ETV Bharat / state

সন্দেশখালির নির্যাতিতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলে সব ব্যবস্থা করবে বিজেপি, জানালেন সুকান্ত - BJP

Sukanta Majumdar: আগামী 6 মার্চ উত্তর 24 পরগনার বারাসতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সন্দেশখালির নির্যাতিতারা চাইলে সেদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি জানান, প্রয়োজনে সব ব্য়বস্থা করবে বিজেপি ৷

PM Narendra Modi
PM Narendra Modi
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2024, 2:52 PM IST

কলকাতা, 22 ফেব্রুয়ারি: সন্দেশখালি নির্যাতিতারা চাইলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে পারবেন ৷ তাঁদের সঙ্গে প্রধানমন্ত্রীর দেখা করার সব ব্যবস্থা করে দেবে বিজেপি ৷ বৃহস্পতিবার এই কথাই জানিয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, "যদি সন্দেশখালির মা-বোনেরা প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করতে চান, আমরা অবশ্যই তার ব্যবস্থা করব ।"

আগামী 6 মার্চ পশ্চিমবঙ্গে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ সেদিন উত্তর 24 পরগনার সদর শহর বারাসতে সভা করতে পারেন তিনি ৷ সেই সভার দর্শকাসনে শুধু মহিলারাই থাকতে পারেন বলে এ দিন জানিয়েছেন সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, "আজ, আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী 6 মার্চ রাজ্য সফর করবেন এবং বারাসতে একটি মহিলা সমাবেশে ভাষণ দেবেন ।"

আর সেই সমাবেশেই সন্দেশখালির নির্যাতিতাদের এনে হাজির করার পরিকল্পনা যে বিজেপির রয়েছে, তা স্পষ্ট হয়েছে সুকান্ত মজুমদারের কথাতেই ৷ সেখানকার নির্যাতিতারা চাইলে ওই সভায় এসে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন ৷ প্রয়োজনে সব ব্যবস্থা বিজেপি করবে বলেই আশ্বাস দিয়েছেন সুকান্ত ৷

উল্লেখ্য, সন্দেশখালি অগ্নিগর্ভ হয়ে রয়েছে চলতি মাসের শুরু থেকে ৷ সেখানে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন ৷ তাঁদের ক্ষোভ তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তাঁর দুই অনুগামী শিবপ্রসাদ ওরফে শিবু হাজরা ও উত্তম সরদারের বিরুদ্ধে ৷ কেউ এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে জমি কেড়ে নেওয়ার অভিযোগ এনেছেন, তো কারও কারও অভিযোগ এলাকার মহিলাদের উপর অত্যাচার চালিয়েছে শাহজাহান-বাহিনী ৷ ইতিমধ্যে শিবু হাজরার বিরুদ্ধে দু’টি গণধর্ষণের অভিযোগও জমা পড়েছে ৷

শিবু ও উত্তমকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তবে এখনও অধরা শাহজাহান ৷ চলতি বছরের জানুয়ারির গোড়ার দিকে সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে যায় ইডি ৷ সেদিন ইডি আধিকারিকরা আক্রান্ত হন শাহজাহানের অনুগামীদের হাতে ৷ তার পর থেকে দেড়মাসের বেশি সময় কেটে গিয়েছে ৷ কিন্তু শাহজাহানকে গ্রেফতার করা যায়নি ৷

এই পরিস্থিতিতে বিরোধীরাও রোজ তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ ঝাঁঝ বাড়াচ্ছে ৷ আদালতের অনুমতি নিয়ে সন্দেশখালি থেকে ঘুরে এসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ আবার যাবেন বলে জানিয়েছেন ৷ এবার সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি কথার সম্ভাবনা তৈরি হল ৷

এখন দেখার তাঁরা প্রধানমন্ত্রীর কাছে এসে কী অভিযোগ জানান আর তার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী কী বলেন ? এই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতেই হবে আগামী 6 মার্চ পর্যন্ত ৷

(পিটিআই ইনপুট সহ)

আরও পড়ুন:

  1. সন্দেশখালির মহিলাদের অসম্মানের অভিযোগ, কুণাল ঘোষের কুশপুত্তলিকা দাহ বিজেপির
  2. সন্দেশখালিকাণ্ডে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ মানবাধিকার কমিশনের, বৃহস্পতিবার রাজ্যে প্রতিনিধি দল
  3. সন্দেশখালিকাণ্ডে নয়া মোড়! শাহজাহান-ঘনিষ্ঠ শিবুর বিরুদ্ধে যুক্ত হল দ্বিতীয় গণধর্ষণের ধারা

