ETV Bharat / state

আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর বাণী শুনতে চাননি, চেয়েছিলেন আলোচনা: সুকান্ত - CM Meets Junior Doctors

Sukanta Majumdar Criticises Mamata Banerjee's Meets to Protested Junior Doctors: মমতা বন্দ্যোপাধ্যায়ের জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে গিয়ে সাক্ষাতের সমালোচনা করলেন সুকান্ত মজুমদার ৷ অভিযোগ করলেন, এক তরফা বক্তব্য পেশ করে চলে এসেছেন মুখ্যমন্ত্রী ৷ জুনিয়র ডাক্তারদের বক্তব্য না-শোনা নিয়েই তাঁর সমালোচনা করেছেন সুকান্ত ৷

CM MEETS JUNIOR DOCTORS
মমতা বন্দ্যোপাধ্যায়ের জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে সাক্ষাতের সমালোচনা সুকান্ত মজুমদারের ৷ (ইটিভি ভারত ৷)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2024, 9:01 PM IST

কলকাতা, 14 সেপ্টেম্বর: স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে বা তাঁর বাণীও শুনতে চাননি ৷ মুখ্যমন্ত্রীর জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে বক্তব্য পেশ করা নিয়ে এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি প্রশ্ন তুললেন, সেখানে মুখ্যমন্ত্রী নিজের বক্তব্য রাখলেও, জুনিয়র ডাক্তারদের দাবি নিয়ে আলোচনা করলেন না কেন ?

এই বিষয়ে সুকান্ত মজুমদার কটাক্ষের সুরে বলেন, "আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা একবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে বা তাঁর বাণী শুনতে চাননি ৷ বরং আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান চাইছেন ৷ কিন্তু, কোনও আলোচনা হতে সেখানে আজ দেখা গেল না ৷ চিকিৎসকদের যে পাঁচটি দাবি রয়েছে, তার একটিও মেনে নেওয়ার কথা বলেন না মমতা বন্দ্যোপাধ্যায় ৷

বরং ধরনা মঞ্চে মুখ্যমন্ত্রী তাঁর মন্তব্যে বিচার ব্যবস্থার উপর সন্দেহ প্রকাশ করেছেন বলে অভিযোগ করলেন সুকান্ত ৷ উল্লেখ্য, মুখ্য়মন্ত্রী এ দিন বলেছিলেন, আগামী 17 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানিতে জুনিয়র ডাক্তারদের কোনোরকম ক্ষতি হোক, তিনি চান না ৷ এ নিয়ে সুকান্ত বলেন, "আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচার ব্যবস্থার উপরে সন্দেহ প্রকাশ করেছেন ৷ উনি আগের থেকেই কী করে জানলেন যে, আগামী দিনের রায় বা অবজারভেশনে জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে কোনোরকম ব্যবস্থা নেবে আদালত ? তাছাড়া জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে কোনোরকম ব্যবস্থা নেওয়া যাবে না ৷ কারণ, সিনিয়র চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন যে যদি এদের বিরুদ্ধে কোনোরকম পদক্ষেপ করা হয় ৷ তা হলে তাঁরাও ওপিডি বন্ধ করে দেবেন ৷"

মুখ্যমন্ত্রীর এক তরফা বক্তব্য নিয়ে সুকান্ত আরও বলেন, "উনি একাই কথা বলবেন, আর কেউ বলবেন না ৷ মমতা বন্দ্যোপাধ্যায় আজ কু-নাট্য করলেন ৷ তিনি কেন দোষী পুলিশ অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারছেন না ? অথচ ওঁর কথাতেই অনেকে কম্পালসারি ওয়েটিংয়ে রয়েছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় সিমপ্যাথি আদায়ের চেষ্টা করছেন ৷"

