বাঁকুড়া, 1 এপ্রিল: ভোটপ্রচারে ওন্দার দোল উৎসবে সামিল হলেন বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল ৷ শুধু সামিল হলেন না, গলায় খোল ঝুলিয়ে কীর্তন ও তার ছন্দে নাচতেও দেখা গেল প্রার্থীকে ৷ সবশেষে জানালেন, কীর্তনের ছন্দে নাচতে নাচতে নিজেকে শ্রী রাধিকার মতো মনে হচ্ছিল তাঁর ৷ যদিও, এনিয়ে তৃণমূল প্রার্থীকে খোঁচা দিতে ছাড়েননি ওন্দা বিধায়ক তথা বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি অমরনাথ শাখা ৷ 'পাগলামি' করছেন বলে মন্তব্য তাঁর ৷
রবিবার সন্ধ্যায় বিষ্ণুপুর লোকসভার ওন্দা বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারে যান সুজাতা মণ্ডল ৷ সেখানে ওন্দা দোল উৎসব উপলক্ষে চলা মেলায় যান তৃণমূল প্রার্থী ৷ সেই সময় মন্দিরে কীর্তন হচ্ছিল ৷ রাধাকৃষ্ণের আশীর্বাদ নিয়ে নামসংকীর্তনে যোগ দেন ৷ প্রথমটায় কীর্তনের ছন্দে নাচতে দেখা যায় তাঁকে ৷ এরপর খোল গলায় ঝুলিয়ে বাজাতে শুরু করেন ৷ সঙ্গে চলতে থাকে নাচ ৷ নিজেকে রাধিকার সঙ্গে তুলনাও করলেন তিনি ৷
সুজাতার মন্তব্য, "কীর্তনের তালে তালে আমি নাচতে শুরু করলাম, মনে হচ্ছিল বৃন্দাবনের রাধিকারাও বোধহয় এরকম করেই নাচতো ৷ আমারও আজ মনে হল আমিও আমার কৃষ্ণের সঙ্গে রাধিকা হয়ে গেছি ৷ আসলে আপনারাই আমার কৃষ্ণ ৷ আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ চাইছি ৷ আপনারা আশীর্বাদ করলেই আমি সফল হব ৷"
পরে সাংবাদিকদের সামনে তিনি বলেন, "রাধিকা যেমন শ্রীকৃষ্ণের জন্য নিজের জীবন তাঁর চরণে উৎসর্গ করেছিলেন ৷ তেমনি আমিও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মানুষের চরণে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি ৷" যদিও, সুজাতা মণ্ডলের বক্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি জেলা বিজেপি নেতৃত্ব ৷ বিজেপির বিষ্ণুপুর জেলা সংগঠনের সভাপতি তথা ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন, "আজ নিজেকে রাধা ভাবছেন ৷ কাল নিজেকে শ্রীদেবী, হেমা মালিনী ভাববেন ৷ কোনদিন আবার নিজেকে পুতনা রাক্ষসী আর সুর্পণখা না ভেবে বসেন ৷ আসলে মহিলা পাগলামি শুরু করেছেন ৷"
আরও পড়ুন: