঙ্গে বিরোধী দলনেতার কোনও যোগ নেই ।

তবে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, যে এফআইয়ার দায়ের হয়েছে তার পরিপ্রেক্ষিতে 17 জুন পর্যন্ত মামলাকারীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না । এফআইআর নিয়ে যদি জরুরি ভিত্তিতে কিছু করার প্রয়োজন হয়, তাহলে তা করার আগে আদালতের অনুমতি নিতে হবে । 10 জুন এই মামলার ফের শুনানি হবে ।

শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা হচ্ছে । শাসক দল পুলিশকে ব্যবহার করে সমস্যা তৈরি করার চেষ্টা করছে । এর আগে নন্দীগ্রামে ভোটের সময়ও (বিধানসভা নির্বাচন) একই রকম করা হয়েছিল ৷ শুভেন্দুর সহযোগীদের একইভাবে হেনস্থা করা হয়েছে ।

তখন রাজ্যের আইনজীবী সম্রাট সেন পালটা সওয়ালে বলেন, পুলিশের কাছে খবর ছিল, কোনও এক জায়গায় সেখানে অস্ত্র এবং টাকা রাখা হয়েছে । পুলিশের দায়িত্ব, এ ব্যাপারে অনুসন্ধান করা । পুলিশ নিজের কাজ করেছে । তারা রেড করতে গিয়ে প্রবল বাধার সম্মুখীন হয় । ফলে চলে আসে । পরে পুলিশ এফআইআর করে । রাজ্যের আইনজীবী আরও জানান, মামলাকারী (শুভেন্দু অধিকারী) দাবি করেছেন, ওই ব্যক্তির সঙ্গে তাঁর কোনও যোগ নেই । ফলে এই ঘটনায় তদন্ত হলে তাঁর কীসের অসুবিধা ?

আরও পড়ুন: কোলাঘাটের অফিস ভাঙার অভিযোগ, পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে শুভেন্দু

এরপর বিচারপতি অমৃতা সিনহা জানান, তদন্ত চলুক । তবে আপাতত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা চলবে না ৷ হাইকোর্টের গরমের ছুটি শেষ হওয়ার পর এই মামলার শুনানি হবে ৷ শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বিচারপতিকে বলেন, যেখানে অনুসন্ধান চলানো হয়েছে সেই জায়গাটা শুভেন্দু অধিকারীর অফিস ও থাকার জায়গা । তার প্রেক্ষিতেই রাজ্যের আইনজীবী সম্রাট সেন বলেন, "কোনও প্রমাণ আছে ?"

দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, আপাতত বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না । এমনিতেই শুভেন্দু অধিকারীর সুরক্ষাকবচ রয়েছে হাইকোর্টের নির্দেশেই। এছাড়াও এই মামলার প্রেক্ষিতে নির্বাচনী পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা চলবে না বলে নির্দেশ দিলেন বিচারপতি সিনহা ।

আরও পড়ুন: বাংলাদেশি সাংসদ খুনে ধৃত কসাইয়ের 12 দিনের সিআইডি হেফাজত

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.