কলকাতা, 22 ফেব্রুয়ারি: সন্দেশখালি নির্যাতিতারা চাইলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে পারবেন ৷ তাঁদের সঙ্গে প্রধানমন্ত্রীর দেখা করার সব ব্যবস্থা করে দেবে বিজেপি ৷ বৃহস্পতিবার এই কথাই জানিয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, "যদি সন্দেশখালির মা-বোনেরা প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করতে চান, আমরা অবশ্যই তার ব্যবস্থা করব ।"

আগামী 6 মার্চ পশ্চিমবঙ্গে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ সেদিন উত্তর 24 পরগনার সদর শহর বারাসতে সভা করতে পারেন তিনি ৷ সেই সভার দর্শকাসনে শুধু মহিলারাই থাকতে পারেন বলে এ দিন জানিয়েছেন সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, "আজ, আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী 6 মার্চ রাজ্য সফর করবেন এবং বারাসতে একটি মহিলা সমাবেশে ভাষণ দেবেন ।"

আর সেই সমাবেশেই সন্দেশখালির নির্যাতিতাদের এনে হাজির করার পরিকল্পনা যে বিজেপির রয়েছে, তা স্পষ্ট হয়েছে সুকান্ত মজুমদারের কথাতেই ৷ সেখানকার নির্যাতিতারা চাইলে ওই সভায় এসে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন ৷ প্রয়োজনে সব ব্যবস্থা বিজেপি করবে বলেই আশ্বাস দিয়েছেন সুকান্ত ৷

উল্লেখ্য, সন্দেশখালি অগ্নিগর্ভ হয়ে রয়েছে চলতি মাসের শুরু থেকে ৷ সেখানে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন ৷ তাঁদের ক্ষোভ তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তাঁর দুই অনুগামী শিবপ্রসাদ ওরফে শিবু হাজরা ও উত্তম সরদারের বিরুদ্ধে ৷ কেউ এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে জমি কেড়ে নেওয়ার অভিযোগ এনেছেন, তো কারও কারও অভিযোগ এলাকার মহিলাদের উপর অত্যাচার চালিয়েছে শাহজাহান-বাহিনী ৷ ইতিমধ্যে শিবু হাজরার বিরুদ্ধে দু’টি গণধর্ষণের অভিযোগও জমা পড়েছে ৷

শিবু ও উত্তমকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তবে এখনও অধরা শাহজাহান ৷ চলতি বছরের জানুয়ারির গোড়ার দিকে সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে যায় ইডি ৷ সেদিন ইডি আধিকারিকরা আক্রান্ত হন শাহজাহানের অনুগামীদের হাতে ৷ তার পর থেকে দেড়মাসের বেশি সময় কেটে গিয়েছে ৷ কিন্তু শাহজাহানকে গ্রেফতার করা যায়নি ৷

এই পরিস্থিতিতে বিরোধীরাও রোজ তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ ঝাঁঝ বাড়াচ্ছে ৷ আদালতের অনুমতি নিয়ে সন্দেশখালি থেকে ঘুরে এসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ আবার যাবেন বলে জানিয়েছেন ৷ এবার সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি কথার সম্ভাবনা তৈরি হল ৷

এখন দেখার তাঁরা প্রধানমন্ত্রীর কাছে এসে কী অভিযোগ জানান আর তার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী কী বলেন ? এই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতেই হবে আগামী 6 মার্চ পর্যন্ত ৷

(পিটিআই ইনপুট সহ)

আরও পড়ুন:

  1. সন্দেশখালির মহিলাদের অসম্মানের অভিযোগ, কুণাল ঘোষের কুশপুত্তলিকা দাহ বিজেপির
  2. সন্দেশখালিকাণ্ডে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ মানবাধিকার কমিশনের, বৃহস্পতিবার রাজ্যে প্রতিনিধি দল
  3. সন্দেশখালিকাণ্ডে নয়া মোড়! শাহজাহান-ঘনিষ্ঠ শিবুর বিরুদ্ধে যুক্ত হল দ্বিতীয় গণধর্ষণের ধারা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.