সুকান্ত মজুমদার এ দিন বামেদেরও কটাক্ষ করেছেন ৷ তিনি অভিযোগ করেন, জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে হাইজ্যাক করার পরিকল্পনা করেছিল বামেরা ৷ এই ইস্যুতে জুনিয়র ডাক্তারদের ধরনায় হামলার চক্রান্তের অভিযোগে দুই বাম নেতার গ্রেফতারি প্রসঙ্গও তোলেন সুকান্ত ৷ তিনি বলেন, "আজ ডিওয়াইএফআই নেতা কলতানের গ্রেফতারির পরেই মমতা বন্দ্যোপাধ্যায় ধরনা মঞ্চে চলে গেলেন ৷ এটা পুরোটাই বাম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটিং ৷ এটা আসলে মহম্মদ সেলিম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা মাফিক হয়েছে ৷"

কলকাতা, 14 সেপ্টেম্বর: স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে বা তাঁর বাণীও শুনতে চাননি ৷ মুখ্যমন্ত্রীর জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে বক্তব্য পেশ করা নিয়ে এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি প্রশ্ন তুললেন, সেখানে মুখ্যমন্ত্রী নিজের বক্তব্য রাখলেও, জুনিয়র ডাক্তারদের দাবি নিয়ে আলোচনা করলেন না কেন ?

এই বিষয়ে সুকান্ত মজুমদার কটাক্ষের সুরে বলেন, "আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা একবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে বা তাঁর বাণী শুনতে চাননি ৷ বরং আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান চাইছেন ৷ কিন্তু, কোনও আলোচনা হতে সেখানে আজ দেখা গেল না ৷ চিকিৎসকদের যে পাঁচটি দাবি রয়েছে, তার একটিও মেনে নেওয়ার কথা বলেন না মমতা বন্দ্যোপাধ্যায় ৷

বরং ধরনা মঞ্চে মুখ্যমন্ত্রী তাঁর মন্তব্যে বিচার ব্যবস্থার উপর সন্দেহ প্রকাশ করেছেন বলে অভিযোগ করলেন সুকান্ত ৷ উল্লেখ্য, মুখ্য়মন্ত্রী এ দিন বলেছিলেন, আগামী 17 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানিতে জুনিয়র ডাক্তারদের কোনোরকম ক্ষতি হোক, তিনি চান না ৷ এ নিয়ে সুকান্ত বলেন, "আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচার ব্যবস্থার উপরে সন্দেহ প্রকাশ করেছেন ৷ উনি আগের থেকেই কী করে জানলেন যে, আগামী দিনের রায় বা অবজারভেশনে জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে কোনোরকম ব্যবস্থা নেবে আদালত ? তাছাড়া জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে কোনোরকম ব্যবস্থা নেওয়া যাবে না ৷ কারণ, সিনিয়র চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন যে যদি এদের বিরুদ্ধে কোনোরকম পদক্ষেপ করা হয় ৷ তা হলে তাঁরাও ওপিডি বন্ধ করে দেবেন ৷"

মুখ্যমন্ত্রীর এক তরফা বক্তব্য নিয়ে সুকান্ত আরও বলেন, "উনি একাই কথা বলবেন, আর কেউ বলবেন না ৷ মমতা বন্দ্যোপাধ্যায় আজ কু-নাট্য করলেন ৷ তিনি কেন দোষী পুলিশ অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারছেন না ? অথচ ওঁর কথাতেই অনেকে কম্পালসারি ওয়েটিংয়ে রয়েছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় সিমপ্যাথি আদায়ের চেষ্টা করছেন ৷"

সুকান্ত মজুমদার এ দিন বামেদেরও কটাক্ষ করেছেন ৷ তিনি অভিযোগ করেন, জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে হাইজ্যাক করার পরিকল্পনা করেছিল বামেরা ৷ এই ইস্যুতে জুনিয়র ডাক্তারদের ধরনায় হামলার চক্রান্তের অভিযোগে দুই বাম নেতার গ্রেফতারি প্রসঙ্গও তোলেন সুকান্ত ৷ তিনি বলেন, "আজ ডিওয়াইএফআই নেতা কলতানের গ্রেফতারির পরেই মমতা বন্দ্যোপাধ্যায় ধরনা মঞ্চে চলে গেলেন ৷ এটা পুরোটাই বাম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটিং ৷ এটা আসলে মহম্মদ সেলিম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা মাফিক হয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.