কলকাতা, 6 জুন: ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "এখনও সময় আছে, শুধরে যান ৷" লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আসছে হিংসার খবর ৷ বিজেপি কর্মীদের হুমকি দেওয়া, মারধর করা ও বাড়ি-দোকানপাট ভাঙচুর করার অভিযোগ উঠছে ৷ এরই প্রেক্ষিতে শাসকদলকে হুঁশিয়ারি দিয়ে সুকান্ত বলেন, এমনটা চলতে থাকলে বিজেপিও চুপ করে বসে থাকবে না ৷
আজ বিজেপির বেশকয়েকজন কর্মী-সমর্থকের সঙ্গে মহেশ্বরী ভবনে দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । অভিযোগ, ওই কর্মীরা ভোট পরবর্তী হিংসার শিকার ৷ এ দিন সুকান্ত বলেন, "এরা গণতন্ত্র মানে না ৷ তাই এদের মুখে বড় বড় কথা মানায় না । বিজেপি কিন্তু চুপ করে বসে থাকবে না । প্রয়োজনে প্রত্যুত্তর দেবে, তখন কিন্তু রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে ।"
এ দিন মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, "আপনি 29টা আসন পেয়েছেন, ভালো কথা ৷ আপনাকে অভিনন্দন । কিন্তু আপনাকেও মনে রাখতে হবে যে, আপনিও একদিন বিরোধী ছিলেন ৷ তখন আপনার কাছে একটিমাত্র আসন ছিল । তবে এখন বিজেপির 12 জন সাংসদ আছেন । আপনি আমাদের অনেকভাবে হারাবার চেষ্টা করেছেন ৷ প্রশাসনের উপর চাপ সৃষ্টি করেছেন । আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেও চাপ দিয়েছেন রিকাউন্টিং করার জন্য । আপনি শুধরে যান ৷ এখনও সময় আছে ।"
সুকান্তর কথায়, "যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের সঙ্গে মুখ্যমন্ত্রীর একবার দেখা করা উচিত । কারণ বিজেপির ভোটার হলেও তাঁরা আপনার রাজ্যের নাগরিক ৷ তাঁদের প্রতি আপনার দায়বদ্ধতা রয়েছে ।"
কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর সামনে আসছে ৷ এ দিন মিনাখাঁর পথে রওনা হওয়ার আগে আক্রান্তদের সঙ্গে দেখা করে তাঁদের খোজখবর নেন বিজেপির রাজ্য সভাপতি । তাঁর প্রশ্ন, "বিজেপিকে ভোট দেওয়া পাপ নাকি ? যে যাঁকে ইচ্ছে ভোট দিতে পারেন ।"