ETV Bharat / state

নন্দীগ্রামে বিজেপি কর্মীকে খুনে সিবিআই তদন্তের দাবি শুভেন্দুর - Suvendu Adhikari - SUVENDU ADHIKARI

Suvendu Adhikari on Party Worker Murder: রাজ্য পুলিশের উপর ভরসা নেই ! নন্দীগ্রামে বিজেপি কর্মীকে খুনে সিবিআই তদন্তের দাবি জানালেন শুভেন্দু অধিকারী ৷ পাশাপাশি আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷

Suvendu Adhikari
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 23, 2024, 7:52 PM IST

Updated : May 23, 2024, 10:05 PM IST

নন্দীগ্রাম, 23 মে: নন্দীগ্রামে মহিলা বিজেপি কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ এই ঘটনার এবার সিবিআই তদন্তের দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের বৃহস্পতিবার দেখতে যান তিনি ৷ সেখান থেকে বেরিয়ে নন্দীগ্রামের বিধায়ক বলেন, "বিজেপি কর্মীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ৷ আমরা এর সিবিআই তদন্ত চাই ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিছু করবে না ৷ পুলিশ ছাড়া তৃণমূলের অস্তিত্ব নেই ৷ সাতদিনের মধ্যে পুলিশ ব্যবস্থা না-নিলে মৃতের পরিবার আদালতের দ্বারস্থ হবে ৷"

নতুন করে উত্তেজনা নন্দীগ্রামে (ইটিভি ভারত)

তাঁর অভিযোগ, "অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মদতে তৃণমূলের গুন্ডা ও দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের উপর আক্রমণ করেছে ৷ সাতজনকে হাসপাতালে আনা হয়েছে ৷ তিনজন হাসতাপালে ভরতি রয়েছেন ৷ মৃতের ছেলে সঞ্জয় আড়ির চোখ নষ্ট হয়ে গিয়েছে ৷ তাঁকে কলকাতায় রেফার করা হয়েছে ৷ রথিবালা আড়ির মেয়ে 25 জনের নামে থানায় এফআইআর করেছেন ৷ বিজেপি কর্মীরা অভিযুক্তদের ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে ৷ কিন্তু বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ হয়েছে ৷ তবে খুনিদের গ্রেফতার করেনি পুলিশ ৷"

সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে আহতদের দেখে সোজা নন্দীগ্রাম থানায় যান শুভেন্দু অধিকারী ৷ নন্দীগ্রাম থানার মুখে ঢুকতেই কেন্দ্রীয় বাহিনীকে দেখতে পান তিনি ৷ সেখানে দাঁড়িয়ে তাদের বিরোধী দলনেতা বলেন, "উপর মহল থেকে নির্দেশ নিয়ে কাশ্মীরের মতো বাংলাকে শায়েস্তা করুন ৷ খুনিদের সঙ্গে মিটিং করছেন আইসি ৷ তাঁকে মজা দেখাচ্ছি ৷" এরপর সোজা থানায় ঢুকে পুলিশ আধিকারিককে ধমকান শুভেন্দু অধিকারী ৷ বলেন, "আমরা পুলিশে অভিযোগ করেছি ৷ অভিযোগ নিয়েছেন তার এফআইআর নম্বর দিন ৷ এফআইআর নম্বর না-নিয়ে এখান থেকে আমি যাব না ৷"

অন্যদিকে দলীয় কর্মীদের উপর আক্রমণের ঘটনায় নন্দীগ্রাম থানা ঘেরাও করে দফায় দফায় বিক্ষোভ দেখায় বিজেপি ৷ তৃণমূলের ঝান্ডা নিয়ে আইসির ঘরের সমানে টাঙিয়ে দেয় ৷ পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য নন্দীগ্রাম থানায় এলে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা ৷ পরে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায় ৷ সূত্রের খবর, নন্দীগ্রামের ঘটনায় তৃণমূল কর্মী দেবু রায় নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ সঙ্গে এক মহিলাকে আটক করা হয়েছে ৷ পাশাপাশি একজন আত্মসমর্পণ করেছেন ৷

আরও পড়ুন:

  1. ফের অগ্নিগর্ভ নন্দীগ্রাম, দলীয় সমর্থকের মৃত্যুতে বদলার বার্তা শুভেন্দুর
  2. ভোটের দু'দিন আগে রক্তাক্ত নন্দীগ্রাম, মহিলা বিজেপি কর্মীকে কুপিয়ে খুন; আহত একাধিক
  3. নন্দীগ্রামে মহিলা বিজেপি কর্মীর খুনে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তৃণমূলের

নন্দীগ্রাম, 23 মে: নন্দীগ্রামে মহিলা বিজেপি কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ এই ঘটনার এবার সিবিআই তদন্তের দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের বৃহস্পতিবার দেখতে যান তিনি ৷ সেখান থেকে বেরিয়ে নন্দীগ্রামের বিধায়ক বলেন, "বিজেপি কর্মীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ৷ আমরা এর সিবিআই তদন্ত চাই ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিছু করবে না ৷ পুলিশ ছাড়া তৃণমূলের অস্তিত্ব নেই ৷ সাতদিনের মধ্যে পুলিশ ব্যবস্থা না-নিলে মৃতের পরিবার আদালতের দ্বারস্থ হবে ৷"

নতুন করে উত্তেজনা নন্দীগ্রামে (ইটিভি ভারত)

তাঁর অভিযোগ, "অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মদতে তৃণমূলের গুন্ডা ও দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের উপর আক্রমণ করেছে ৷ সাতজনকে হাসপাতালে আনা হয়েছে ৷ তিনজন হাসতাপালে ভরতি রয়েছেন ৷ মৃতের ছেলে সঞ্জয় আড়ির চোখ নষ্ট হয়ে গিয়েছে ৷ তাঁকে কলকাতায় রেফার করা হয়েছে ৷ রথিবালা আড়ির মেয়ে 25 জনের নামে থানায় এফআইআর করেছেন ৷ বিজেপি কর্মীরা অভিযুক্তদের ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে ৷ কিন্তু বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ হয়েছে ৷ তবে খুনিদের গ্রেফতার করেনি পুলিশ ৷"

সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে আহতদের দেখে সোজা নন্দীগ্রাম থানায় যান শুভেন্দু অধিকারী ৷ নন্দীগ্রাম থানার মুখে ঢুকতেই কেন্দ্রীয় বাহিনীকে দেখতে পান তিনি ৷ সেখানে দাঁড়িয়ে তাদের বিরোধী দলনেতা বলেন, "উপর মহল থেকে নির্দেশ নিয়ে কাশ্মীরের মতো বাংলাকে শায়েস্তা করুন ৷ খুনিদের সঙ্গে মিটিং করছেন আইসি ৷ তাঁকে মজা দেখাচ্ছি ৷" এরপর সোজা থানায় ঢুকে পুলিশ আধিকারিককে ধমকান শুভেন্দু অধিকারী ৷ বলেন, "আমরা পুলিশে অভিযোগ করেছি ৷ অভিযোগ নিয়েছেন তার এফআইআর নম্বর দিন ৷ এফআইআর নম্বর না-নিয়ে এখান থেকে আমি যাব না ৷"

অন্যদিকে দলীয় কর্মীদের উপর আক্রমণের ঘটনায় নন্দীগ্রাম থানা ঘেরাও করে দফায় দফায় বিক্ষোভ দেখায় বিজেপি ৷ তৃণমূলের ঝান্ডা নিয়ে আইসির ঘরের সমানে টাঙিয়ে দেয় ৷ পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য নন্দীগ্রাম থানায় এলে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা ৷ পরে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায় ৷ সূত্রের খবর, নন্দীগ্রামের ঘটনায় তৃণমূল কর্মী দেবু রায় নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ সঙ্গে এক মহিলাকে আটক করা হয়েছে ৷ পাশাপাশি একজন আত্মসমর্পণ করেছেন ৷

আরও পড়ুন:

  1. ফের অগ্নিগর্ভ নন্দীগ্রাম, দলীয় সমর্থকের মৃত্যুতে বদলার বার্তা শুভেন্দুর
  2. ভোটের দু'দিন আগে রক্তাক্ত নন্দীগ্রাম, মহিলা বিজেপি কর্মীকে কুপিয়ে খুন; আহত একাধিক
  3. নন্দীগ্রামে মহিলা বিজেপি কর্মীর খুনে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তৃণমূলের
Last Updated : May 23, 2024, 10:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.